অনলাইনে অর্ডারকৃত পন্য ডেলিভারি!

in Incredible India18 days ago

IMG_20250809_141001.jpg

তিন দিন আগে আমার কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে। দুপুর ২ টার দিকে আমাকে ডেলিভারি ম্যান ফোন করে জানালো আজ আমাকে সেগুলো ডেলিভারি দেওয়া হবে।

আমি ডেলিভারির লোকেশান আমার লোকেশানেই দিয়েছিলাম। তবে ডেলিভারি ম্যান জানালো আমাদের এই দিকে আর কোনো পার্সেল নেই তাকে অন্য দিকেও যেতে হবে তাই আমাকে আমাদের বাজার থেকে ডেলিভারি নেওয়ার অনুরোধ করলো।

যদিও অন্য দিন আমাকে কোথাও যেতে হয় না, ডেলিভারি ম্যান আমাদের বাড়ি পর্যন্তই আসে তবে আজ আমাকে যেতে হবে, মানুষের সুবিধা - অসুবিধা থাকতে পারে তাই আর কথা বাড়ালাম না।

বাজারে গাড়িতে যেতে ৫ মিনিট সময় লাগবে, তবে তাতেও বিপত্তি বাঁধে। দুপুর ২ টার সময় গাড়ি পাওয়াটা মুশকিল কারন সকলে সেই সময়টা বাড়িতে গিয়ে বিশ্রাম নেয়।

খানিকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়ে রইলাম কিন্তু একটাও গাড়ি পাচ্ছিলাম না।
যদিও পৌঁছাতে ৫ মিনিট সময় লাগে তবে গাড়ি পাওয়া যাবে কিনা এটা আন্দাজ করে আমি বুদ্ধি করে ডেলিভারি ম্যানকে বলেছিলাম যে, আমার পৌঁছাতে ১৫ মিনিট সময় লাগবে।
কারন -

আমি মনে করি, আমাদের কথা আর কাজের মিল থাকা উচিত । আমি ৫ মিনিট বলে যদি ১৫ মিনিট পরে যাই তাহলে সেটা দেখতে খারাপ লাগে।

কোনো উপায় না পেয়ে আমি হাঁটতে শুরু করলাম কিন্তু কি ভাগ্য দেখুন এতক্ষণ দাঁড়িয়ে থেকেও একটা গাড়ি পাইনি তবে কিছুদুর যাওয়ার পর অনেকগুলো গাড়ি পেলাম। যাই হোক, আমি গাড়িতে উঠে রওনা দিলাম।

এর মাঝে আবহাওয়ার কথা বলে নেই -
আজ আকাশ একদম পরিষ্কার অর্থাৎ নীল আকাশ ছিলো, সেই সাথে প্রখর রোদ ছিলো। বৃষ্টির ছিটেফোঁটাও হয় নি আজ।

আমি পৌঁছে ডেলিভারি ম্যানের কাছ থেকে জিনিসগুলো নিলাম এবং অনলাইনে পেমেন্ট করে দিলাম।

IMG_20250809_143521.jpgট্রিমার, মূল্য= ৩৪০ টাকা ( 19.88 স্টিম)

IMG_20250809_191451.jpg

IMG_20250809_191437.jpg

IMG_20250809_143547.jpg

ট্রিমার আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস। আমার যে ট্রিমার টা ছিলো সেটা অনেক দিন হয়ে গেছে। ওটাও অনলাইন থেকে অর্ডার দেওয়া ছিলো। ওটার এখন বেশিক্ষণ চার্জ থাকে না তাছাড়া অনেক দিন হয়ে যাওয়ার কারনে ব্লেডে ধারও কমে গেছে।

ট্রিমারের সাথে প্রয়োজনীয় আরও কিছু ইকুইপমেন্ট রয়েছে, সাথে চার্জারও রয়েছে। যেহেতু এখনও ব্যবহার করিনি তাই সঠিক ভাবে রিভিউ দিতে পারছি না।

IMG_20250809_191351.jpgস্ক্রু ড্রাইভার, মূল্য = ১৫০ টাকা ( 8.77 স্টিম)

আরেকটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হলো স্ক্রু ড্রাইভার। যেটা হয়ত প্রতিদিন ব্যবহার করার প্রয়োজন পড়ে না তবে মাঝে মাঝে এটার ব্যবহার করতেই হয় সকলের।

বিভিন্ন সাইজের স্ক্রু-ড্রাইভার রয়েছে তবে আমি যেটা অর্ডার করেছি এই একটা ভিতর মোট ৩০ রকম ভিন্ন ভিন্ন সাইজের স্ক্রু-ড্রাইভার রয়েছে। যেটা প্রয়োজন মতো লাগিয়ে ব্যবহার করা যাবে।

যাই হোক, আশা করি, জিনিসগুলো ভালো হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবেন।

Sort:  

TEAM - 02


Congratulations!! Your post has been upvoted through steemcurator04. We encourage you to publish creative and high-quality content, giving you a chance to receive valuable upvotes.
Curated by: chant

 18 days ago 

Thank you Very much for your support.

Loading...