You are viewing a single comment's thread from:
RE: সম্মান - Respect!
কমিউনিটি দেশের মতোই একটা স্থান, যেটা সুরক্ষিত থাকে কর্মের নিরিখে, এটা যেদিন বুঝবেন সেদিন তুলনার কারণ আপনার কাছেও সুস্পষ্ট হবে।
সবটাই গড়া ভাঙ্গা মানুষের হাতে যেটা নির্ধারিত কর্মের উপর
দেশের মতোই কিন্তু দেশ না।তাই অহেতুক দেশকে টেনে এনে বৈষম্য তৈরি করবেন না।কাজ ভালো না করলে হাজারবার সেটা নিয়ে কথা বলুন কোন আপত্তি নেই।
আমার মধ্যে আপনার মত বৈষ্যমতা নেই, তাই সবটাকেই ঐক্যবদ্ধ ভাবে দেখি
সেটা দেখতে পেলে আজকে এত কথা লেখার প্রয়োজনই পরতো না ।গতকালের লেখার মাঝে আপনি আপনার দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ।যাক , ভালো থাকুন। এটা নিয়ে কথা বলার আমার আর কোন রুচি নাই