You are viewing a single comment's thread from:

RE: "জীবনের নতুন অধ্যায়ে পদার্পন "

in Incredible India3 months ago

প্রথম বাচচার তুলনায় দ্বিতীয় বাচ্চা বিশেষ করে যে বড় ভাই -বোনদের নিয়মিত স্কুলে যেতে দেখেছে তার স্কুলে যাওয়ার প্রতি এক অদ্ভুত আকর্ষন থাকে।এটা আমি আমার নিজের ছোট ছেলের বেলায়ও দেখেছি ।অথচ বড় ছেলেকে স্কুলে দিতে যেয়ে অবস্থা খারাপ হয়ে যেত আমার।
স্কুলে যাতায়াতের পথে বাচ্চাদের ঘুম এক নিয়মিত ঘটনা ।আমার মনে পরে দুই ছেলে সমানে ঘুমিয়ে পরতো প্রায় দিনই ।
তাতানের স্কুল যাএার প্রথম দিনের আনন্দ দেখে খুব ভালো লাগলো।পিকলুর কথা ওদেরকে না জানিয়ে ভালো হয়েছে ।
তিতলি ও তাতান দুজনেই জীবনে ভালো মানুষ হয়ে উঠুক সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।
তাতানের স্কুল যাওয়ার প্রথম দিনের আনন্দ আামাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।ভালো থাকবেন সবসময় ।