The Performance i Conclude During 7 Days as Moderator

in Incredible India12 hours ago

The Performance i Conclude During 7 Days as Moderator_20250717_132055_0000.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। মাঝে মাঝে ভাবি সময় কত দ্রুত পার হয়ে যায় আমাদের জীবন থেকে। দেখতে দেখতে একেকটা বছর পার হয়ে যাচ্ছে।

ক'দিন আগেই মাঠ থেকে ফসল কেটে বাড়িতে নিয়ে আসলাম। আবারও নতুন করে মাঠে ফসল লাগানোর সময় এসে গেছে। সবাই মাঠে ফসল লাগানোর জন্য চাষাবাদ শুরু করে দিয়েছে।

প্রথমে ফসলের বীজ জমিতে ফেলতে হয়। কাল আমাদের ফেলা হয়েছে তবে সেখানে বেঁধেছে একটা বিপত্তি। অতিরিক্ত বৃষ্টির কারনে জমিতে জল বেঁধেছে তাই চারপাশে বাঁধ দিয়ে জল সেচে ফেলতে হবে। বাবা আগে থেকে গিয়ে জমির অতিরিক্ত জল সেচে ফেলেছে এবং তারপর বাড়িতে বীজ ধান নিতে এসেছিলো।

বাবা একা সব নিয়ে যেতে পারবে না তাই আমি এগিয়ে দিয়ে গিয়েছিলাম, যেতে আসতে ৩০ মিনিট সময় লাগবে। তবে জমিতে পৌঁছে দেখি বাঁধ ভেঙে আবারও জল ঢুকেছে, সকাল থেকে বাবার এত পরিশ্রম মাটি হয়ে গেলো। তারপর দুজন মিলে একটানা ২ ঘন্টা জল সেচ দিয়ে বীজ ছড়িয়ে তারপর বাড়িতে আসলাম।

শরীর এত বেশি ক্লান্ত লাগছিলো আর রাতে কখন ঘুমিয়ে পড়ছি নিজেও টের পায়নি। যাই হোক, আজ আমি আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি।

কমিউনিটিতে চলমান কনটেস্ট
6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo121Kd2z5hivJ9FYNWfaDQ4ZGzFLGYWumq8QsR37iD5CAr9M2RLpgkkQKrbK2dm239opYBMEBvtgUG4Crz.pngPost link

প্রথমেই এডমিন ম্যামকে অনেক ধন্যবাদ জানাই আমাদের জন্য কনটেস্টের আয়োজন করার জন্য। প্রত্যেকের জীবনে ভালো - মন্দ দুটো বিষয় রয়েছে। নিজের ভালো লাগার কাজগুলো করতে সকলের মনে অনেক বেশি প্রশান্তি কাজ করে। ভালোবেসে ও অনিচ্ছায় করা কাজগুলো পার্থক্য খুব সহজে করা যায়৷ নিজের কর্মস্থলেও এর প্রভাব পড়ে। আপনাদের সকলকে উক্ত কনটেস্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHgc8tRdW2jN81cff1ADM1ar3oQDLknUhJxBkVyptnJwnazCKzB92ST3EBvB4cBcZwotDySjnb9M1xt8m3VP2gVTdpgF45gyDFDA9WBjqapuFGEj6nz5dSW.jpegPost link

কমিউনিটিতে আরও একটা কনটেস্ট চলমান রয়েছে @mamun123456 ভাইয়ের পক্ষ থেকে। প্রতিযোগিতাটি কবিতামূলক, যারা কবিতা ভালোবাসেন তাদের অংশগ্রহণের অনুরোধ করবো।

বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন

আপনারা সবাই অবগত আছেন যে, কমিউনিটিতে বর্তমানে সম্পা দিদি ও আমি পোস্ট ভেরিফিকেশন করি। যদিও সম্পা দিদি আমার তুলনায় অনেক বেশি পোস্ট ভেরিফিকেশন করেন। আমি বিগত সপ্তাহে নিম্নোক্ত পোস্টগুলো ভেরিফাই করেছিলাম।

DatePost Count
09-07-202509
10-07-202510
11-07-202510
12-07-202511
13-07-202506
14-07-202508
15-07-202505
কমিউনিটির সদস্য হিসাবে আমার দায়িত্ব

কমিউনিটির সদস্য হিসাবে আমাদের দায়িত্ব নিয়মিত পোস্ট শেয়ার করা। বিগত সপ্তাহে আমারও পোস্ট গ্যাপ গিয়েছে। বিগত সপ্তাহে নিচের পোস্টগুলো শেয়ার করেছি আপনাদের সাথে৷

TitileThumbnail
The Performance i Conclude During 7 Days as Moderator
GLhDmHx9sqyzQFnr4Sph7ao5rmeSStAmTty32LPYX9g6sRLp7AAdENiTaVgMYddncgVHGA5Mqr45gjocU3S7on8UbU7CQsthA8XdQujBhu...LHhuiESxrsiMgr9nTaaka92N4dmnbTyikZGMNbs18MNtA1odCzJgxLXWorYLYdqUKpoRyGVveiZDhnsDva1jwW4xaXjR1Cs8Mq9sBfYyGr44QUuL9CuoFoNhL.jpeg
অস্বাস্থ্যকর খাবার থেকে বাচ্চাদের দুরে রাখা উচিত!
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9mr3wAiHEZePCseSPEUFFhaddwRkaXKp88cqc3y2DFNsKehvLePxXQFW9qovGhtKAwEVN3bsNsWzGR1hDmau3PLL6cExvz2.jpeg
The Diary game - 11 July 2025
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ykY8MwZY2NQkrFC5MC1VjHtjCizfsGAcPWWxuvbcoqTAghzwTauBHhKEFz3RhajQVz78pkAKWXaXvhZis1LQ95tSfwX9p.jpeg
100 steem power Up
21PRtjKRXPQybj4WUXScWv5QPLninWRxfbcWNsx7SenD7FxdxpcZw2gB5vpgT8UdxYx8cDoxF9x4jgcFtpZY8vyDubXZ9zaCkfAbpjT8Nif3x1iTW6AYkd4gzdJUYtzcMCqAMAHUFKQ3YNoXfTXAVLa.png
অচেনা আমি!
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y7C6CfB6Jnh511CVkTQ6eAAQAg936Qp3wKk1PF43MWwZTPunhvcno1PYgZWv1nkZGrQvvU1YiuuHfGJqQrK3f8nS3ScEa.jpeg

উপসংহার:- আশা করি, আপনারা আমার পোস্টটি পড়েছেন এবং আমার কার্যক্রম সম্পর্কে ধারণা পেয়েছেন। সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Sort:  

Todos tenemos compromisos fuera de la plataforma, incluso el estado anímico puede hacernos tener "bajones" a lo largo de una semana, lo importante es que se asuma el compromiso con la plataforma, tal y como tú lo haces. Saludos.

Loading...