একটি ঘাস ফুলের ফটোগ্রাফি 🌼!
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ আমি আপনাদের মাঝে একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ,, তাহলে চলো শুরু করা যাক ৷
আমি যে ফুল টি আজকে ফটোগ্রাফি করেছি এটা হলো একটি ঘাস ফুল ৷ আর সাধারনত ঘাস ফুল সচরাচর রাস্তার আশে পাশে এবং কি ছোট খাট ঝোপ ঝাড়ের মধ্যে দেখা যায় ৷ আমি এই ঘাস ফুল গুলো আমাদের দেবীগন্জ কৃষি ফার্মের ভিতরে রাস্তার পাশ থেকে তুলেছি ৷
আজকে দেবীগন্জ কৃষি ফার্মে বেড়াতে গিয়ে এই ঘাস ফুল গুলো চোখে পড়ে সেজন্য ফুল গুলোর বেশ কয়েকটি ফটোগ্রাফি আমার ফোনে ক্যামেরা বন্দি করে নিয়ে নেই ৷
যদিও ফুল গুলো ঘাস ফুল তবে এই ফুল গুলোরও নাম রয়েছে কিন্তু কি নাম তা আমার জানা নেই ৷ তবে ফুল গুলো দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় ৷ তাছাড়াও ফুল গুলো দেখতে অনেক টা ছোট আর গাছ গুলো দেখতে অনেক টা অখরা গাছের মত যেই গাছ গুলো আমরা স্কুলের মাঠে বা কলেজের মাঠে সচরাচর দেখতে পাই ৷
তবে মজার বিষয় হলো এই ঘাস ফুল গাছের কোন পাতা নেই ফুল হওয়ার আগে আগে গাছের মধ্যে থাকা সব পাতা গুলো ঝড়ে পড়ে যায় ৷
আর এই ঘাস ফুল গুলো শীতের শুরুতে এবং শীতের শেষের আগ পর্যন্ত দেখা যায় ৷ তারপর ঘন বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে এই ঘাসফুলের গাছ গুলো সব নষ্ট হয়ে যায় এবং বিলুপ্ত হয়ে যায় ৷ আবার শীতের শুরুতে এবং শীতের শেষে এই ঘাস ফুল গুলো আমরা দেখতে পাই ৷
এই গাছে যখন ফুলের কটব বা কলি ধারণ করে থাকে তখন গাছের মধ্যে এমন ধরনের ফুল দেখতে পাওয়া যায় ৷ আর যতই দিন যাওয়া শুরু করে দেয় ততই গাছের মধ্যে থাকা কটব বা কলি গুলো বড় হতে থাকে এবং একসময় ফুল গুলো ভোমরা হয়ে উঠে আর তখন দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগে ৷
ফুলের রং গুলো প্রথম অবস্থায় হালকা সবুজ রঙের হয়ে থাকে তারপর আস্তে আস্তে পুরোপুরি ভাবে সাদা রঙের ফুল ধারণ করে থাকে ৷
তবে এই ফুল গুলো বিকেল বেলা আর সকাল বেলা দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷ সকালে যখন পুরো কুয়াশা ভেজা শিশীর এই ফুলের মধ্যে থাকে তখন পুরো ফুলের গাছটি ভেজা অবস্থায় থাকে তখন দেখতে আরো অনেক আকর্ষণীয় লাগে ৷
ফুল গুলো বিকেল ৫ টার দিকে তোলা হয়েছে আর এই সময়ে যে কোন ফটোগ্রাফি করতে অনেক মজা লাগে ৷ কারণ এই সময়ে প্রাকৃতিক সৌন্দর্যতা ফটোগ্রাফি করার জন্য উচিত সময় বলে আমি মনে করি ৷
এবং কী তার পাশাপাশি সূর্য অস্ত যাওয়ার সময়ে যে কোন ফটোগ্রাফির ছবি গুলো ফুটে উঠে ৷ যেমন টা দেখতেই পারতেছেন আমি সূর্যের সাথে ফুলের ফটোগ্রাফি টা করেছি যেটা দেখে মনে হচ্ছে মন ভরে যাচ্ছে ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার ঘাস ফুলের একটি ফটোগ্রাফি যেটা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে ৷ আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
বরাবরের মতোই বলব আপনার ফটোগ্রাফির হাত হচ্ছে পাকা অর্থাৎ আপনি খুব সুন্দর ভাবেই ফটোগ্রাফি করতে পারেন আসলে ঘাসফুল গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে যখন মাঠে যাই তখন এগুলো দেখতে পাই আপনি ঠিকই বলেছেন এই গাছের মধ্যে তেমন কোন পাতা থাকে না আর বিকেল বেলায় ফটোগ্রাফি করলে বেশ ভালই লাগে দেখতে অনেক বেশি সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
আপনার তোলা ফটোগ্রাফি আমার সর্বদাই ভালো লাগে। তবে ঘাস ফুলটা প্রথমে দেখে একদমই চিনতে পারিনি তারপরে পোস্ট পড়তে পড়তে যখন ঘাসফুলের কুড়িটা দেখলাম তখন বুঝতে পারলাম। ছোটবেলায় অনেক দেখেছি এইরকম ঘাসফুল মাঠে ফুটে থাকতে। কিন্তু এখন দিনে দিনে সব মাঠে বাড়ি তৈরি হয়ে গেছে। তাই এখন আর চোখে পড়ে না। আপনার তোলা ফটোগ্রাফি গুলি সত্যিই খুব সুন্দর।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
ফুলটির ছবি এবং আপনার বর্ণনা সত্যিই প্রশংসনীয়! ঘাস ফুলের এমন এক সুন্দর প্রকৃতিগত সৌন্দর্য তুলে ধরেছেন, যা সাধারণত মানুষের চোখে পড়ে না। বিশেষ করে বিকেলের সূর্যাস্তের সময় যখন ফুলগুলো আরো উজ্জ্বল হয়ে ওঠে, তা আপনার ছবিতে অসাধারণভাবে ফুটে উঠেছে। গাছটির প্রাকৃতিক জীবনচক্র, যেমন শীতের শেষে ফুল ফোটে এবং পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়, তা বেশ ভালোভাবে তুলে ধরেছেন। আশা করি আপনার এই সুন্দর ফটোগ্রাফি আরো অনেকের ভালো লাগবে।
আমার ফটোগ্রাফি অনেক পছন্দের কিন্তু বাড়ির কাজের জন্য তেমন সময় হয়ে উঠে না যে প্রকৃতির কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার ৷
বরাবরের মতই আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে।। এরকম ঘাস প্রায় দেখা যায় অবহেলিত ঘাস গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে।। ধন্যবাদ জানাই আমারও আমাদের মাঝে এত সুন্দর একটি ঘাশফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মুল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ চেষ্টা করবো আরো ভালো ফটোগ্রাফি করার ৷