The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে আমি আবারও আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি। বর্তমানে দিনগুলো কিছুটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তবুও সপ্তাহের এই দিনটা আমাকে আমার দায়িত্বটা পালন তো করতেই হবে।
মডারেটর হিসাবে আমার দায়িত্ব |
---|
আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে, মডারেটর হিসাবে আমার প্রধান দায়িত্ব সদস্যদের পোস্ট ভেরিফিকেশন করা। তবে তার পাশাপাশি সদস্যদের নানা সমস্যায় বা তারা অবগত নন এমন বিষয়ে তাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। যদিও নতুন সদস্যদের পাশে দাঁড়ানোর দায়িত্ব কমিউনিটির সকলের। অনেকেই নিজে থেকে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসেন। নতুন সদস্যরা প্রথম অবস্থায় নিজেদের ভোটিং সিএসআই বৃদ্ধির পদ্ধতি ও ভোটিং সিএসআই চেক করার প্রক্রিয়া সম্পর্কে জানে না। বিগত সপ্তাহে তেমনই একজন নতুন সদস্যকে আমি তার ভোটিং সিএসআই সম্পর্কে পরামর্শ দিয়েছিলাম।
![]() |
---|
![]() |
---|
তার পাশাপাশি পোস্ট ভেরিফিকেশনের সময় সদস্যদের ত্রুটি চিন্হিত করি এবং কমেন্টের মাধ্যমে তাদের অবগত করি। আপনারা অবগত রয়েছেন যে, কমিউনিটিতে চলমান কনটেস্টে অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট কিছু হ্যাশ ট্যাগ ব্যবহার করা আবশ্যক।
কমিউনিটিতে চলমান কনটেস্টে শুধুমাত্র আমাদের কমিউনিটির সদস্য নয় বরং প্লাটফর্মের অন্য সদস্যরাও অংশগ্রহণ করেন। বিগত সপ্তাহে একজন সদস্য কনটেস্টে অংশগ্রহণ করেন কিন্তু তার হ্যাশ ট্যাগে ত্রুটি ছিলো তাই তাকে সঙ্গে সঙ্গে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলাম।
সেই সাথে অন্য একজন সদস্য তার ডায়েরি গেম লেখার ক্ষেত্রে টাইটেলে সঠিক তারিখ উল্লেখ্য করতে ভুলে যান। তখন আমি তাকে সেটা সংশোধন করে দেওয়ার পরামর্শ দিয়েছিলাম।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
Date | Post Count |
---|---|
07-01-2025 | 5 |
08-01-2025 | 9 |
09-01-2025 | 6 |
10-01-2025 | 7 |
11-01-2025 | 7 |
12-01-2025 | 7 |
13-01-2025 | 7 |
Total = | 48 |
বিগত সপ্তাহে আমি প্রতিদিন সদস্যদের পোস্ট ভেরিফিকেশন করেছি এবং মোট ৪৮ টা পোস্ট ভেরিফিকেশন করেছি।
সদস্য হিসাবে আমার কার্যক্রম |
---|
বিগত সপ্তাহে আমি একজন সদস্য হিসাবে কমিউনিটিতে পোস্ট ও কমেন্ট করেছি। যদিও অন্যান্য সপ্তাহের তুলনায় আমার কমেন্ট সংখ্যা কিছুটা কমে গিয়েছি। তবে একসপ্তাহে চেষ্টা করবো নিজের সক্রিয়তা বৃদ্ধি করার।
উপসংহার : আশা করি, আপনারা সকলে আমার পোস্টটা মনোযোগ দিয়ে পড়েছেন এবং আমার কার্যাবলী সম্পর্কে অবগত হয়েছেন। সকলে অনেক ভালো থাকবেন।
@tipu curate
Upvoted 👌 (Mana: 1/6) Get profit votes with @tipU :)
এক জন মডারেটর হিসেবে আপনি আপনার দায়িত্ব গুলো অনেক সুন্দর ভাবে পালন করে থাকেন যে গুলো আমরা সবাই দেখেছি। এবং আজ আপনার সাপ্তাহিক কার্যক্রম গুলো অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং পোস্ট ভেরিফিকেশন করা আপনাদের একটি দায়িত্ব তাই আপনারা সব সময় আপনাদের দায়িত্ব গুলো নিজেদের জায়গা থেকে অনেক সুন্দর ভাবে পালন করে থাকেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
আপনার সাপ্তাহিক রিপোর্টটি খুবই বিস্তারিত এবং তথ্যপূর্ণ। আপনি মডারেটর হিসেবে যে দায়িত্ব পালন করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যে সদস্যদের জন্য সাহায্যকারী ভূমিকা পালন করছেন, তা প্রশংসনীয়। নতুন সদস্যদের হ্যাশট্যাগ এবং অন্যান্য বিষয়ে সহায়তা প্রদান করা, তাদের ভুলত্রুটি ঠিক করে দেওয়া, এবং নিয়মিত পোস্ট ভেরিফিকেশন করার মাধ্যমে আপনি যে দায়িত্ব পালন করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার সক্রিয়তা এবং দায়িত্ববোধ কমিউনিটির জন্য এক বড় সম্পদ। আশা করি, আপনি ভবিষ্যতে আরও সফল হবেন এবং আপনার কর্মের মাধ্যমে অন্যান্যদের উপকার করবেন।