You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of February #2| Do you believe behind every successful man, there is a woman?

in Incredible India2 months ago

@mdsuhagmia আপনার লেখায় উল্লেখিত উদাহরণটি একটু ঘুরিয়ে লিখেছেন বটে তবে বিষয়টি নিয়ে ভারতীয় একটি হিন্দি ছায়াছবির পটভূমি খুঁজে পেয়েছি।

ছায়াছবির নাম "সাদি মে জরুর আনা!"
প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য ধন্যবাদ।

আমি বেশি খুশি হই তাদের লেখা পড়ে যারা প্রতিযোগিতায় একদম শুরুতে অংশগ্রহণ করেন।

তাদের লেখা ব্যতিক্রমী হবার কারণ, তারা অন্যের লেখা থেকে অনুপ্রাণিত না হয়ে নিজের অভিমত তুলে ধরেন।

আগের মত আজকাল আপনার মন্তব্য বিশেষ চোখে পড়ছে না, আশাকরি আপনি ভালো আছেন।

Sort:  
 2 months ago 

@sduttaskitchen আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আলহামদুলিল্লাহ ম্যাম আমি ভালো আছি আপনি কেমন আছেন। কমেন্টের সংখ্যা একটু কম হয়েছে এর কারণ হলো ম্যাম আমি কয়েকদিন আগে একটা নতুন ব্যবসায় শুরু করেছি। ওই ব্যবসায় একটু দেখাশোনা করতে হয়, তার উপরে আবার রমজান মাস চলে আসছে এই মাসে সবাই বেশি-বেশি করে ইবাদত করে থাকে। আবার আব্বাকে নিয়ে মসজিদে যেতে হয় ইত্যাদি নানা সমস্যার কারণে, কমিউনিটিতে আমাকে কম দেখা যায়। সবকিছু ঠিক হয়ে যাবে ম্যাম।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল 💕