আইপিএল ২০২৫ ( IPL 2025)
![]() |
---|
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। আজ থেকে শুরু হতে যাচ্ছে IPL (Indian Premier League) এর আসর। এটা অবশ্যই আমার মতো ক্রিকেট প্রেমিকদের জন্য আনন্দের খবর। যারা হয়ত ক্রিকেট সম্পর্কে খোজ খবর নেন না তারাও আইপিএল এর সময় টিভির পর্দায় একবার হলেও চোখ রেখে জানার চেষ্টা করেন কোন দল কেমন করছে!
ক্রিকেট কে এক অন্য মাত্রায় নিয়ে গেছে এই IPL টুর্নামেন্ট। ক্রিকেট বিশ্বকাপের পরেই যে টুর্নামেন্টের দিকে সকলে নজর রাখেন সেটা হলো IPL টুর্নামেন্ট।
IPL মানেই টাকার ছড়াছড়ি। প্রতিটা দলের মালিক তাদের পছন্দের খেলোয়াড়ের পিছনে কোটি কোটি টাকা খরচ করে নিজের দলে আনার চেষ্টা করেন। আইপিএল নিলাম নিয়ে একটা পোস্ট পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
অনেকেই মনে করেন দলগুলো যে এত এত টাকা খরচ করেন তাহলে তাদের লাভটা কোথায়? আসলে IPL এ
যে প্রাইজমানি থাকে সেটা দিয়ে একটা খেলোয়াড়ও কেনা মুশকিল তবে প্রতিটা দলের আয়ের প্রধান উৎস হলো স্পন্সর।
![]() |
---|
IPL এর প্রতিটা দলের জার্সি, ক্যাপ সব জায়গাতে বিভিন্ন কোম্পানির লোগো থাকে। কোম্পানিগুলো তাদের প্রচারের জন্য অনেক অর্থ ব্যয় করেন। কোম্পানিগুলো রীতিমতো লড়াই করেন স্পন্সর করার দৌড়ে এগিয়ে থাকার জন্য।
যারা মোটামুটি ক্রিকেট খেলা দেখেন তারা IPL এ নিজের পছন্দ মতো দলের সাপোর্ট করে থাকেন। পছন্দের দলকে বাছাই করার কিছু প্রক্রিয়া রয়েছে যেগুলো আমি বিগত বছরগুলোতে দেখে আসছি।
অধিকাংশই নিজের পছন্দের খেলোয়াড় যে দলে থাকে সেই দলের সাপোর্ট করেন। তবে আমার বাবা, জেটুদের মধ্যে কলকাতা দলের প্রতি অন্য রকম একটা অনুভূতি দেখেছি। হয়ত বাংলার ও বাঙ্গালীর প্রতি ভালোবাসা থেকেই অনুভূতি!
![]() |
---|
কলকাতা দলের হয়ে কোন খেলোয়াড় খেলছেন সেটা তাদের জানার বিষয় না, যে খেলোয়াড়ই থাকুক না কেন তারা কলকাতাকে সাপোর্ট করবেই!
তবে আমি আগেও বলেছি, আমি ছোটবেলা থেকে চেন্নাই য়ের সাপোর্ট করি আর চেন্নাই য়ের প্রতি ভালোবাসা এসেছল মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে।
ধোনির বয়স এখন ৪৩। এটাই হয়ত হতে যাচ্ছে তার শেষ IPL টুর্নামেন্ট। প্রতিবার IPL শুরু হওয়ার আগে সবার ধারনা থাকে এটাই হয়ত ধোনির শেষ IPL তবে শেষ পর্যন্ত সকলকে ভুল প্রমাণ করেন। এই বয়সের এসে তার ফিটনেস ও ম্যাচ ফিনিশিং স্কিল সত্যি প্রশংসনীয়।
এতদিন চেন্নাই য়ের হয়ে অধিনায়কত্ব করেছেন তবে বিগত আসর থেকে অধিনায়কত্ব ছেড়ে হয়ত অন্যকে প্রস্তুত করছেন। তবে দলের অধিনায়ক না হলেও দলকে যে সে নিজেই দিকনির্দেশনা দেন সেটা বলার অপেক্ষা রাখে না।
বিগত IPL আসরে ট্রফি জিতেছিলো কলকাতা। এবার ধোনির হাত ধরে চেন্নাই যদি ৬ষ্ট বার ট্রফি জয় করে তাহলে মন্দ হবে না!
ক্রিকেট খেলা আমি বহু দিন ধরে দেখি না তার পেছনে কোন না একটি কারণ আছে যাই হোক IPL শুরু হয়েছে সেই সম্পর্কে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে লিখেছেন দেখে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।