You are viewing a single comment's thread from:
RE: "জন্মদিনের সন্ধ্যার কিছু আনন্দের মুহূর্ত - শেষ পর্ব"
শুরুতেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।
দিনটা বোন ও ভাগ্নে ভাগ্নিকে নিয়ে যে ভালোমতোই কাটিয়েছেন সেটা বোঝাই যাচ্ছে। তবে জন্মদিনের প্রথম পর্বের লেখা আমি মিস করে গেছি তাই অনেক কিছুই আমার জানা হলো না। তবে আশা রাখি সময় করে এক ফাঁকে পড়ে নিবো।
ছবিতে বেচারা তাতানকে দেখে খারাপই লাগতেছে। বাচ্চাদের এই ছবিগুলি স্মৃতি হয়ে থাকবে। কেক কাটার সময় বাবা থাকলে যে খুব ভালো লাগতো সেটা অনুভব করতেছি নিজেকে দিয়ে। যাই হোক ,পরেরবার তিনি নিশ্চই উপস্থিত থাকবেন।
খুবই ভালো লাগলো আপনার এই বিশেষ দিন সম্পর্কে জেনে। বারবার এই দিনটা ফেরত আসুক আপনার জীবনে এবং প্রিয়জনদের নিয়ে দিনটা কাটান এই শুভকামনা রইলো।
ভালো থাকবেন সবসময়।
For curated comment
Hi there, your comment is interesting to read, keep up your engagement, you are awesome
curated by wirngo
thank you so much