Better Life with Steem|| The Diary Game||15 January 2025||

in Incredible India4 months ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

IMG_20250115_235503-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

সকাল বেলা ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়নি। তারপর রুমের মধ্যে গিয়ে অল্প কিছুক্ষণ বসে থাকি। তারপর একত্রে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হই। প্রথমে ম্যাচে গিয়ে খাওয়া-দাওয়া করতে হবে। তারপর ডিউটিতে যেতে হবে তাই একত্রেই প্রস্তুত হয়ে নেই। তারপর চলে যাই ম্যাচে খাওয়া-দাওয়া করতে।

IMG_20250115_071523_235.jpg

কালকের মত আজকে আর অনেক তাড়াতাড়ি চলে যায়নি ম্যাচে খাওয়া-দাওয়া করতে। স্বাভাবিক সবার মত একটা সময়ে খাওয়া-দাওয়া করতে গেলাম। সবার সাথে খুব সুন্দর ভাবে খাওয়া দাওয়া করে বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি সবাই। তারপর সবাই মিলে একত্রে চলে যাই ডিউটিতে।

IMG_20250115_073811_177.jpg

সবাই মিলে কোম্পানির গেটে গেট পাস দেখিয়ে কোম্পানির মধ্যে ঢুকিয়ে যাই। তারপর সবাই আমাদের কর্মস্থানে চলে যাই। সেখানে গিয়ে প্রথম আমরা সবাই এসেম্বলিতে দাঁড়াই। তারপর আমাদের হাজিরা হয়। কিছুক্ষণ পরেই আমরা যে যার কাজে লেগে পড়ি। এভাবেই কেটে যায় আমার দিন টা কাজ করতে করতে। কাজ করতে থাকি বেশ অনেকটা সময় ধরে।

🥰 দুপুর বেলা বিকাল বেলা 🥰

আজকে আমাদের অনেকটা সময় কাজ করতে হয়। দুইটার দিকে আমাদের দুপুরের খাওয়া-দাওয়া সময় দেয়। সেখান থেকে বেরিয়ে ম্যাচে গিয়ে খাওয়া-দাওয়া করে আমিও ডিউটিতে যাই না। ডিউটিতে না গিয়ে আমি রুমে চলে আসি। আজকে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই। আজকে আমাকে বিভিন্ন ধরনের কাজ করতে দেওয়া হয়। তাই আমি প্রচন্ড হাপিয়ে যাই।

তার জন্য রুমে চলে আসি দুপুরের খাওয়া দাওয়া করে। রুমে এসে গোসল করার জন্য লুঙ্গি গামছা নিয়ে বের হই। খুব সুন্দর ভাবে গোসল করে আবার রুমের মধ্যে চলে যাই। তারপর গিয়ে শুয়ে পড়ি শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন দেখার পরে। আমি কখন যে ঘুমিয়ে পড়ি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। প্রচন্ড হাফিজ যাওয়ার কারণে আমার এমন ঘুম চলে আসে।

🥰 সন্ধ্যা বেলা রাত্র 🥰

IMG_20250115_163750_409.jpg

সন্ধ্যার কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠি আমি। ঘুম থেকে উঠে দেখি আমার এক রুমমেট রুমে এসেছে। তো ঘুম থেকে উঠে তার সাথে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি। সে বলে তোমাকে ঘুমাতে দেখে আমি আর তোমাকে জাগাই নেই ঘুম থেকে। তারপর বেশ আমি একটা সময় এভাবেই কেটে যায় তার সাথে কথাবার্তা বলতে বলতে। তারপর রুম থেকে বেরিয়ে আমি বাইরে বেরিয়ে এক কাপ চা পান করি।

IMG_20250115_165752_377.jpg

তারপর আবারও রুমে গিয়ে কিছুক্ষণ ফোন দেখতে থাকি। বাড়ির সবার সাথে অনলাইনে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি। এভাবে বাড়ির সবার সাথে কথাবার্তা বলতে বেশ ভালই লাগলো আমার। তারপর আমার সহপাঠীরা ডিউটি শেষ করে রুমে চলে আসে। আটটার দিকে তারা সবাই চলে আসে রুমে। একটা সময় করে সবাই মিলে একসাথে ম্যাচে খাওয়া-দাওয়া করতে যাই। খাওয়া দাওয়া করেছেন রুমে যে যার মত শুয়ে পড়ি ও বেশ অনেকটা সময় কথাবার্তা বলি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 4 months ago 

বর্তমান সময়ে যেহেতু আপনি একটা কাজ করছেন তাই আপনাকে সবদিক লক্ষ্য রাখতে হয় নিজের কাজের জায়গাটাও ঠিক রাখতে হয় আবার খাওয়া দাওয়া নিজের পরিবারকে সময় দেয়া সবকিছু সামলে নিতে হয় ছেলেরা আসলে অল্প বয়সেই নিজের পরিবারের দায়িত্ব নিতে পারদর্শী হয়ে ওঠে যেটা আপনাকে দেখে অনেকটা বুঝতে পারলাম অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...
 4 months ago 

আপনার দিনটিকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ। আপনার পোস্ট পড়ে মনে হলো যেন দিনটি আপনার সাথে কাটালাম! সকাল থেকে রাত পর্যন্ত আপনার শিডিউল বেশ পরিশ্রমী, তবে মাঝে মাঝেই আপনি নিজের জন্য একটু সময় বের করে নিয়েছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। চমৎকার ফটোগ্রাফিগুলোও আপনার দিনের গল্পের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে। এভাবেই পোস্ট করে আমাদের সবার সাথে আপনার জীবনের মুহূর্তগুলো শেয়ার করুন। শুভকামনা রইল।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।