Incredible India monthly contest of February #2| Do you believe behind every successful man, there is a woman?
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। প্রতি সপ্তাহের মতো আবারও কমিউনিটিতে নতুন একটা কনটেস্ট চলমান রয়েছে। কমিউনিটির সদস্য হিসাবে আমাদের সকলের কনটেস্টে অংশগ্রহণ করা প্রয়োজন তবে আমি নিজেও অনেক দিন কনটেস্টে অংশগ্রহণ করি তাই সেজন্য দুঃখিত।
কনটেস্টে অংশগ্রহণের পূর্বে আমি আমার তিনজন বন্ধুকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে চাই -
you believe the proverb behind every successful man;there is a woman? Explain! |
---|
হ্যা! আমি বিশ্বাস করি। একজন সফল পুরুষের পেছনে নারীর অবদান থাকে। ইতিহাস পড়লে সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। তবে,
আমি কোনো ইতিহাসের গল্প এখানে তুলে ধরবো না। আমি আমার ব্যক্তিগত জীবনের কথাই এখানে তুলে ধরবো।
আমাদের সকলের শিক্ষা জীবন শুরু হয় মায়ের কাছেই। আমরা জীবনে সর্বপ্রথম মা শব্দটাই বলতে শিখি। মায়ের কাছেই লেখাপড়ার হাতে খড়ি হয়।
আমি যখন ছোট ছিলাম তখন মা রান্নাঘরে রান্না করতো আর আমি মায়ের পিছনে বসে বই পড়তাম। মা আমাকে জোরে জোরে পড়তে বলতো যাতে করে পড়ায় যদি কোনো ভুল থাকে তাহলে সেটা মা ধরিয়ে দিতে পারে। আর মা সেটাই করতো । নিজস্ব আচার ব্যবহারের ভীত তৈরি হয় মায়ের কাছ থেকে যেটা জীবনে সফল হতে অনেক গুরুত্বপূর্ণ।
আমার পড়াশুনা জীবনে আমার মায়ের অবদান অনেক। যখন রাত জেগে বই পড়তাম তখন মাও না ঘুমিয়ে পাশে বসে থাকতো। আর যখন পরিক্ষায় ভালো রেজাল্ট করতাম সব চেয়ে খুশি বোধ হয় মা ই হতো!
শুধু তাই নয়,
আমি ছোটবেলা থেকে দেখে আসছি, কোনো কাজ করার আগে আমার বাবা আমার মায়ের সেই বিষয়ে আলোচনা করেন। তবে কিছু ক্ষেত্রে মায়ের পরামর্শ মতো কাজ করলে বাবা সেই কাজে সফল হয়। তাই আমার ব্যক্তিগত জীবনে নিরিখে উপরোক্ত প্রশ্নের সাথে সহমত হতেই পারি!
How can we remain balanced in our relationship? |
---|
একটা সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে হলে দু'জনেরই কিছু দায়িত্ব রয়েছে। সম্পর্কে ভারসাম্য বজায় রাখার দায়িত্ব দু'জনেরই।
একে অপরের আস্থার প্রতিদান ও মূল্য দেওয়া প্রয়োজন। সম্পর্কে জড়িত দুজন মানুষেরই একেক অপরের ভালো লাগা, খারাপ লাগা, অর্থাৎ মনের অনুভূতিগুলো বুঝে নেওয়া প্রয়োজন।
বিশ্বাস সম্পর্কের ভারসাম্য বজায় রাখার জন্য অন্যতম উপাদান। একটা সম্পর্কে বিশ্বাসের জায়গাটা যত বেশি মজবুত হবে সেই সম্পর্ক ঠিক ততটাই ভারসাম্যপূর্ণ হবে। তাই একে অপরের বিশ্বাস রাখা খুবই জরুরি।
তারা পাশাপাশি দু'জন দু'জনকে সম্মান করতে হবে। একে অপরের প্রতি সম্মান থাকলে সেই সম্পর্কে তত বেশি মজবুত হবে বলে আমার বিশ্বাস।
Do you think in the modern era, men and women should get equal respect, opportunity and recognition everywhere? Share your viewpoint. |
---|
হ্যা! অবশ্যই আমি মনে করি যে, সমাজে নারী ও পুরুষের সমান অধিকার পাওয়া উচিত। নারী - পুরুষ সমান অধিকার একথা প্রচলিত থাকলেও বাস্তবে সেটা কত খানি হয় সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে!
সমাজের কিছু কিছু জ্ঞানহীন মানুষ এখনও নারীদের সম্মান দেয় না বা ভীষণ রকম তুচ্ছ করে দেখে। এই পৃথিবীতে নারীর অবদানগুলো আমরা অধিকাংশই মনে রাখতে চাই না। যে অন্যকে সম্মান দিতে পারে না সে অন্যের কাছ থেকেও সম্মান পায় না। পৃথিবী শান্তিময় তখনই হবে যখন নারী - পুরুষ একে অপরের সমান সম্মান ও অধিকার প্রদান করবে।
আপনার পোস্টটি অত্যন্ত প্রাসঙ্গিক ও হৃদয়গ্রাহী। আপনি মায়ের ভূমিকা নিয়ে যে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন, আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লেগেছে। সমাজে নারীদের গুরুত্ব আরও বেশি করে আপনার পোস্টের খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা রইল দাদা।
প্রথমেই ধন্যবাদ জানাই contest এ অংশগ্রহণ করার জন্য।। এছাড়াও কন্টেস্টের প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর করেছেন।। আসলে একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে।। সে সাথে আমাদের শিক্ষা শুরু হয় একজন মা মাধ্যমে।। এছাড়াও আপনি অনেক আলোচনা করেছেন।। সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগলো।।
একটা সন্তানের পেছনে একজন মায়ের ভূমিকা কতটুকু সেটা আমরা আমাদের ছোটবেলা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারি আপনার মা ও দেখছি আমার মত ছিল বলতে আমার মায়ের মত ছিল আমার মা ও কাজ করতো রান্না করত বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে হয়তো আমাকে নিয়ে পড়তে পড়তে পারতো না কিন্তু যখন রান্না করত তখন অবশ্যই আমাকে নিয়ে পড়তে বসতো আর আমাকে বলতে জোরে জোরে পড়ার জন্য।
একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবশ্যই দুইজনের ভূমিকা অপারেশন সেইসাথে আমি মনে করি মানুষকে অবশ্যই সুযোগ দেয়া উচিত আর কিছু মানুষ আছে সেই সুযোগ কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে আর আমার মনে হয় সবাই যদি সুযোগ পায় তাহলে অবশ্যই সবাই সবার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবে ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।