You are viewing a single comment's thread from:

RE: আমার এলাকার কিছু দুর্গা পুজো!(Hopping pandals)

in Incredible India10 months ago

দুর্গাপুজোর সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমাদের বাড়ির চারপাশেই অনেকগুলো পুজো হতো। বছর দুয়েক আগে দশমীর দিন গিয়েছিলাম আমি দেখার জন্য সাথে হারিয়ে যাওয়া ছোটোবেলাকে কিছুটা হলেও ফিরে পাবার জন্য।
আধুনিক কালের ফ্ল্যাটগুলোতে আমরা হয়তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছি কিন্তু হারিয়ে গেছে পুরোনো দিনের সেই আন্তরিকতা যা এখনো আমি আমার গ্রামের বাড়িতে খুঁজে পাই পাশের বাড়ির কাকী,ও ভাইদের মাঝে।