রেনডম ফুলের ফটোগ্রাফি 🌼🌼
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো তাহলে, চলো শুরু করা যাক ৷
সাধারনত এটি একটি ঘাস ফুল তবে এই ঘাস ফুলের নাম আমার কাছে সম্পুর্ণ অজানা ৷ আমি এই ফুলের ফটোগ্রাফি টা আমাদের বাড়ির পাশের ফুলের বাগান থেকে ফটোগ্রাফি করেছি বেশ কয়েকটি ঘাসে মধ্যে থেকে তাই হয়তো এটি একটি ঘাস প্রজাতির ফুল ৷
আমি এর আগে কখনও এই ধরনের ফুল দেখতে পাই নি তবে আজকে দেখতে পেয়ে অনেক ভালো লাগতেছে কারণ এটি ঘাস ফুল হলেও এই ফুলের সোন্দর্যতা বেশ রয়েছে ৷
তবে মজার বিষয় হচ্ছে এই ঘাস ফুল গাছে শুধুই ডাল ছিলো আর ডালে কোন পাতা ছিলো না তবে ডাল গুলো বেশ বড় আর প্রতিটি ডালের মধ্যে এই ফুল গুলো খুব সুন্দর ভাবে ফুটে আছে ৷
যাই হোক ফুলের নাম অজানা থাকলেও এই ফুলের সৌন্দর্যের কাছে যে কোন ধরনের ঘাস ফুল খুব সহজেই হার মানাতে পারবে ৷ আর যদি আপনাদের মধ্যে কেউ এই ফুলের নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷
এটিও এক ধরনের ঘাস ফুল আর হয়তো এই ঘাসফুল কে অধিকাংশ মানুষ চিনে থাকবে ৷ বিশেষ করে ছেলে মানুষেরা এই ঘাস ফুল দেখেছে বা এই ঘাস ফুলের সাথে পরিচিত ৷ কেননা এই ঘাস ফুল গুলো ধান ক্ষেতে জমির আলে এই ঘাস গুলো জন্মে থাকে তখন দেখতে পাওয়া যায় এই ফুল গুলো ৷
এবং কি যখন ধান গুলো কাটা হয় তখনো ধানের ক্ষেতে এই ঘাস ফুল গুলো দেখতে পাওয়া যায় ৷ তবে গরু ছাগলের প্রধান খাবার এই ধরনের ঘাস গুলোকে বলা যায় ৷ আমরা অনেক সময় গরু বা ছাগলের জন্য ঘাস তুলে আনতে এই ঘাস গুলো নিয়ে আসি আর এই ঘাস গুলো গরু বা ছাগল নিমিষের মধ্যে খেয়ে শেষ করে দিবে ৷
এটিও একটি ঘাস ফুল আমরা কয়েকদিন আগে গরুর খাবারের জন্য বিদেশী ঘাস রোপন করেছিলাম সেই ঘাসের গাছ গুলো থেকে এই ঘাস ফুল টি হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে ৷
ফুলটি এখনো অনেক ছোট রয়েছে আর কয়েকদিন গেলেই ফুল গুলো অনেক বড় দেখা যাবে এবং লম্বা দিক দিয়েই অনেক বড় দেখা যায় তখন ফুল গুলো দেখতে আরো অনেক সুন্দর লাগবে ৷
সবার পরিচিত একটি নয়নতারা ফুল ৷ আর এই নয়নতারা ফুল দুই তিন ধরনের হয়ে থাকে তবে আমি দুটো দেখেছি একটি লাল রঙের হয়ে থাকে আরেক টি সাদা রঙের ৷
আজকে আমি সাদা নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছি যেটা ইতিমধ্যেই আপনাদের মাঝে শেয়ার করেছি ৷ যাই ফুল গুলো দেখতে সাদা রঙের হলেও সাদা রঙের ফুল সবারই পছন্দের হয়ে থাকে তেমন আমারো বেশ পছন্দের একটি ফুল ৷
বিশেষ করে নয়নতারা ফুল গুলো গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুটে থাকে আর এই ফুল গুলো প্রতিদিন মাটিতে ঝরতে দেখতে পাওয়া যায় ৷ তারপর পূজা অর্চণা করার জন্য এই ফুল গুলো আমাদের সনাতন ধর্মের মানুষেরা বেশী ব্যবহার করে থাকেন ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি ৷ যেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আজকে আপনি কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। স্বাধীনতা আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আমার ভীষণ পছন্দের। আপনার ফটোগ্রাফি দেখে বোঝাই যাচ্ছে না, কোনগুলো ঘাসফুল। আমাদের এদিকেও এইরকম ঘাসফুল হয় তবে সেভাবে কোনদিন গুরুত্ব দিয়ে দেখা হয় না। আপনার ফটোগ্রাফির মাধ্যমে সুন্দরভাবে ঘাসফুল গুলো দেখতে পেলাম। ফুলের সুন্দর ছবি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
আপ্নার ফটোগ্রাফি সব সময়ি অনেক সুন্দর হয়। আজকেও এর ব্যতিক্রম হয় নি। আজকে বেশির ভাগ ম্যাক্রো ফটোগ্রাফি করেছেন। ক্লজ শট গুলো খুব ক্লিয়ার ফোকাসের ছিল, কালার ও ঠিক ঠাক। ফটোগ্রাফি নিয়ে আপনার এমন আগ্রহ সব সময়েই আমার অনেক বেশি ভালো লাগে
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
আপনি আজ আমাদের মাঝে রেনডম ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এবং ওপরে লাল একটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আমি ওই ফুলের নামটি সঠিক জানিনা তবে আপনার পোস্টে পড়ে বুঝলাম এটা ঘাসফুল জাতীয়। আসলে আমাদের এই আশে পাশে অনেক ফুল আছে যেখানে গাছের পাতা না থাকলেও ফুল দেখা যায়। এবং তার সৌন্দর্য ফুটিয়ে তোলে। আমি মাঝে এমনই একটি ফুলের ফটোগ্রাফি ধারণ করেছিলাম । যে গাছের কোন পাতা ছিলো না। ছিলো তার সৌন্দর্য সুন্দর ফুল সুন্দর মুগ্ধ করা আকর্ষণীয় আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দর ছিলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉