Better life with steem || The Diary Game || 15 January 2025 ||

in Incredible India4 months ago (edited)

আসসালামু আলাইকুম।আমি @saniya9...

সবাই কেমন আছেন?আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আবারো চলে আসলাম আপনাদের মাঝে আমার সারাদিনের মুহূর্তগুলো তুলে ধরার জন্য।এত ব্যস্ততার মাঝেও আপনাদের কথা খুবই মনে পড়ে তাই ভাবলাম আবারও কিছু মুহূর্ত তুলে ধরি আপনাদের মধ্যে

1000012291.png


সকালবেলা

প্রতিদিনই ভোরবেলা ফজরের আগে উঠে ফ্রেশ হয়ে আমার ফজরের নামাজ আদায় করি নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে আমি দোয়া করি। তারপর আমি কিছুক্ষণের জন্য মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করি। যা আমার মনকে খুবই প্রফুল্লতা এবং শান্তি দান করে। তারপর আমি মর্নিংওয়াকে বের হই।মর্নিংওয়াক শেষ করে বাসায় এসে পরিবারের সবার জন্য নাস্তা বানিয়েছি।তো নাস্তার ঝামেলা শেষ করে আমি আমার ছেলেকে তার স্কুলের জন্য তৈরি করে দিচ্ছিলাম তারপর তাকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। রাস্তায় মা ছেলের কিছু খুনসুটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি।
তো ছেলেকে স্কুলে তার ক্লাসে দিয়ে আমি চলে যাই সুপারশপে। সেখান থেকে আমি আমি চিয়া সিড কিনেছি।তারপর ছেলের জন্য ফাস্টফুডের দোকান থেকে একটা পিজ্জা নিয়েছি।


দুপুর-বিকেল বেলা

তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল।মাথার উপরে রোদের তাপ ও খুব বেড়ে গেছে।
তো পড়ে বাসায় এসে দুপুরের রান্নার কাজে মনোযোগ দিলাম।আমি আজকে দুপুরের জন্য বেগুন ভাজা, টাকি মাছের ভর্তা,শালগম দিয়ে মাছ রান্না করেছি।টাকি মাছের ভর্তা আমার বাবা খুবই ভালোবাসেন।স্পেশালি আমার হাতে যদি বানাই পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা করে।

1000012293.jpg

রান্নাবান্না শেষ করে গোসলে চলে গেলাম। গোসল শেষ করে এসে আমি আমার যোহরের নামাজ আদায় করেছি।নামাজ আদায় করার পর সবার জন্য খাবার পরিবেশন করলাম।খাওয়ার পর্ব শেষ করে যে যার মত বিশ্রাম নিতে চলে গেলে,আমিও সবকিছু গুছিয়ে রাখলাম।আমিও দুপুরে কিছু সময়ের জন্য বিশ্রাম নেই প্রতিদিন। আমাদের প্রত্যেকের উচিত দুপুরের খাবারের পর হালকা রেস্ট নেওয়া।এটা শরীরের জন্য খুবই উপকারী।

বিকেল বেলা,আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে বের হলাম। মা-ছেলে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম।অনেক খুনসুটি করলাম এর মাঝে আমি আবার প্রকৃতির কিছু সুন্দর ছবি তুলে রেখেছি ফোনে। বাচ্চারা ও বিকেলে মাঠে খেলা করছিল ওই মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল।

1000012294.jpg


সন্ধ্যা রাত্রি

সন্ধ্যা ঘনিয়ে এলে, আমি চলে আসলাম বাসায়।তো বাসায় আসার পর মাগরিবের নামাজ শেষে,সবার জন্য কিছু হালকা খাবার তৈরি করলাম। সবাই হালকা খাবার শেষে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল।আমি আমার ছেলেকে নিয়ে পড়ায় মনোযোগী হলাম। ওরে দুষ্টুমি গল্প গুজব করে ছেলেকে পড়ানো শেষ করলাম। রাতের জন্য খাবার তৈরি করে একটু বিশ্রাম করলাম তারপর কানে ভেসে আসলো,
এশারের আজান সুমধুর কন্ঠে।মোয়াজ্জিনের আজান শুনে মনটা খুবই ভালো লাগলো। তো আমিও পরিপাটি হয়ে ওজু করে নামাজ আদায় করে নিলাম। তারপর পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার শেষে যে যার রুমে চলে গেল আমিও আমার ছেলে আমার বিড়াল ছানার সাথে কিছুক্ষণ খুনসুটি খেলাধুলা করে আমরাও ঘুমানোর প্রস্তুতি নিলাম।

1000012295.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNyfNxFibnnX23XGJ9A664nam2SmXBXDLAbckWqH9n4YyHgdrjGXq2oyKNZnongUnuYpfjg3pfp.png

আজ এই পর্যন্তই নতুন আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসায় রাখবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে নতুন প্রেরণা দিবে বলে আমি আশা করি এবং আমাকে খুব উৎসাহিত করবে। আপনাদের সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন।আমি প্লাটফর্মে নতুন তাই আমার কাজের অভিজ্ঞতা খুবই কম। তাই আমার সকল স্টিমিয়ান বন্ধুদের কাছে আমি বলছি আপনারা যাতে আমাকে সাপোর্ট করেন যাতে করে আমি কাজের প্রতি অনুপ্রেরণা জোগাতে পারি এবং সব সময় এই প্লাটফর্মে নিজেকে একটিভ রাখতে পারি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পোস্টটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ

Photo captured by

Realme c63

Location

Bangladesh
@memamun @ripon0630 @zishahafiz

1000011951.gif

Sort:  
 4 months ago 

চমৎকার ভাবে আপনার দিনটা শুরু করেছেন, ঘুম থেকে উঠেই ধর্মীয় বিষয়গুলো বিশেষভাবে লক্ষ্য রেখেছেন সেই সাথে সুস্বাস্থ্যের জন্য আপনি মর্নিং ওয়ার্ক এও বের হয়ে যান। এরপর সাংসারিক কাজে ব্যস্ত হন খুব চমৎকারভাবে আপনি আপনার দিনটি শুরু করেন, এতে করে শারীরিক এবং মানসিক দুই ভাবেই সুস্থ থাকা সম্ভব এবং রিফ্রেশমেন্ট এর জন্য আপনার ছেলেকে নিয়ে আপনি বিকেলে হাঁটতে বের হন খুবই ভালো লাগলো আপনার সারাদিনের গল্পগুলো শুনে।

Thank you dear.. stay always wtih me & support me🥰

Loading...
 4 months ago 

আপনার দিনের বর্ণনাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দিনভর কাজের ব্যস্ততার মাঝেও পরিবার এবং ইবাদতের জন্য আপনার যে ভালোবাসা, তা অনুপ্রেরণাদায়ক। আপনার লেখা সত্যিই প্রেরণার যোগান দেয়। আপনাকে শুভকামনা জানাই এবং আশা করি, এই প্ল্যাটফর্মে আপনার যাত্রা আরও সুন্দর ও সফল হবে। ধন্যবাদ এত চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু

 4 months ago 

একটা নারী সবসময় চেষ্টা করে তার সংসারটাকে গুছিয়ে নেয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আপনি অনেক কাজ করেছেন আসলে সবকিছু গুছিয়ে নিতে অনেকটা প্রেসার আমাদের উপর এসে পড়ে তারপরেও আমরা চেষ্টা করি নিজের বাচ্চাকে সময় দেয়া সংসারের কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করা।

যতটুকু দেখলাম আপনি এই পরিবারের মধ্যে নতুন তো আমি আপনাকে বলব আপনি সঠিক ভাবে আপনার এচিভমেন্ট ক্লিয়ার করে নেন তাহলে কিন্তু আপনি কাজ করতে অনেক বেশি আনন্দ পাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

জি আপু আমরা নারীরা সবসময় চেষ্টা করি সংসার কে গুছিয়ে নেয়ার জন্য। অবশ্যই আপু আমি এচিভমেন্ট ক্লিয়ার করে নেব। আপনার পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 months ago 

@saniya9 contact us on community discord

https://discord.gg/gkGeGJbf