You are viewing a single comment's thread from:

RE: সম্মান - Respect!

in Incredible India2 months ago

সন্মান নিয়ে আপনি যেভাবে বিশ্লেষণ করেছেন >তার কিছু বিষয় এর সাথে একমত হলেও বাকি অনেক কিছুর সাথেই একমত না।বিশেষ করে কোন দেশ নিয়ে কথা বলার সাথে সেটা যে দেশই হোক না কেন ।

মনগড়া কথা বিশেষ আমি লিখি না, যেটা লিখি সেটা প্রমাণের ভিত্তিতে।
রইলো বাকি সহমত না প্রকাশের সেটা আপনি করতেই পারেন, তবে ভারত কিন্তু সন্ত্রাস বাদ ভেদাভেদ শেখায় না, অন্য অনেক দেশেই যেটা দেখা যায়, যে মানুষগুলো ধর্মের কারণে প্রাণ হারিয়েছে, তাদের প্রতি আমার সমবেদনা, তাদের প্রতি নয়, যারা ধর্ম কি জেনে হত্যা করেছে, সেটা তাদের কর্ম ছিল।

রইলো এই কমিউনিটির কথা, আমার একটা লেখায় যেমন না পাওয়া মানুষদের থেকেও মন্তব্য পাওয়া যাচ্ছে, এটা প্রমাণ করে তাদের মনে ভেদাভেদের রেখা সুস্পষ্ট।

যদি সেটা না হতো তাহলে কাজেও তার অবদান দৃষ্টি আকর্ষণ করত।
টিউটোরিয়াল ক্লাসের কথা আর বাকি সব তো বাদ দিলাম।

আর অনেক কিছুই লিখতে পারতাম, কিন্তু থাক যে যেভাবে বিষয়টি দেখতে চান তাতে আমার আপত্তি নেই।
তবে, একবার নিজেদের কর্ম বিচার, কাজের প্রতি অবদান বিচার করে যেনো সেটা করেন।
ভালো থাকবেন।

Sort:  
 2 months ago 

জংগীবাদ সেটা যেই দেশেই হোক না কেন তাকে সমর্থন করি না।তবে সবদেশের ধর্মীয় মৌলবাদের চিত্রই কম বেশি চোখে পরে বর্তমানে প্রযুকৃতির কল্যানে।
অবশ্যই অন্য দেশ নিয়ে লেখা যাবে তবে সেটা প্রাসঙ্গিক হতে হবে।
কমিউনিটিতে কাজ করার সাথে গুলিয়ে ফেলাকে ঠিক বলে মনে করি না আমি।সবার প্রতি সন্মান রেখেই বলতেছি এই কমিউনিটিতে কাজের ক্ষেত্রে একমাত্র শম্পা দিদিকে ছাড়া কাউকেই তেমন কোন একটিভ ভারতীয় চোখে পরে নাই আমার ।সবার বৈশিষ্ট্য মোটামুটি একই।
তাই দেশ নিয়ে আলোচনা সমালোচনার চাইতে কিভাবে কমিউনিটির ভালো হয় সেটা নিয়ে কথা বলাটাই বাঞ্চনীয় বলে মনে করি।
না পাওয়া মানুষের মাঝে আমি অন্তত পরি না কারন আমি লিখতে ভালোবাসি আমার মনের শান্তির জন্য ।
অযথা কারো দেশ নিয়ে সমালোচনায় কাজের পরিবেশ আরো ননষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মানসিক ও শারীরিক দুই ভাবেই ভালো থাকুন।

 2 months ago 

কমিউনিটি দেশের মতোই একটা স্থান, যেটা সুরক্ষিত থাকে কর্মের নিরিখে, এটা যেদিন বুঝবেন সেদিন তুলনার কারণ আপনার কাছেও সুস্পষ্ট হবে।

সবটাই গড়া ভাঙ্গা মানুষের হাতে যেটা নির্ধারিত কর্মের উপর

 2 months ago 

দেশের মতোই কিন্তু দেশ না।তাই অহেতুক দেশকে টেনে এনে বৈষম্য তৈরি করবেন না।কাজ ভালো না করলে হাজারবার সেটা নিয়ে কথা বলুন কোন আপত্তি নেই।

 2 months ago 

আমার মধ্যে আপনার মত বৈষ্যমতা নেই, তাই সবটাকেই ঐক্যবদ্ধ ভাবে দেখি

 2 months ago 

সেটা দেখতে পেলে আজকে এত কথা লেখার প্রয়োজনই পরতো না ।গতকালের লেখার মাঝে আপনি আপনার দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ।যাক , ভালো থাকুন। এটা নিয়ে কথা বলার আমার আর কোন রুচি নাই