You are viewing a single comment's thread from:
RE: No murder can be perfect - কোনো হত্যাকাণ্ড নিখুঁত হতে পারে না!
আধুনিক পোশাক পড়লেই আধুনিক হওয়া যায় না!
যতক্ষণ মানসিকতা আধুনিক না হচ্ছে, ততক্ষণ সমাজের বহু সোহেলী এইভাবে হত্যার শিকার হতে থাকবে।
নিজেদের পায়ে দাঁড়ানোর পাশাপশি সমান বাক স্বাধীনতা সহ সম্মান এই শিক্ষা দিয়ে প্রতিটি মেয়েকে বড় করা উচিত।
পরের ঘরে চলে গেলে, নিজের বাবার বাড়িতে একটি মেয়ে পর হয়ে যাবে এই মানসিকতা যারা বহন করেন, তাদের সাথে এরকমটা হবে ভবিষ্যতেও।
কেনো আগে সুশিক্ষা সহ নিজের পায় দাঁড়াবার প্রবণতা থাকবে না? সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘাড়ের বোঝা নামাবার প্রয়াসের ফল ভোগ করতে হয় সহেলীর মত মেয়েদের।