Better Life With Steem || The Diary game || 22th March 2025
Hello Everyone,,,
শীত একদমই চলে গিয়েছিলো তবে বিগত দিন রাত থেকে আবারও কম্বল গায়ে জড়াতে হলো। প্রথম রাতের দিকে ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম তবে কিছুক্ষণ পর ফ্যান বন্ধ করে দিয়েছিলাম। তবে মাঝ রাতে বেশ ঠান্ডা লাগছিলো এজন্য উঠে গায়ে কম্বল জড়িয়ে নিলাম।
আবহাওয়ার এমন টালমাটাল অবস্থার কারনে অন্য কারো সমস্যা হচ্ছে কিনা জানি না তবে আমি ভীষণ রকম ভাবে অসুস্থ হয়ে পড়ছি। জ্বর, পেটের সমস্যা, মাথা ব্যথা এসব তো লেগেই আছে আমার। যাই হোক, ঔষধ খেয়ে পেটের সমস্যা অনেকটাই সমাধান হয়েছে।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাস্তায় গিয়ে কিছু সময় হাঁটাহাটি করছিলাম যেটা শরীরকে সতেজ করতে সাহায্য করে। রাতে শীত লাগলেও সকালের রোদেও যেন শরীর ঝলসে যাচ্ছিলো। তাই কিছু সময় পর বাড়িতে চলে আসলাম।
বাড়িতে এসে সকালের খাবার খেয়ে নিলাম। যদিও পেটের সমস্যা হওয়ার কারনে খেতে ইচ্ছা করছিলো না তবে মা বললো না খেলে শরীর আরও বেশি খারাপ করবে তাই কথা না বাড়িয়ে ভাত খেয়ে নিলাম। তারপর একটা ঔষধ খেলাম।
পন্যের নাম | পরিমান | বাংলাদেশি মূল্য | স্টিম মূল্য | পন্যের ছবি |
---|---|---|---|---|
আটা | ২ কেজি | ৯০ টাকা | 5.43 Steem | ![]() |
টুথপেষ্ট | ১ প্যাকেট (২০০ গ্রাম) | ২১০ টাকা | 12.67 স্টিম | ![]() |
আজ সকালে ফ্রেশ হওয়ার সময় খেয়াল করলাম টুথপেষ্ট প্রায় শেষ হয়ে গিয়েছে তাই সকালে খাওয়ার পর দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়ে টুথপেষ্ট কিনলাম ও এক প্যাকেট আটা কিনলাম। বাড়িতে মাঝে মাঝে লুচি তৈরি করে খেতে বেশ ভালো লাগে। তাছাড়া বাবা রুটি খেতেও পছন্দ করে। তাই এক প্যাকেট আটা কিনে আনলাম।
![]() |
---|
কিছু দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে, আমাদের বাড়ির পাশের এক ঠাকুমা মারা গিয়েছে তাই আজ সেখানে নিমন্ত্রণ ছিলো। দুপুরে স্নান সেরে কিছু সময় পর তাদের বাড়িতে গিয়েছিলাম।
আমি, দাদা আর বৌদি একসাথে গিয়েছিলাম। বাড়িতে যেখানে সব সময় চেয়ার টেবিলে খেয়ে থাকি সেখানে নিমন্ত্রণ বাড়িতে এভাবেই খেতে বসে আগের কথাগুলো মনে পড়ে কারন আগে সব সময় বাড়িতে এভাবেই খেতাম। তবে অধিকাংশ নিমন্ত্রণ বাড়িতেও এখন চেয়ার টেবিলে বসে খেতে দেয়। মাঝে মাঝে পুরানো দিনের অভিজ্ঞতা নিতে মন্দ লাগে না!
নিমন্ত্রণ খাওয়া শেষ করে রাস্তার পাশে বসার বেঞ্চে বসেছিলাম। বেলা তখন প্রায় শেষের পথে। দিনের শুরু হতে না হতেই যেন রাত্রি নেমে আসছে। মাথার উপর খেজুর গাছের পাতাগুলো কেমন জানি ছাতার কাজ করছে তাই না!
যাই হোক, এভাবেই আমি আমার দিনের কার্যক্রম শেষ করলাম। সকলে ভালো থাকবেন।
আবহাওয়া কখন পরিবর্তন হয় এটা আমরা বুঝতে পারি না তবে এই আবহাওয়ার জন্য আমাদের শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। আপনার মত আমারও আবহাওয়া কারণে শরীর অনেক অসুস্থ হয়ে যায়। যাই হোক আপনার একটি দিনের কার্যক্রম দেখে ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।
আসলে আবহাওয়া কখন কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা কেউ জানিনা তবে আপনার মত আমারও সমস্যা হচ্ছে রাতে ঠান্ডা দিনে গরম যার কারণে জ্বর সর্দি লেগেই আছে প্রচন্ড গলা ব্যাথার কারণে তো কথাই বলতে খুব কষ্ট হচ্ছে এখন তার পরেও কিছু করার নেই আপনার ঠাকুমা মারা গিয়েছিল আপনাদের সেখানে নিমন্ত্রণ রয়েছে সবাই মিলে মাটিতে বসে খাবার খেয়েছেন। আসলে এরকম দৃশ্য বর্তমান সময়ে খুব কম দেখা যায় অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।