You are viewing a single comment's thread from:

RE: আজকের বৃষ্টিস্নাত কিছু মূহূর্ত।

in Incredible India24 days ago

গ্রামের তুলনায় ঢাকাতে বৃষ্টি খুবই কম হয়। এটার কারণ হয়তো গাছপালার সল্পতা । আকাশে ঘন কালো মেঘ জমে ঠিকই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি নেমেই চলে যায় । তবে মাঝে মাঝে বেশ ভালোই বৃষ্টি হয়। কিন্তু এবার বেশ ব্যাতিক্রম দেখতে পাচ্ছি। কিছুক্ষন পর পরই বৃষ্টি হচ্ছে সেই সাথে মেঘলা আকাশ, যা আমাকে আমার ছোট বেলার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
বৃষ্টির দিনে ভাজাপোড়া খেতে ভালোই লাগে। যারা মাছ চাষ করেন তাদের জন্য অতিবৃষ্টি বেশ আতঙ্কের। আমাদের নিজেদের পুকুরেও দেখতাম মাছ বের হয়ে যেত। চারপাশ জাল দিয়ে ঘিরেও রাখতে পারতো না।
তবে এই টানা বৃষ্টির মাঝেও যে কিছুটা সময় বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন এটা জেনে ভালো লাগলো।