Incredible India monthly contest of January #1|Goal that I want to achieve in 2025
শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় কমিউনিটির প্রতি, এমন সুন্দর একটি টপিকে কনটেস্টের আয়োজন করার জন্য। সেইসাথে আমি আমার কিছু স্টিমিট বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।
@sabus @sairazerin @mdsuhagmia
Share the purpose you set for 2025!
"মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি....."!
নশ্বর এই পৃথিবীতে মানুষ চিরঞ্জীব নয়। যেহেতু মানুষ জীব, আর সেকারণেই জীব হিসেবে মানুষের মৃত্যু অনিবার্য। নিয়ম অনুযায়ী আমিও এর উর্ধ্বে নই। দেহে প্রাণ থাকা অবধি মানুষের স্বপ্ন এবং লক্ষ্য স্থায়ী থাকে৷ জীবন মৃত্যুর মাঝখানে মানুষ হাজারও স্বপ্ন নিয়ে বাঁচে। যেহেতু আমি মানুষ, সেহেতু আমিও স্বাভাবিকভাবেই কিছু স্বপ্নকে লালন করি প্রতিনিয়ত। বিগত বছরগুলোতে যেসব প্রাপ্তি অর্জন করেছি ২০২৫ এ এসে সেগুলোরই সম্প্রসারণ ঘটানোর ইচ্ছে আমাকে ঘিরে রেখেছে চারদিক থেকে৷ দীর্ঘ শিক্ষা জীবনের সমাপ্তি ঘটেছে গত ২০২৪ এ।
এখন সময় এসেছে সেই শিক্ষায় অর্জিত জ্ঞানের সম্প্রসারণ ঘটিয়ে কিছু একটা করার৷ আমি আমার লক্ষ্যে সবসময় অবিচল, তবে মাঝে মাঝে ধৈর্য হারিয়ে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ি, আবার ফিরে আসি আর এভাবেই চলছে আমার বর্তমান দিনকাল৷ ২০২৫ কে ব্যবহার করে দক্ষতায় ঝালাই দিয়ে আমি আরেকটু সামনে অগ্রসর হতে চাই। যেসব বিষয়ে আমার অপারগতা ছিলো অতীতে, সেসব বিষয়ে আমি আরেকটু দক্ষতা অর্জন করতে চাই৷
Which things have you decided not to repeat this year?
এ দেহে যতদিন প্রাণ আছে, আমি সবসময় চাইবো, অতীতে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটেছে, সেগুলো আবারও নতুন করে পুনরাবৃত্তি না ঘটুক৷ অতীতে বহু সময় খাম খেয়ালিতে কাটিয়েছি, সময়কে সঠিকভাবে মূল্যায়ন করিনি। অতীতের মূল্যবান সময়গুলো যা তা ভাবে কাটিয়ে এখন তার মাশুল দিতে হচ্ছে। সময়ের কাজ সময়ে করতে না পারলে তার খেসারত দিতে হয় বহুকাল ধরে।
একটি সহজ উদাহরণ, আমি এই প্লাটফর্মের সাথে জড়িত হয়েছি ২০২৩ এর ফেব্রুয়ারিতে, কিন্তু বর্তমান সময় পর্যন্ত আমার তেমন কোনো উন্নয়ন আমি ঘটাতে পারিনি। এর মূল কারণ, পারিপার্শ্বিক বিভিন্ন চাপ আমাকে দীর্ঘ সময় ধরে এই প্লাটফর্ম থেকে দূরে রেখেছিলো৷ অথচ আমার পরে যারা এই প্লাটফর্মে এসেছিলো তারাই আমার চেয়ে বহুদূর এগিয়ে গেছে৷ তাদের উন্নয়নের একমাত্র সারথী তাদের নিজস্ব একাগ্রতা, যা আমার ছিলো না। আমার নিম্নগামী এই উন্নয়নের জন্য দ্বায়ী একমাত্র আমি নিজেই৷
আজকের আমার এই অবনতির মূলকারণ, আমি অতীত জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার করতে অপারগ ছিলাম৷ ২০২৫ এ এসে আমি আবার এর পুনরাবৃত্তি চাই না৷ আগামী জীবনের শেষ সময় পর্যন্ত, সময়ের সঠিক ব্যবহার করতে চাই। জানিনা কতদূর টিকে থাকতে পারবো, তবে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবো এই লক্ষ্যে অবিচল থাকার।
সময় এক কঠিন অস্ত্র, যারা এর সঠিক ব্যবহার করবে তারাই উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবেন৷
Do you believe mistakes are the best teacher to rectify ourselves? Justify.
— মেরি টেলর মুর
হ্যাঁ, আমি বিশ্বাস করি "ভূল"ই আমাদের পরবর্তীতে সংশোধন হতে ত্বরান্বিত করে৷ ভুল আমাদের শেখায় পরবর্তীতে কীভাবে সঠিকভাবে যেকোনো কাজ সম্পাদন করতে হয়। যেকোনো কিছুতে ভুল, আমাদের অভিজ্ঞতার পরিসর বৃদ্ধি করতে সাহায্য করে, আর ব্যর্থতা থেকে অর্জিত অভিজ্ঞতা আমাদের ভুল এড়াতে সহযোগিতা করে৷
আজকের সমাপ্তি এখানেই টানছি৷ জানিনা, সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছি কিনা, তবে আমি যথাসম্ভব চেষ্টা করেছি সকল প্রশ্নের উত্তর দেওয়ার। বাকিটা আপনারাই বিবেচনা করবেন। ধন্যবাদ।
প্রতিটা মানুষ নিজেদেরকে নতুন করে আবার উপস্থাপন করার চেষ্টা করে প্রতিটা বছর আমাদের জন্য অনেক কিছুই রেখে যায় কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি না ২০২৫ সাল যেটা আপনি নিজের শিক্ষাগত যোগ্যতা টাকে কাজে লাগিয়ে নতুন কিছু করার পরে করছেন দোয়া করি আপনার ইচ্ছাটা পূরণ হোক।
২০২৩ সালে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনি সঠিকভাবে এখানে কাজ করতে পারেননি যার কারণেই হয়তো বা আপনি তেমন একটা উন্নতি এখানে এখনো পর্যন্ত করতে পারেননি।
এটা করবেন না আপনি আপনার কাজ করে যান এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করুন জীবনের সমস্যা থাকবে সমাধান করতে হবে সবকিছু মিলিয়ে আমাদেরকে চলতে হবে তাই বলে চুপ করে বসে থাকা যাবে না অসংখ্য ধন্যবাদ প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
আমার পোস্ট ভালোভাবে পর্যবেক্ষণ করে সুন্দর একটি মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।
পোস্টটি পড়ে সত্যিই মুগ্ধ হয়েছি। আপনার ২০২৫ সালের লক্ষ্যগুলো খুবই বাস্তবধর্মী এবং অনুপ্রেরণাদায়ক। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সময়ের সঠিক ব্যবহারের যে সংকল্প আপনি করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। সময়ের মূল্যায়ন এবং ভুল থেকে শিক্ষা নেওয়া এই দু'টি বিষয় জীবনে সাফল্যের অন্যতম মূল চাবিকাঠি।
আপনার লেখার ভাষা এবং চিন্তাভাবনা বেশ গভীর এবং আমাদের অনেক কিছু শেখার সুযোগ দেয়। আশা করছি, আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও উন্নতির দিকে এগিয়ে যাবেন।
অশেষ শুভকামনা রইল আপনার জন্য। আল্লাহ আপনার চেষ্টা ও পরিশ্রমের মুল্য দিবেন, এই প্রত্যাশা করি। ধন্যবাদ।
আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মতামত প্রদান করার জন্য ধন্যবাদ, প্রিয় বোন। আপনার জন্যও শুভকামনা রইল।
ধন্যবাদ আপু, আপনার মূল্যবান মতামতের জন্য।