রেনডম ফুলের ফটোগ্রাফি !!🌼
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো , তাহলে চলো শুরু করা যাক ৷
প্রথম যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি সেই ফুলের নাম হলো মাইক ফুল ৷ আর এই মাইক ফুল গুলো দেখতে হুবুহু মাইকের মত সেজন্য এই ফুলের নাম হয়েছে মাইক ফুল ৷
আর এই ফুল গুলো দেখতে হলুদ রঙের এবং গাছ ও গাছের পাতা সবুজ রঙের ৷ আবার এই ফুলের বিচি ও পাওয়া যায় সেটাও দেখতে সবুজ রঙের ৷
আর এই মাইক ফুল গুলো শীতকালীন সময়ে প্রচুর পরিমাণে ফুটে থাকে এবং প্রতিদিন ফুল গুলো ঝরতে পরে দেখা যায় মাটিতে ৷
তবে এখন শীতের শেষ পর্যায়ে চলে এসেছে এদিকে গ্রাষ্মকালীন শুরু হয়েছে সেজন্য এই ফুল গুলো এখন আর গাছে দেখতে পাওয়া যায় না ৷ আজকে অনেক খুজাখুজির পর একটি গাছে একটি ফুলেই দেখতে পেয়েছিলাম ৷
যাই হোক এই মাইক ফুল আমাদের পূজা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷ এবং কি তার পাশাপাশি এই গাছের বিচি এবং ছাল দিয়ে নানা ধরনের ঔষুধ তৈরি করা হয়ে থাকে ৷
এই ফুলের নাম হলো গাঁদা ফুল আর এই গাঁদা ফুল গুলোকে সেই শীতের শুরু থেকে এখন পর্যন্ত দেখে আসছি ঠিক আগের মতই পুরো গাছে ভর্তি ফুল রয়েছে ৷
মাঝে মাঝে মনে হয় অনেক ধরনের ফুল রয়েছে সেগুলো ঝরে পরে যাচ্ছে কিন্তু এই গাঁদা ফুল ঠিক আগেই মতই গাছে ফুটতে আছে যেন এর শেষে নেই ৷
যাই হোক গাঁদা ফুল আমার অনেক পছন্দের একটি ফুল ৷ ছোটবেলায় আমরা এই গাঁদা ফুল গুলোকেই বেশী দেখতে পেতাম এবং কি ছোট বেলায় এই ফুলের সাথে আমাদের অনেক স্মৃতিও রয়েছে ৷
তবে এই গাঁদা ফুল একটি উপকারিতা ফুল শরীরের মধ্যে কোন অংশে কেটে গেলে গাঁদা ফুলের পাতা বেটে বা থেতলো করে লাগিয়ে দিলে খুব সহজেই রক্ত বন্ধ হয়ে যেতো ৷
এই ফুলের নাম হলো লাল মরিচ ফুল দেখতে মরিচ এর মত এবং কি রঙ টাও লাল মরিচের মত সেজন্য লাল মরিচ ফুল বলা হয় ৷
এই ফুল গুলোও এখন গাছে দেখা যায় না শুধুমাত্র একটাই পেয়েছি তাও আবার অনেক ছোট তবে যখন বড় হয় তখন ফুল গুলো দেখতে আরো অনেক সুন্দর লাগে ৷
আর এই ফুল গুলোও অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে যেমন, পূজা পার্বণের সময় ফুলের সংকট দেখা গেলে এই লাল মরিচ ফুল গুলো দিয়েই আমরা পূঁজার কাজ সম্পন্ন করি ৷
লেবু গাছের ফুল দেখতে কি অসাধারণ আসলে ফুলের সৌন্দর্যের কোন তুলনা হয় না ৷ প্রতিটি ফুল তার নিজ নিজ জায়গা থেকে দেখতে অনেক আকর্ষণীয় হয় তেমনি এই লেবু গাছের ফুলটিও দেখতে অনেক সুন্দর ৷
তো বন্ধুরা আজকে বিকেল বেলা এলাকার আশেপাশে ঘুরে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করেছি ৷ যেগুলো ইতিমধ্যেই আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আপনার পোস্টের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন যেখানে মাইক ফুল ও গাঁদা ফুল এবং লেবু ফুলের ফটোগ্রাফি সত্যি প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিলো ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
আপনি বিভিন্ন ফুলের ফটোগ্রাফি এর পাশাপাশি ফু্লের বর্ণনা করেছেন যা অসাধারণ। আপনার পোস্ট পড়ে মাইক ফুল, গাঁদা ফুল, লাল মরিচ ফুল ও লেবু গাছের ফুলের সম্পর্কে জানতে পারলাম। বিশেষ করে গাঁদা ফুলের উপকারিতা গাদা ফুলের সাথে ছোটবেলার স্মৃতির কথা বলেছেন। যা পড়ে ভালো লাগল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন পোস্ট উপহার দেওয়ার জন্য।ভালো থাকবেন
বরাবরের মতোই বলবো আপনার ফুলের ফটোগ্রাফি হোক কিংবা ফটোগ্রাফি পোস্ট অসাধারণ হয়ে থাকে আজকে আপনি আমাদের সাথে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন বিশেষ করে প্রথম অবস্থায় যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সূর্য যেভাবে উঁকি দিচ্ছে সেটা দেখেই তো বেশ ভালো লাগার কাজ করছে অসংখ্য ধন্যবাদ চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।