দুর্গা পুজায় ঘোরাঘুরি - ১ম পর্ব।

in Incredible India5 days ago (edited)

IMG_20250930_191232.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি।
আমরা হিন্দুধর্মাবলম্বীরা দুর্গাপূজার জন্য কতটা অপেক্ষায় থাকি সারা বছর সেটা কেবল আমরাই জানি।

দুর্গাপূজার সাথে কতশত স্মৃতি জড়িয়ে আছে তার ঠিক নেই। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে দুর্গাপূজা দেখতে যাওয়ার স্মৃতি মিস করেন না এমন মানুষ পাওয়া যাবে না।

এখন হয়ত আগের মতো বাবা মায়ের হাত ধরে পূজা দেখতে যাওয়া হয় না ঠিকই তবে পূজার সময় আসলে সবাই যেন আনন্দে দিশেহারা হয়ে যায়।
বিশেষ করে বাচ্চাদের দেখলে যেন নিজের ছোটোবেলার কথা আরও বেশি করে মনে পড়ে।

অপেক্ষায় থাকতাম কখন বাবা নতুন জামা প্যান্ট কিনে এনে দিবে আর সেগুলো পড়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পূজা দেখবো। সেই সাথে পছন্দের সব খাবার খাবো।

মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে হয়ত সব সময় সব ইচ্ছে পূরন হয় না, তবে পূজার সময় প্রতিটা বাবা মা চায় তার সন্তানের ইচ্ছেগুলো পূরণ করতে।

IMG_20250930_191241.jpg লোকেশন: আমতলা

সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে। এখন আগের মতো আর বাবা পছন্দ করে জামা কিনে এনে দেয় না, তার পরিবর্তে নিজেই পছন্দ মতো কিনে নেই।
এখন মায়ের হাত ধরে পূজা দেখতে যাওয়ার জন্য হয়ত অপেক্ষা করে না, বরং মা আমার হাত ধরে পূজা দেখতে যায় কারন সময়ের সাথে সাথে সন্তান বড় হয়ে যায় আর বাবা মা সন্তানের মতো হয়ে যায়।

একটা সময় সন্তান নির্ভর করে বাবা মায়ের উপর আবার একটা সময় গিয়ে বাবা মা সন্তানের কাছ থেকে শুধু একটু ভালোবাসাই চায়।

যাই হোক, পূজার ইতোমধ্যে দুই পার হয়ে গেছে কিন্তু কোথায় ঘুরতে যায় নি। সত্যি বলতে, শরীরে একদমই বল পাচ্ছি না জ্বর হওয়ার পর।

IMG_20251002_194733.jpg

IMG_20250930_191337.jpg

যাই হোক, আমরা কয়েকজন বন্ধুরা মিলে ঠিক করলাম আজ অষ্টমীতে ঘুরতে বেরোবো। আমাদের থানায় যত জায়গায় পূজা হয় সব জায়গায় ঘুরতে যাবো। তাই আগে থেকে গাড়ি ঠিক করে রাখলাম।

সত্যি বলতে, পূজার সময়ও এখন সবাইকে আর আগের মতো একজায়গায় পাওয়া যায় না। বেশিরভাগ বন্ধু বান্ধবরা বিয়ে করে ফেলেছে তাই তারা তাদের পরিবার কে সময় দিচ্ছে। তাই আমরা যতজন এখনও আগের মতোই আছি তারা কয়েকজন একত্রিত হলাম।

আমাদের প্রথম গন্তব্য ছিলো আমতলা।
আমাদের বাড়ির আশেপাশে যতগুলো পূজা হয় এখানে সব থেকে বড় মেলা বসে। এখান থেকে পূজা দেখা শুরু করে আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে।

আমতলা যেহেতু আমাদের বাড়ির পাশে তাই চাইলেই এখানে আবারও আসা যাবে, সেজন্য খুব বেশি দেরি করবো না এখানে।

প্রথমেই মন্দিরে গিয়ে প্রণাম করলাম তারপর কিছু সময় ঘোরাঘুরি করলাম। কত পরিচিত মানুষের সাথে দেখা হয় পূজার মেলায় যাদের সাথে হয়ত সচারাচর দেখা হয় না।

আমাদের পরবর্তী গন্তব্য কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, ফুলতলা, পার বটিয়াঘাটা ইত্যাদি। যাই হোক, পরবর্তী পর্বে এসব জায়গায় ঘোরার মুহুর্ত শেয়ার করবো।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।

Sort:  
Loading...