You are viewing a single comment's thread from:
RE: Dhaka to Dinajpur||A Memorable Train Journey with Panchagarh Express
ট্রেন জার্নির অভিজ্ঞতা আমার নাই বললেই চলে। একবার ঢাকা থেকে নারায়ণগঞ্জ গিয়েছিলাম। এতো ভিড় দেখে মাথা নষ্ট হয়ে গিয়েছিল।
আপনার ট্রেন জাইনের লেখা পড়তে গিয়ে আমার চোরের কথা পড়েতো আমি অবাক হয়ে গেছি। চলন্ত ট্রেনে চোর!তাহলেতো ঈদের সময় মানুষ চোরদের পোয়াবারো।
গ্রাম বাংলার দৃশ্য আসলেই খুব সুন্দর। আমি মুগ্ধ হয়ে আপনার ছবির দিকে তাকিয়ে ছিলাম।
এটা ঠিক যে, বাড়ির রাস্তা এই ভালো লাগে। আগেতো আমার বাবার বাড়ির বাস দেখলেই মন ভরে যেত।
সপ্ন যাবে বাড়ি, এ-ই গানতো লাখো ঘরে ফেরা মানুষের মনের কথা।
সবাইকে নিয়ে আনন্দের সাথে ঈদ উদযাপন করুন।
শুভকামনা রইল
ট্রেন গুলোতে ঈদের সময় বারতি চাপ থাকে, তবে অন্য সময় তুলনামূলক ফাকা থাকে। চোরের কথা আর কি বল্বো, এদের সাথে আসলে রেলওয়ের লোকেরাই জরিত, গ্রামের যে কন কিছু দেখলেই ভালো লাগে, হোক সেটা নিজ এলাকার বাস বা রাস্তা।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য