The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। অনেক দিন বাদে আজ আবহাওয়া বেশ ঠান্ডা লাগছে কারন আজ বিকালে কিছু সময় বৃষ্টি হয়েছে। বৃষ্টির দেখা ছিলো না অনেক দিন যাবত, অনেক দিন বাদে বৃষ্টি হয়েছে তাই বেশ ভালোই লাগছে।
আজ মঙ্গলবার তাই আপনাদের মাঝে আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক -
কমিউনিটিতে চলমান কনটেস্ট |
---|
আমি আপনাদের মাঝে আমাদের কমিউনিটিতে চলমান কনটেস্টের লিংক শেয়ার করেছি, আপনারা চাইলে বিষয়বস্তুর উপর আপনার মতামত শেয়ার করতে পারেন। চলমান কনটেস্টের বিষয়বস্তু শিল্প সম্পর্কিত। আমাদের মাঝে অনেকে অনেক ধরনের শিল্পমূলক কাজ করতে ভালোবাসেন এবং তারা খুবই অভিজ্ঞ। কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের শিল্প কর্ম আমাদের মাঝে শেয়ার করবেন এই আশা রাখি।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
বিগত কয়েক সপ্তাহ আমি এবং সম্পা দিদি পোস্ট ভেরিফিকেশন করতাম। তবে বিগত সপ্তাহে আমাদের সাথে নতুন এক ভাই মডারেশন হিসাবে যুক্ত হয়েছেন । তাই আমাদের চাপও আগের তুলনায় কমে গেছে। সকলে একে অপরকে সহযোগীতা করে কাজ করলে সেটা সবার জন্যেই সহজ হয়।
Date | Post Count |
---|---|
01-04-2025 | 10 |
02-04-2025 | 07 |
03-04-2025 | 06 |
04-04-2025 | 05 |
05-04-2025 | 05 |
06-04-2025 | 06 |
07-04-2025 | 10 |
সদস্য হিসাবে আমার কার্যক্রম |
---|
কমিউনিটির একজন সদস্য হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো, নিয়মিত পোস্ট করা ও অন্যের পোস্ট পড়ে মতামত শেয়ার করা। তবে বর্তমানে অধিকাংশ সদস্যের মাঝেই নিজের এনগেজমেন্ট বৃদ্ধির বিষয়ে অনীহা লক্ষ্য করা যাচ্ছে যেটা কমিউনিটির এনগেজমেন্ট রিপোর্ট দেখলে স্পষ্ট বোঝা যায়। বিগত সপ্তাহে আমি নিম্নোক্ত পোস্টগুলো শেয়ার করেছি।
সাপ্তাহিক হ্যাং আউটে অংশগ্রহণ |
---|
বিগত সপ্তাহে কমিউনিটিতে হ্যাং আউটের আয়োজন করা হয়েছিলো। যদিও এবারের হ্যাং আউট একটু অন্য ভাবে আয়োজন করা হয়েছে। সবাই মিলে মুভি দেখার আয়োজন করা হয়েছিলো এডমিন ম্যামের পক্ষ থেকে। কমিউনিটির সদস্য হিসাবে আমিও সেখানে উপস্থিত ছিলাম।
উদাহরণ :- আশা করি, আপনারা আমার রিপোর্ট পড়েছেন। সকলকে চলমান কনটেস্টে অংশগ্রহণের অনুরোধ করবো সেই সাথে নিজ নিজ এনগেজমেন্ট বৃদ্ধির পরামর্শ দিবো। সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
আপনার সাপ্তাহিক রিপোর্টটি আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন যেটা দেখুন সত্যিই ভালো লাগছে। তার পাশাপাশি কমিউনিটিতে চলাকালীন কনটেস্টের বিষয় আপনি উল্লেখ করেছেন। এবং এটা একদম সত্য কথা বলেছেন এই সপ্তাহের হ্যাংআউট একটু ভিন্ন ধরনের ছিল যেটা আমাদের এডমিন ম্যাম পরিচালনা করেছিল ভালো লেগেছিল হ্যাংআউট কিছুটা সময় পার করতে পেরে।
আবারো আপনি আপনার সাপ্তাহিক কার্যক্রম আমাদের সাথে তুলে ধরেছেন কমিউনিটির মধ্যে প্রতি সপ্তাহে কনটেস্ট এর আয়োজন করা হয়ে থাকে যেখানে সকল ইউজার অংশগ্রহণ করার চেষ্টা করে সেই সাথে আমাদের হ্যাংআউট এর আয়োজন করা হয়েছিল যেখানে আমরা অনেক বেশি মজা করেছিলাম বিশেষ করে এই হ্যাংআউট একেবারে অন্যরকম হয়েছিল অসংখ্য ধন্যবাদ আপনার কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।