My opinion about IPL Auction 2025
Hello Everyone,,,
কেমন আছেন বন্ধুরা! আশা করি, সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটু ব্যতিক্রমি বিষয় নিয়ে নিজের মতামত শেয়ার করবো। তবে বিষয়টা সম্পর্কে অনেকেই অবগত রয়েছেন আশা করি।
সারা বিশ্বে ক্রিকেট অনেক জনপ্রিয় খেলা। বিশ্বের কোটি মানুষ অধীর অপেক্ষায় থাকে ক্রিকেট বিশ্বকাপ দেখার জন্য। তবে বর্তমানে ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি অন্যান্য টুর্নামেন্টও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেগুলোর মধ্যে আইপিএল অন্যতম।
IPL ( Indian Premier League) প্রতিটা ক্রিকেট ভক্তের অনেক অনেক জনপ্রিয় এটা আমরা সকলেই জানি। আইপিএল ক্রিকেটকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে।
প্রতি বছরই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজন করে থাকে। বিগত আসরের মতোই এবারও মোট দশটা দল অংশ নেবে ২০২৫ সালের আইপিএল টুর্নামেন্টে।
তাই নিজ নিজ দল গঠনের কাজ শুরু করে দিয়েছে দলের মালিকরা। প্রতি বারের মতো এবারও নিলামের মাধ্যমে দলগুলো খেলোয়াড় কিনে থাকে। দুদিন যাবত চলে এবারের আইপিএল এর নিলাম।
বাংলাদেশ সময় বিকাল ৪ টা থেকে আইপিএলের নিলাম শুরু হয়। আইপিএল নিলাম মানে টাকার ছড়াছড়ি। প্রতিটি খেলোয়াড়দের পিছনে কোটি কোটি টাকা ঢেলে দলে টেনে নেওয়ার চেষ্টা করেন দলের মালিকগুলো।
এবারের প্রতিটা দল বলতে গেলে নতুন করে স্কোয়াড তৈরি করেছে। কয়েকজন মাত্র পুরানো খেলোয়াড় দলে রেখে বাকিটা নতুন খেলোয়াড় দ্বারা পূর্ণ করেছেন।
প্রতিবারই আইপিএল নিলাম নতুন নতুন ইতিহাস তৈরি করে। এবারও তার ব্যতিক্রম হয় নি। বিগতবারের সব রেকর্ড ভেঙে এবার আইপিএল ইতিহাসের সব থেকে দামি খেলোয়াড় হয়েছে ইন্ডিয়ান উইকেট কিপার রিশাব পান্থ।
রিশাব পান্থ কে দলে টানতে লখনৌ সুপার জায়ান্ট খরচ করেছেন ২৭ কোটি রুপি, যেটা আইপিএল ইতিহাসে সব থেকে বেশি মূল্যে ক্রয় করা খেলোয়াড়।
দলের মালিকরা নিজ নিজ পছন্দের খেলোয়াড়কে ক্রয়ের জন্য কিভাবে কোটি কোটি টাকা দিতে প্রস্তুত থাকেন এটা দেখলেই অবাক লাগে আমার।
আপনাদের সাথে আগেও বহুবার বলেছি যে, আমি ফুটবল ও ক্রিকেট খেলা অনেক পছন্দ করি এবং নিয়মিত ভক্ত। যখন থেকেই ক্রিকেট খেলা বুঝতে শিখেছি তখন থেকেই আইপিএল খেলাও দেখি।
আইপিএল এ আমার পছন্দের দল - চেন্নাই ( চেন্নাই সুপার কিংস) । কেন আমি চেন্নাই য়ের সাপোর্ট করি সেটা হয়ত অনেকেই বুঝতে পারছেন।
ধোনি আমার সব থেকে প্রিয় ক্রিকেট খেলোয়াড়। আইপিএলের শুরু থেকে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই দলকে পরিচালনা করেছেন এবং ৫ বার শিরোপা জিতিয়েছেন।
মহেন্দ্র সিং ধোনির কারনেই আমি মূলত চেন্নাই দলকে সাপোর্ট করি। ২০২৫ আইপিএল হয়ত মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল টুর্নামেন্ট হতে চলেছে কারন বয়সের ভারে একদিন না একদিন হার মেনে নিতেই হয়।
তবে এবারের আইপিএলে অনেক নাম করা খেলোয়াড় সুযোগ পাই নি। তাদের মিস করবো অনেক।
পোস্টে ব্যবহৃত স্ক্রিনশটগুলো HD Streamz App এ লাইভ দেখা অবস্থায় নেওয়া হয়েছে |
---|