Incredible India monthly contest of February by @tanay123 | Photography Contest -1

in Incredible India16 days ago
1000054784.png

কমিউনিটিতে আমাদের গর্বিত মডারেটর দ্বারা আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আজকে আমার উপস্থিতি
লিংক

এমনিতেই চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আমি কল্পনাপ্রবণ! তার উপরে যদি এই ধরনের কোনো প্রতিযোগিতা নজরে পড়ে তাহলে অভ্যন্তরীণ সুপ্ত ইচ্ছেকে খানিক উস্কে দিয়ে যায়।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমি আমন্ত্রণ জানাতে চাইবো @ridwant, @miyexi এবং @pinki.chak দের।
এবার নিজের অভিমত পোষণের পালা।



How do you feel when you stand under the sky? Share with us some of your favourite beautiful photographs of the sky.
IMG_20250415_192138.jpg
বেলাশেষের শিক্ষায় শিক্ষিত গগন!
  • আকাশের নিচে দাঁড়ালে যে অনুভূতি আমার মনে সবচাইতে প্রথমে উজাগর হয় সেটা হলো, অনন্ত অর্থাৎ অন্তহীন ক্ষমতার অধিকারী হয়েও কিভাবে
    নিরহংকার থাকতে হয়!

  • কাঁটা তারের বেড়াজাল দেশের সীমারেখা নির্ধারণ করলেও, আজও আকাশের গায়ে সেই বেড়াজাল দিয়ে সীমারেখা নির্ধারণ করতে সক্ষম হয়নি আধুনিক প্রযুক্তি।

  • এরপর মনে আসে, যদি মানুষ না হয়ে পাখি হতাম? কোনো বেড়াজাল আমার চলার পথের বাঁধা হতে পারত না!

লক্ষ নিয়ম বহির্ভূত জীবন অতিবাহিত করতে পারতাম।
সৃষ্টিকর্তা মানুষকে বুদ্ধি দিয়েছিল সামাজিক উন্নয়নের জন্য, কিন্তু মানবকুল সেই বুদ্ধির প্রয়োগ করে চলেছে বিভাজনের পিছনে!

IMG_20250415_192001.jpg
দুর্গম পথ পাড়ি দিয়ে লক্ষ্যে পৌঁছনো সম্ভব!

প্রকৃতি কখনোই অনুমতি দেয়নি মানবকুল দের এই বিভাজনের, কিন্তু বাকরুদ্ধ হয়ে শুধু তামাশা দেখে চলেছে প্রতিনিয়ত! তবে, সহ্যের বাঁধ ভেঙে গেলে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তার ক্ষমতা বুঝিয়ে দিয়েছে!

মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে কোটি কোটি প্রাণ, নির্মিত আধুনিক স্থাপত্য!

এক্ এক্ সময় আমার অনুভূতি থাকে এক্ এক্! কাজেই এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল সুবিশাল গগনের নিচে দাঁড়িয়ে কি কি অনুভূতি কাজ করে, সবটাই নির্ভর করে আকাশের নিচে কোন মানসিক পরিস্থিতি নিয়ে দাড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছি তার উপরে ভাবনা বেশ খানিক নির্ভরশীল।



The beauty of the sky changes from moment to moment, sometimes it is bathed in sunlight, and sometimes clouds. When is the sky at its most beautiful? Share your opinion.
IMG_20250415_192045.jpg
গোলাপী আভায় আবিষ্ট আকাশ!

আজকে আমার অনেক প্রিয় আকাশের ছবির মধ্যে থেকে বেছে বেছে কয়েকটি ছবি দিয়েছি, তবে আমার ফোনের গ্যালারির এক তৃতীয়াংশ ভর্তি আকাশের তথা মেঘের ছবিতে!

এর পিছনের অন্যতম কারণ, ছোটো থেকে শুনে বড় হয়েছি, কাছের মানুষ ইহজগত ছেড়ে চলে গেলে আকাশে চলে যায়, কেউ বলে তারা হয়ে যায়!

কাজেই, মন খারাপের সময় কখনও মেঘের মাঝে, কখনও রাতের আকাশে তাদের খোঁজার প্রয়াস আজও অব্যাহত আকাশের মাঝে, আবার কখনও তারাদের মাঝে!

1000054159.jpg
1000054161.jpg
1000054160.jpg
বিশল্যকরণীর খোঁজে পবনপুত্র!

এই তো সেদিনের কথা, হঠাৎ পশ্চিমের জানালায় নজর পড়তেই দেখলাম বজরঙ্গবলী(পবনপুত্র) মেঘের আকারে গন্ধমাদন পর্বতের দিকে অগ্রসর হচ্ছেন বিশল্যকরণীর খোঁজে!

জানিনা আপনারা দেখে কতটা বুঝতে পারবেন, তবে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন, আকাশ রুপান্তরিত হয়েছে ঠিক রামায়ণে উল্লেখিত মুহূর্তটির মতই।

আমার নজরে অন্ততঃপক্ষে সেটাই মনে হয়েছে, যারা বিষয়টি সম্পর্কে অবগত নন, তাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে।

প্রকৃতির তথা আকাশের সৌন্দর্য্যের ব্যাখ্যা প্রতিটি মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, বৈজ্ঞানিক দিক থেকে যদি এর বর্ণনা কেউ করতে যায়, সেখানে অনুভূতির অভাব থেকে যায়, কারণ বাস্তব আর কল্পনা দুই মেরুর বাসিন্দা।

উপরিউক্ত ব্যাখ্যা একেবারেই নিজস্ব অভিমত, কাজেই অনেকেই সহমত পোষণ নাও করতে পারেন।
এই ছিল আমার অভিমত প্রতিযোগিতা সম্পর্কিত।
আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় রইলাম।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...
Loading...