You are viewing a single comment's thread from:
RE: সম্মান - Respect!
@mukitsalafi অনেকদিন পর আমার লেখায় আপনার মন্তব্য দেখে খানিক অবাক যেমন হয়েছি, তেমনি ভালো লাগলো আপনার অভিমত জেনে।
এবার আপনার বক্তব্যের উত্তরে বলবো, আপনি হয়তো পৃথিবীর খবর কম রাখেন, যদি রাখতেন তাহলে বুঝতে পারতেন মানুষ বর্তমানে জাতি, ধর্ম তথা সীমানা নিয়ে অধিক মাথাব্যথা দেখাচ্ছে।
তার প্রমাণ কিছুদিন আগেই নারকীয় হত্যাকাণ্ডে প্রমাণিত।
প্রমাণ ছাড়া কিছু লিখি না, তাই যারা কাজ হিসেবে সন্ত্রাসবাদ কে বেছে নেয়, ধর্মকে প্রাধান্য দেয়, কর্মকে সম্মান না করে, এবং তার ফলাফলের কথা না ভেবে, তাদের নিয়ে বিশেষ কথা না আলোচনা করাই শ্রেয়।
সম্মান কর্মের দ্বারা অর্জিত, তাই কাউকে ছোটো বড় এই মাপকাঠিতে ওজন না করে, ইতিহাসের দিকে আর বর্তমান কর্মকাণ্ডের দিকে নজর রাখুন, সঙ্গে অবশ্যই নিজের কাজের দিকেও।
স্রোতে গা যে আপ্নিও ভাসাবেন সেটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়, সারা বিশ্বের মানুষ কি করলো সেটাই কি মানদন্ড? আচ্ছা বলুন তো এই নারকীয় ঘটনার পরে আর কি কি হচ্ছে? আজকের হামলায় যারা মারা গেল তারা কি সবাই ওই ঘটনার সাথে যুক্ত? এই যে শিশু মারা গেল? হামলা হচ্ছে? এটাকে আপনি কিভাবে দেখছেন? নাকি এখানেও আপ্নি গর্বিত? অবশ্য হতেই পারেন। হিংসাত্মক মনোভাব পরিহার করা উচিৎ সবার। দিন শেষেসবাই মানুষ। একজন সন্ত্রাসীকে মারার জন্য ১০ জন নিরাপরাধ মানুষ মারাটাও সন্ত্রাসী কর্মকান্ডের অন্তর্ভুক্ত। জাতি হিসেবে অহংকার তাদেরই সাজে যারা এসবের ঊর্ধ্বে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অনেক দেশ নিজেকে বড় বলে জারি করে, কিন্তু ভেতরে খবর নিলে দেখা যায় তাদের দেশেই সংখালঘূরা সবথেকে বেশি নির্যাতিত। আমি ইতিহাস নিয়ে অনেক পড়ি, জানি। আপনার ও জানা উচিৎ। শুধু একটা বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না। এর বাইরেও দুনিয়ায় অনেক কাজ থাকে মানুষের। আমি যেই কাজগুলো আমার ভালো লাগে সেগুলো করি, কোন একটা বিষয় নিয়ে সারাদিন রাত পড়ে থাকি না। আর নিজের কাজের প্রতি ভালোবাসা আছে বলেই এখনো ভালোভাবে টিকে আছি এই দুনিয়ায়। আলহামদুলিল্লাহ।