উপহার! Gift!
![]() | উপহার 👈 |
---|
বর্তমান সময়ের আবহে দাড়িয়ে যদিও সবটাই নির্ধারিত হয় বাজার দরের ভিত্তিতে!
তবে, এখনও কিছু মানুষ এবং সম্পর্ক ব্যতিক্রমী স্রোতে বইছে বলেই বোধহয় পৃথিবী ধ্বংস হয়ে যায়নি!
এখন এই যে উপরিউক্ত ভূমিকা দিয়ে লেখার সূত্রপাত করলাম, এর পিছনের কারন কি?
হ্যাঁ আজকে কিছু অনুভূতি, অভিজ্ঞতা সহ উপহার শব্দটি নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে মূল্যায়িত করবার প্রয়াস করবো।
আমার মত, মোটামুটি সকলেই জীবনের বিভিন্ন সময় বিভিন্ন কারণে উপহার পেয়েছেন, তথা ভিন্ন ভিন্ন সময় উপহার দিয়েছেন!
এখন এই উপহারের ক্ষেত্রে আমি অনেক মানুষের স্বভাবে তথা মানসিকতায় দ্বিচারিতা দেখেছি!
কি বুঝতে পারলেন না তো?
আচ্ছা, তাহলে বাস্তব রঙ্গমঞ্চে কেমন ধরনের নাটক দেখবার সৌভাগ্য হয়েছে কিছু উদাহরণ দিলে বোধহয় আমার কথার অভ্যন্তরীণ অর্থ অনুধাবন করতে আপনাদের সুবিধা হবে।
যাঃ! কি যে বলো, উপহার কি মূল্য দিয়ে বিচার হয়?
এরপর অবশ্য আমার কাছে অনেকবার উপহার চেয়েছিল, কিন্তু আমি মনের আঘাত সহসা ভুলিনা!
আরেক শ্রেণীর মানুষ যারা দামী, ব্র্যান্ডেড জিনিষ উপহার হিসেবে অন্যের থেকে আশা করেন এটা যেমন সঠিক, কিন্তু দেবার সময় অন্যের ক্ষেত্রে সেটা তারা বেমালুম ভুলে যান! তখন তাদের ক্লাস এক্ ঝটকায় নিচে নেমে যায়, মানে মানসিকতা!
আজব পাবলিক!
তবে, সব কিছুর ঊর্ধ্বে আজকে দুটো মানুষের কথা উল্লেখ না করলেই নয়, একজন হয়তো আজকের লেখা পড়ে জানলেও জানতে পারবে আমার অনুভূতি কিন্তু আরেকজন নয়।
যদিও জানান দেবার উদ্দেশ্যে আমি কথাগুলো লিখছি না, সেটা অবশ্য এনারা জানে।
আমার ব্যাক্তিগত পছন্দ আমার নিজস্ব কেনা কাটায় সীমাবদ্ধ, সেখানে এই একই জিনিষ আমি অন্য কারোর কাছ থেকে আসা করতে পারি না, এটাই আমার শিক্ষা!
![]() | ![]() |
---|---|
অমূল্য উপহার👉 | ![]() |
উপহার এই বিষয়টি আমি দিতে এবং নিতে পছন্দ করি মুষ্টিমেয় মানুষের কাছ থেকে। কারণ, সময় থেমে থাকে না, আর অনেক মানুষ সময়ের আগেই ছেড়ে চলে গেছেন, তাই তাদের মনে রাখার এটি একটি মাধ্যম মনের ভিতরে রাখার পাশাপশি(সম্পূর্ণ ব্যাক্তিগত অভিমত)!
- এই তালিকায় যারা আছেন, তারা হলেন:-
যাদের মানসিকতায় সামান্য কৃতজ্ঞতা বোধ অবশিষ্ট আছে!
বাকি এখনও অনেকের অনেক কিছুই ফেরত দেওয়া বাকি অবশ্য।
যাক সেটি অন্য প্রসঙ্গ, উপহার হাতে নিয়ে যে কথাটি আমার প্রথম মাথায় আসে, সেটি হলো, জিনিসটি কেনার সময় ব্যাক্তিটি আমাকে মনে রেখেছিল!
আমার কথা এক্ মুহূর্ত তার চিন্তায় এসেছিল এটাই আমার কাছে দ্রব্য মূল্যের চাইতে অধিক!
আর ঠিক এই কাজটি বিগত বেশ কয়েক বছর ধরে সম্পা এবং আমার বাড়িওয়ালা করে চলেছেন।
যেখানেই যাক, কিছু না কিছু এরা আমার জন্য হাতে করে নিয়ে আসে। এই যে মনে রাখাটা এটাই আমার সবচাইতে বড় উপহার।
আজকাল খেয়ে মুখ মুছে ফেলতে সকলেই সিদ্ধহস্ত! আরেকটি বিষয়, কিছু জন উপহার দিয়ে বাজারে প্রচার করেন বটে, তবে তারা বিনিময়ে কি নিয়েছেন সেটির প্রচার কিন্তু কখনোই করেন না!
কি অবাক বিষয়!
- ধরুন, আপনাকে কেউ বিপদে পাশে থেকে অর্থ দিয়ে না পারলেও সময় দিয়ে সহযোগিতা করে বিপদ থেকে উদ্ধার করেছে, সেই উপহারের মূল্যায়ন কত অর্থের বিনিময়ে এরা করবেন আমার অবশ্য জানা নেই!
আজকে আপনাদের সাথে যে দুটি ছবি তুলে ধরেছি তার একটি ক্ল্যাচার যেটি সম্পা অনেক আগে একবার মেলায় ঘুরতে গিয়ে কিনেছিল আমার জন্য তবে আমার এখানে আসা হচ্ছিল না বলে উপহার হস্তান্তরে বিলম্ব হয়েছে।
![]() | ![]() |
---|
উইন্ড চাইম
এরপর আপনাদের মধ্যে যারা সম্পার লেখা পড়েছেন তারা জানেন যে, মহারানী দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন, সেখান থেকে একটি পবন-ঘণ্টি যাকে ইংরিজিতে বলে উইন্ড চাইম নিয়ে এসেছিল।
দুটোই এইদিন দেখা করবার সময় আমি দায়িত্ব সহকারে নিজ মাল নিজ দায়িত্বে রাখার মতো ব্যাংকের ভিতরে বসেই আমার ব্যাগে ভরে নিয়েছিলাম।
সম্পার ক্ষেত্রে আমার সব ছাড় আছে! কিছু উদাহরণ দিলেই বুঝবেন, যেমন এই যে দেরি করে উপহার পেলাম, এটার সুদ ওকে দিতে হবে এবং সত্যি কথা অবলীলায় ও সেটা দিতে রাজি!
বিষয়টা হচ্ছে, আমাকে বেশ চিনে ফেলেছে সম্পা, কাজেই অনেকক্ষেত্রেই ও বেশ ভালো জানে, আমি মুখে বললেও অনেক কিছুই বাস্তবে গ্রহণ করবো না।
নিজের ক্ষেত্রে হিসেবী হলেও, আমার ক্ষেত্রে সম্পা একেবারেই বেহিসাবী, আর নিজের বিষয়ে নিজের মুখে কিছু না বলাই সভ্যতা তাই আমি নিশ্চুপ থাকি ততক্ষণ যতক্ষণ আমার আত্মসম্মানে কেউ আঘাত না হানছে!
একবার যদি উপহারের আড়ালের আসল উদ্দেশ্য বুঝে যাই, শতগজ দূরত্ব বজায় রাখতে পছন্দ করি, কারণ আমার আত্মমর্যাদা বিক্রিত নয়!
আই অ্যাম নট ফর সেল! তাই উপহারের লোভে কিংবা দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষমতা প্রয়োগ করে চাকর আমাকে বানিয়ে রাখা সম্ভব নয়!
যোগ্যতায়, মানসিকতায় এবং পারিবারিক শিক্ষায় অনেকের চাইতে অনেক উন্নত মনে করি নিজেকে;
এটা অহংকার নয়, আমার মা বাবার দেওয়া শিক্ষার প্রতি এবং তাদের সম্মান রক্ষার্থের লড়াই।
- হিন্দিতে একটি প্রবাদ আছে, যার বাংলা অর্থ হলো:- "হাতি বসে থাকলেও, গাধার থেকে উঁচু!"
তাই অর্থ নয়, বংশ মর্যাদা, তথা শিক্ষায় আমি টুপি! হতে পারি বর্তমান পরিস্থিতিতে কমদামী, কিন্তু স্থান মাথায় ছিল, আছে এবং থাকবে।
বংশ মর্যাদার মান বলে কথা, মাঝেমধ্যে একটু নড়েচড়ে তো বসবেই, তবে সেটা ব্যাক্তি বিশেষে প্রযোজ্য।

