RE: An evening - একটি বিকেল!
টেলিভিশন ঠিক ছিল, সমস্যা হয়েছিল এডাপ্টার এর, যেগুলো খারাপ হয়ে গেছিল, তার ছবি দিয়েছি লেখায়।
একা থাকি, কাজেই টেলিভিশনকে আমি একজন সদস্য রূপে দেখি, নিজেকে কাজে ব্যস্ত রাখার পাশাপশি, টিভি চললে মনে হয়, আর মানুষ উপস্থিতি আছে ঘরে! এটা খানিক আমার ডিপ্রেশন কাটিয়ে ওঠার সাধন।
চাঁদের পাহাড় ছায়াছবি দেখতে পারেন, আমার ব্যক্তিগতভাবে ছবিটি ভালো লেগেছে, কারণ তার আগেই আমার বইটা পড়া ছিল।
আমার কাছে সবচাইতে অবাক বিষয় লেগেছে, লেখক জীবনে কখনোই আফ্রিকা যান নি, তৎসত্ত্বেও মশাইমারা সম্পর্কে ওনার নিখুঁত বর্ণনা গায়ে কাঁটা দেবার মতো।
ছায়াছবি দেখেছি এবং ভালো লেগেছে কারণটা লেখায় উল্লেখ করেছি। আমার সাধারণত থ্রিলার এবং এডভেঞ্চারাস বিষয়বস্তু পছন্দের তালিকার শীর্ষে। প্রায় সমস্ত বই আমার পড়া সেটা ফেলুদা হোক, ব্যোমকেশ, শার্লক হোমস, অর্জুন সমগ্র, জিম করবেট, কাকাবাবু, মিতিন মাসি ইত্যাদি।