You are viewing a single comment's thread from:

RE: আম্মার হঠাৎ অসুস্থতা

in Incredible India22 days ago

আসলে সবকিছুই এলোমেলো হয়ে যাই যদি পরিবারের কেউ অসুস্থ হয়ে পরে । আর সেই মানুষটা যদি মা হয় তাহলে আরো বেশি প্রভাব পরে মনের উপর। তবে দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে গিইয়েছেন যা খুব ভালো খবর। কারণ চিকিৎসা পেতে দেরি হলে অনেক সময় রোগ সারতে সময় লাগে।
আপনি ঠিকই বলেছেন ,যে রোজার কারণেও সমস্যা দেখা দিয়তে পারে। আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতাই দেখেছি যে ,আমার অসুস্থ কিংবা একটু বয়স্ক মানুষেরা রোজা রেখে আরো অসুস্থ হয়ে পরে। তাদের শরীরে প্রতিবছর যে ক্ষতিটা হয় সেটা তারা পরবর্তীতে খুব একটা কাটাতে পারেন না। পরের বছর আবার রোজা রাখেন। অথচ এটার সহজ একটা সমাধান আছে ,কেউ রোজা না রাখতে পারলে অন্য একজন মানুষকে তার রোজার খাবারের খরচ দেয়া। যেটাকে কাফ্ফারা বলা হয়।
আপনার আমম্মু দ্রুত সুস্থ হয়ে উঠুন এই দোয়া করি। আপনার কবুতরগুলি মাশাল্লাহ সুন্দর হয়েছে।

Sort:  
 22 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। এবং আপনার মন্তব্যের মাঝে অনেক কিছুই রোজার সম্পর্কে জানতে পারলাম।