You are viewing a single comment's thread from:

RE: Mystery behind the double murder-Conclusion! যুগ্ম হত্যার রহস্যের সমাধান!

in Incredible India11 days ago

@samima1 আজ থেকে ২৩ দিন আগে এই গল্পের প্রথম পর্ব লিখেছিলাম, সম্পূর্ণ লেখাটাই নিজের কল্পনার জগতে বিচরণ করে লেখা। নিচে আপনাকে প্রথম পর্বের লেখার লিংক দিলাম সময় পেলে পড়ে দেখবেন, আপনাকে দেবার পিছনের উদ্দেশ্য আপনি আপনার মূল্যবান সময় অতিবাহিত করে আমার লেখা পড়েছেন, এটা কোথাও না কোথাও আমাকে অন্তর থে স্পর্শ করেছে!

*গল্পের প্রথম পর্বের লিংক:-👇
https://steemit.com/hive-120823/@sduttaskitchen/mystery-behind-the-double-murder-first-part

আজকাল কেউ আর বিশেষ লেখা পড়ায় আগ্রহী নয়, খানিক ছবিকে কেন্দ্র করেই অনেকেই সমাদৃত হবার প্রয়াস করে, তবে লেখা পড়ার মানুষের সন্ধান পেলে আমি ভীষণ আনন্দিত হই।

সেটা আমার হোক অথবা অন্যের তাতে বিশেষ কিছু যায় আসে না!

কারণ, লেখা পড়লে যেমন জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবার সুযোগ থাকে, তেমনি নিজেকে উন্নত করবার সুযোগ।

আমাদের জীবনের অনেককিছুই যেমন আমরা দৈনন্দিন জীবন থেকে শিখতে পারি, তেমনি বিভিন্ন স্বাদের লেখাও আমাদের অন্যান্য দেশের মানুষের জীবন যাপন, সেখানে ইতিহাস এবং তাদের ভালো লাগা মন্দ লাগা সর্ম্পকে জানতে সাহায্য করে।

এছাড়াও এই প্ল্যাটফর্মে কে, কেমন আছে সেটাও জানতে পারি! একটা জীবনে গোটা পৃথিবী ঘুরে দেখার সৌভাগ্য সবার হয় না, তাই লেখার মাধ্যমে খানিক সেই জায়গা পরিদর্শনের সুযোগ পাই।

এছাড়াও, আমাদের লেখার উদ্দেশ্য খালি সমর্থন না হয়ে যদি তার পাশাপশি সেই লেখার মন্তব্য হয়, লেখার উৎসাহ দ্বিগুণ হয়ে যায়।

আমি আন্তরিক ভাবে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার উপস্থিত এবং গল্পটি পড়ার জন্য। আপনার আগামী পথ এই ভাবেই একাগ্রতার সাথে অতিক্রম করুন এই কামনা করি। ভালো থাকবেন সবসময়।

Sort:  
 11 days ago 

প্রথমেই জানাই দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার লেখাটি পড়ে সত্যিই দারুণ আনন্দিত হয়েছি আমি। আমি নিশ্চিত আপনার মত লেখকদের জন্য এই পৃথিবী এখনো কিছুটা আলোকে ভরা।

আপনার লেখাতে এক অদ্ভুত মাধুর্য গভীরতা রয়েছে,যা শুধু গল্পের মাধ্যমে নয় বরং পাঠকের চিন্তাভাবনা এবং অনুভূতিকে গভীরভাবে প্রভাবিত করে।

আপনার কথাগুলো একদম সঠিক। লেখার মাধ্যমে আমরা শুধু পৃথিবীকে জানিনা বরং নিজের অজানা দিকগুলো খুঁজে পাই। আপনি যে আপনার গল্পের মাধ্যমে আমাকে এবং অন্যদের চিন্তা করতে বাধ্য করেছেন সেটি আসলেই প্রশংসনীয়।

প্রতিটি শব্দে আপনার আন্তরিকতা ও ভালোবাসা এবং সততা ফুটে উঠেছে যা কেবল একটি চমৎকার লেখকেরই করতে পারেন ।
আমি নিশ্চিত আপনার লেখা গল্পটি শুধু আমার জন্য নয় আরো অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। আশা করি ভবিষ্যতেও এমন অসাধারণ গল্পের সৃষ্টিতে আপনি উৎসাহী থাকবেন এবং আমাদের মাঝে এই দারুন লেখার অভিজ্ঞতা ভাগ করে নেবেন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি আপনার লেখা পড়তে পেরে সত্যিই অনেক কিছু শিখলাম। আর এই গল্পের প্রথম পর্ব টা আমাকে দেওয়ার জন্য আবারো আপনাকে ধন্যবাদ।