@mdsuhagmia মন্তব্য করতে অঙ্কে দেরি করে ফেললাম, কিছু মনে করবেন না।
একসাথে সবদিক দেখতে গিয়ে এখন আপনাদের লেখা পড়লেও সেভাবে মন্তব্য করবার সময় পাই না। বোঝেন তো আপনার মাকে আপনি যেমন দেখছেন, আবার আপনার মা যেমন আপনার পাশে আছেন, আমার ক্ষেত্রে সবটাই একা করতে হয়।
আশা করি আপনার মা এখন সুস্থ্য আছেন?
জল পান করতে হবে বেশি করে, এমনিতেই মেয়েদের অনেক শারীরিক ধকল পোহাতে হয়। তাই যত্নের প্রয়োজন আছে।