আমার তোলা রেনডম ফটোগ্রাফি 🔥

in Incredible India10 days ago

IMG_20250321_083357.jpg

HELLO▶

Everyone

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য তাহলে , চলো শুরু করা যাক ৷


আমাদের কিছু ভুট্টা গাছ দেখতে গিয়ে ভুট্টা গাছের কিছু ফুলের ফটোগ্রাফি করেছি যেগুলো দেখতে অসম্ভব সুন্দর ৷ এই ফুল গুলো ভুট্টা গাছের মচকা থেকে ফুল গুলো বের হয়েছে আর ফুল গুলো যখন শুরুতে বের হয় তখন দেখতে অসাধারণ লাগে ৷

আমরা ছোট বেলায় এই ভূট্টা গাছের মচকার ফুল গুলো দিয়ে অনেক খেলেছি অনেকে মাথার চুল ব্যবহার করেছে এবং অনেকে দাড়ি মোজ হিসেবে ব্যবহার করেছিল ৷

যাই হোক ফুল গুলো যতই দিন যাবে ততই পুরাতন হয়ে যাবে এবং সর্বশেষে ফুল গুলো শুকিয়ে ঝেমকে যাবে তখন ফুল গুলোর সৌন্দর্য আর থাকবে না ৷

IMG_20250321_084327.jpg

সাধারনত ভূট্টা গাছে আমরা দু রকমের ফুল দেখতে পাই এই ফুল টি হলো ভূট্টা গাছের মাথার উপরে হয়ে থাকে যেগুলো দেখতে অনেক টা ধানের শীষের মত আর এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয় ৷

কিন্তু যখন ভূট্টা গাছ গুলো প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন এই ফুল গুলোও শুকিয়ে যায় তারপর ও ঝরে পরে যায় না ৷ যাই হোক কিছু কিছু ফুলের সৌন্দর্য সারাজীবন না থাকলেও ক্ষনিকের জন্য এদের সৌন্দর্য উপভোগ করা একটা মজার বিষয় ৷

IMG_20250321_084916.jpg

এটি একটি ঘাস ফুল আর এটি ঘাস ফুল হলেও এই ফুলের সৌন্দর্য আমাকে মনোমুগ্ধকর করে তুলেছে ৷ আমি অনেক এবং অন্যান্য ঘাস ফুল দেখেছি তবে সবার থেকে এই ফুলের সৌন্দর্য আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে ৷

সাধারনত এই ফুল আমাদের বাড়ির আশে পাশে দেখতে পাওয়া যায় বা কোন ফসলের জমিতে আগাছা হিসেবে জন্ম নিতে দেখা যায় ৷

আসলে আমি মনে করি গ্রামের মধ্যে থাকলে প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছু উপভোগ করা যায় যেগুলো শহরের মানুষজন উপভোগ করতে পারে না ৷

IMG_20250321_085400.jpg

তবে এগুলো গ্রাষ্মকালীন ফুল হিসেবে ধরা হয় পুরো গ্রীষ্মকাল বেঁচে থাকবে তারপর কিছুদিনের মধ্যে এই ফুল গুলো শুকিয়ে মাটিতে নিস্তেজ হয়ে যাবে ৷ তখন আমরা আর এই ফুল গুলো দেখতে পারবো না বা চোখেও পরবে না ৷

IMG_20250321_085954.jpg

এটি একটি প্লাস্টিকের ধানের গাছের ফুল আহ্ দেখতে কি অসাধারণ লাগতেছে ৷ আসলে এই ফুলের ফটোগ্রাফি টা আমি মেলায় বেড়াতে গিয়ে করেছি ৷

বাস্তব জীবনের কিছু ফুল মানুষজন যে এত সুন্দর ভাবে কারিগর করতে পারে তা ভাবলেই কেন জানি অসম্ভবের মত কিছু লাগে ৷

যাই হোক বর্তমান সময়ে এই গুলো তৈরি করা মানুষের এক হাতের খেলা বলা যায় ৷

IMG_20250321_090408.jpg

এটি একটি সনাতন ধর্মের দেবদেবীর পুজা করার জন্য একটা ছোট কলস বলা যায় ৷ আর এই কলস দিয়ে সনাতন ধর্মের মানুষেরা দেবদেবীর পূজা করে থাকেন এবং কি গঙ্গা স্নান করার জন্য আমি দেখেছি এই ছোট কলস গুলো ব্যবহার করে থাকেন ৷

আর এই সব জিনিসপত্র মেলায় এনেছে বিক্রি করার জন্য আর অনেক মানুষজন ও কিনে নিচ্ছে এই সব জিনিসপত্র ৷

যাই হোক আমার সবমিলিয়ে ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcsUhSBkR263BW3aGFrDJ4LY4NAcqRpChuw63auxR2oHphrAU559PgwAbnwHoQWQKzZva17V7WKMAKJvwX9UxnTbAxXty.gif

Sort:  
 10 days ago 

প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে আমাদের জীবনের একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় ফুরিয়ে গেলে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ঠিক তেমনি প্রতিটা ফুলের একটা নির্দিষ্ট সময় আছে যখন তার সময় শেষ হয়ে যাবে তখন সে শুকিয়ে যাবে তবে আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 10 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Loading...
 10 days ago 

কিছুদিন আগে যখন বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন গ্রামে দেখেছিলাম বেশিরভাগ জমিতে চাষীরা ভুট্টা গাছ রোপন করেছে। কাজগুলো খানিকটা বড় হয়ে উঠেছিল। যাই হোক আপনার পোষ্টের মাধ্যমে ভুট্টা গাছের ফুল দেখতে পেলাম। কখনো সেভাবে সামনা সামনি দেখা হয়ে ওঠেনি। আপনার তোলা সমস্ত ফটোগ্রাফি সর্বদাই সুন্দর হয়। এর ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।

 6 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 6 days ago 

চমৎকার আপনার ধারণা করা ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিলো আপনি ফোটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ধারণ করতে পারেন আমি সবসময় আনন্দিত অনুভব করি আপনার ধারণ করা ফটোগ্রাফি দেখে আজও সেই ফটোগ্রাফি গুলো উপভোগ করতে পেরে আমি মুগ্ধ হয়ে পড়েছি ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 6 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉