একাকিত্বের ভাষা!
Hello Everyone,,,
যতদিন যাচ্ছে একাকিত্ব যেন পর গাছা র মতো ঝাপটে ধরছে। একাকিত্ম মানে কি শুধুই একা থাকা?
চারপাশের এত মানুষের মাঝেও কি একাকিত্ব অনুভব হয় না!
একাকিত্ব মানে মনের একাকিত্ব, মানসিকভাবে একা হয়ে যাওয়া। মনের অনুভূতিগুলো দীর্ঘশ্বাসে মিলিয়ে যাওয়া আর মনের কষ্টগুলো নিজের অশ্রুপাতের জোয়ারে ভাসিয়ে দেওয়া!
পৃথিবীতে এসেছি একা আবার যেতেও হবে একা, এই সত্যিটা জানার পরও কেন আমাদের মন খারাপ হয়! কেন আমরা এই প্রকৃতির সত্যিটাকে মেনে নিতে পারি না। তার কারন -
আমরা আবেগ, ভালোবাসা, বিশ্বাসের জালে আটকে যাই খুব সহজে।
![]() | কচুরিপানা |
---|
প্রকৃতির প্রতিটি উপাদানের নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে এবং একই উপাদানের সংঘবদ্ধভাবে সৃষ্টি হয় ভিন্ন রকম সৌন্দর্য! যেমন-
এই কচুরিপানার কথায় ধরুন। কচুরিপানার প্রতিটি ফুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। মনে হয় প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, নির্মম অবহেলায় বেড়ে উঠেছে কিন্তু দেখতে কতই না সুন্দর।
এবার যদি কচুরিপানায় পূর্ণ একটা পুকুরের দিকে তাকাই তাহলে সেখানে হাজার হাজার কচুরিপানা ফুল দেখতে পাবো।
কিন্তু সেটার সৌন্দর্য কিন্তু ভিন্ন। কারন সেখানে একত্রে অনেকগুলো কচুরিপানা রয়েছে।
এখান থেকে যদি শুধুমাত্র একটা কচুরিপানা সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় তাহলে ধীরে ধীরে সেখান থেকে আবারও নতুন করে অনেকগুলোর জন্ম হবে আর যদি সেটা না হয় তাহলে সেই কচুরিপানাও সময়ের সাথে সাথে মারা যায়।
একটা মানুষ সব সময় সকলের সাথে মিলে মিশে থাকতে চায়। নিজের কাছের মানুষজন, প্রিয়জন সবার সাথে জমে থাকা কথাগুলো বলতো চায়।
তবে সব সময় সেটা সম্ভব হয় না। হয়ত সেটাই উদ্ভিদ আর মানুষের মধ্যে পার্থক্য!
আমাদের জীবন যদি বৃষ্টির ফোঁটার মতো তাহলে কতই না ভালো হতো।
বৃষ্টির ফোঁটা কখনও একাকীত্ব অনুভব করে না, তার সাথে ঝরে পড়ে তার মতো অযহ্র বৃষ্টির ফোঁটা।
আমাদের জীবনটাও যদি তেমন হতো, সুখ, দুঃখ সকল পরিস্থিতিতে যদি সবাই একে অপরের পাশে থাকতো তাহলে কতই না ভালো।
যতদিন যাচ্ছে, একাকিত্বের জোয়ার ভেসে যাচ্ছি সবাই, আমরা প্রত্যেকেই। হয়ত নিজ নিজ অবস্থান থেকেই কেবল সেটা অনুভব করা সম্ভব!
সত্যি বলতে, আমরা শুধুমাত্র নিজের ভালো থাকার কথা চিন্তা করি। নিজের অনুভূতি গুলো মূল্য সব চাইতে বেশি আমাদের কাছে। যতদিন না অন্যের খারাপ লাগাগুলোকে নিজের করে না নিতে পারবো ততদিন সুখ নামের বস্তুটা অধরাই রয়ে যাবে!
যে মানুষের চাহিদা যত কম, তার জীবনে অপূর্ণতার সংখ্যাও তত বেশি!