The Performance i Conclude During 7 Days as Moderator
![]() |
---|
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। হঠাৎ করেই যেন গরম আমাদের মাঝে হুমড়ি খেয়ে পড়েছে। শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে কয়েকদিন পর কেমন গরম পড়বে সেটাই ভাবছি। আপনাদের মাঝে আবারও আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক -
কমিউনিটিতে চলমান কনটেস্ট |
---|
প্রতি সপ্তাহে মতো এবারও কমিউনিটিতে কনটেস্ট চলমান রয়েছে। বরাবরের মতো এডমিন ম্যামের একাউন্ট থেকে আরও একটা চমৎকার বিষয়বস্তুর উপর কনটেস্ট চলমান রয়েছে। স্কুল শুধুমাত্র আমাদের শিক্ষা জীবন নয় বরং আমাদের জীবনযাত্রার পথে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। স্কুল ও কলেজ জীবনে আমাদের ভালো মন্দ অনেক বিষয়ের মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়। ভালো মন্দ নিয়েই আমাদের জীবনের স্মৃতিগুলো গড়ে ওঠে। বিভিন্ন কারনবশত কারো কাছে স্কুল জীবন পছন্দ আবার কারো কাছে কলেজ জীবন। এই বিষয়বস্তুর উপরে কনটেস্ট আয়োজন করা হয়েছে। তাই আপনাদের অংশগ্রহণ করার অনুরোধ রইলো।
বিগত মাসে আমি আপনাদের জন্য একটা কনটেস্টের আয়োজন করেছিলাম। তারই ধারাবাহিকতায় এমাসে আরও একটা কনটেস্টের আয়োজন করেছি। পরিবার আমাদের সকলের কাছে অনেক গুরুত্বপূর্ণ। জন্মের পর থেকে আমরা পরিবারের সাথেই বেড়ে উঠি। তবে রক্তের সম্পর্কই যে পরিবারের আওতাভুক্ত হবে এমনটা নয়। যাই হোক, আমি কনটেস্ট পোস্ট লিংক শেয়ার করেছি এবং অংশগ্রহণ করে নিজের মতামত তুলে ধরার অনুরোধ করবো।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
![]() |
---|
পোস্ট ভেরিফিকেশনের সময় সদস্যদের ছোটোখাটো অনেক ত্রুটি আমাদের সামনে পড়ে। আমরা সেটা সংশোধন এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি। হয়ত পরামর্শ দেওয়ার মতো ওতট যোগ্যতা আমার হয়নি তবে নিজের সাধ্যমত চেষ্টা করি।
যদি আমরা কোনো একটা ক্লাবে অন্তর্ভুক্ত থাকি তাহলে পোস্ট পাবলিশ করার পূর্বে সেই অন্তর্ভুক্তী ক্লাবের হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হয়, এটা সবাই জানি। তবে বিগত সপ্তাহে একজন সদস্য ক্লাব হ্যাশ ট্যাগ বানান ভুল করেন এবং সেটা আমি কমেন্টের মাধ্যমে উল্লেখ্য করি। বিগত সপ্তাহে আমি যতগুলো পোস্ট ভেরিফাই করেছি সেগুলো ধারাবাহিকভাবে নিচে উল্লেখ্য করা হলো :-
Date | Post Count |
---|---|
11-03-2025 | 8 |
12-03-2025 | 8 |
13-03-2025 | 11 |
14-03-2025 | 6 |
15-03-2025 | 8 |
16-03-2025 | 8 |
17-03-2025 | 7 |
সদস্য হিসাবে আমার কার্যক্রম |
---|
![]() |
---|
![]() |
---|
অনেক দিন পর বিগত সপ্তাহে কমিউনিটিতে টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করা হয়েছিলো। টিউটোরিয়াল ক্লাস আয়োজন করা হয় মূলত সদস্যদের ভালোর জন্য তবে সেখানে ইউজারদের অনুপস্থিতির কারনে নিয়মিত টিউটোরিয়াল ক্লাস আয়োজন করা সম্ভব হয় না। তাই একজন সদস্য হিসাবে আমি বিগত সপ্তাহে আয়োজিত টিউটোরিয়াল ক্লাসে যথাসময়ে উপস্থিত ছিলাম। আমাদের প্রত্যেকেরই পাওয়ার আপ করা আবশ্যক। অন্তত যেকোনো একটা ক্লাবে অন্তর্ভুক্ত থাকার জন্য পাওয়ার করা প্রয়োজন। তাই বিগত সপ্তাহে আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
বিগত সপ্তাহে আমি প্রতিদিন একটা পোস্ট শেয়ার করার চেষ্টা করেছি এবং নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করেছি। আমার শেয়ার করা পোস্টগুলো উপরে তালিকার মাধ্যমে উপস্থাপন করেছি।
উপসংহার :- আশা করি, সকলে আমার রিপোর্ট মনোযোগ দিয়ে পড়েছেন। আমাকে প্রতি সপ্তাহের মঙ্গলবার মডারেটর রিপোর্ট উপস্থাপন করতে হয় তাই পরবর্তী সপ্তাহে আবারও রিপোর্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সকলের জন্য অনেক শুভকামনা রইল।
আপনি আপনার গত সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরেছেন আসলে আমাদের কমিউনিটির মধ্যে প্রতি সপ্তাহে প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে যেটা আমার কাছে খুব ভালো লেগে থাকে আসলে আমাদের শুধুমাত্র শিক্ষাজীবন নয় প্রতিটা ধাপ আমাদের জন্য স্মৃতি মনে হয়ে থাকে আপনি চেষ্টা করেছেন আপনার পোস্ট বিক্রি করার জন্য এংগেজমেন্ট বিক্রি করার জন্য যেটা দেখে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনার সাপ্তাহিক কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।