"Edited by canva" |
Hello,
Everyone,
আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কাটেছে। আমার দিনটা কেমন কাটছে সেটা আমার গত দিনের পোস্ট পড়ে আশাকরি আপনারা বুঝতে পারবেন। যাইহোক জীবন আসলে কোনো কিছুর জন্যই থেমে থাকে না। তাই জীবনের সাথে আমাদের সকলেরই তাল মিলিয়ে চলতে শিখতে হয়।
যেকোনো রকম মানসিক পরিস্থিতিতে সংসারের দায়িত্বে যেমন পালন করতে হয়, তেমন কমিউনিটির দায়িত্বও অস্বীকার করার জায়গা নেই। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে আজ এই কার্যক্রম সংক্রান্ত রিপোর্ট উপস্থাপন করবো। চলুন তাহলে শুরু করি -

"সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস" |
গত মঙ্গলবার আমাদের কমিউনিটিতে সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করা হয়েছিলো, যার অ্যানাউন্সমেন্ট আগের দিন দেওয়া হয়েছিলো। তৎসত্ত্বেও সেখানে উপস্থিতির হার একেবারেই ছিল না। যা আপনারা উপরের স্ক্রিনশট দেখেই বুঝতে পারবেন। কিছু প্রয়োজনীয় তথ্য ম্যাম আমাদের সাথে শেয়ার করেছিলেন।আমাদের কমিউনিটিতে কর্মরত নতুন মডারেটর সেদিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং কিছু বিষয়ে এডমিন ম্যাম তাকে তথ্য দিয়েছিলেন। এইরকম কথোপকথনের মাধ্যমে এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাস শেষ হয়েছিলো।

"নতুন মডারেটরের প্রতি দায়িত্ব" |
আপনাদের মধ্যে অনেকেই হয়তো খেয়াল করবেন আমাদের কমিউনিটিতে একজন নতুন মডারেটর কাজ শুরু করেছেন। যাকে মডারেশন করার কিছু বিষয় শেখানোর দায়িত্ব আমার উপরেই ছিলো। এই দায়িত্বটি আমি গত কয়েকদিন ধরেই পালন করছিলাম। বেশ কিছু বিষয় তার নিজের জানা ছিলো, আর কিছু বিষয়ে তাকে সাহায্য করার প্রয়োজন পড়েছিলো। আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজের দিক থেকে তাকে সবটা শেখানোর। বাকিটা নিজের চেষ্টায় তিনি করেছেন। তাই কমিউনিটির সকলের তরফ থেকে @onomzy001 কে আমাদের পরিবারে আরও একবার অনেক স্বাগত জানাই। আমি আশা করবো তার সাথে আমাদের পথচলা সুদীর্ঘ হবে।

"কমিউনিটিতে চলমান কনটেস্ট" |
এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত মে মাসের প্রথম কনটেস্ট চলছে। যার বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছেন পরিবেশ দূষণকে। এই দূষণকে আমরা কিভাবে রোধ করতে পারি আমাদের জীবনে এই দূষণের প্রভাব কতখানি, এই সমস্ত বিষয় এই কনটেস্টের মূল বিষয়বস্তু। আশাকরি এমন একটি বিষয়ে আপনারা প্রত্যেকেই নিজস্ব মতামত শেয়ার করবেন কন্টেস্টে অংশগ্রহণের মাধ্যমে। যারা এখনো পোস্টটি পড়েননি তাদের জন্য লিংকটি নিচে শেয়ার করলাম। সকলের জন্য শুভকামনা রইলো। আশাকরছি প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এই কনটেস্টে অংশগ্রহণ করবেন
কমিউনিটিতে চলমান কনটেস্ট

"কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী" |
গত সপ্তাহে কমিউনিটি কর্তৃক আয়োজিত এপ্রিল মাসের শেষ সপ্তাহের কনটেস্ট শেষ হয়েছে। যার মূল বিষয়বস্তু ছিল প্রাকৃতিক সম্পদ। অনেকেই নিজস্ব চিন্তা ভাবনা খুব সুন্দর ভাবে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্ত করেছেন। অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেইলস বরাবরের মতো অ্যাডমিন ম্যামকে মেইলের মাধ্যমে পাঠানোর দায়িত্ব আমি পালন করেছিলাম। ইতিমধ্যে অ্যাডমিন ম্যায় উইনার অ্যানাউন্সমেন্ট পোস্টও করেছেন। সেখানে বিজয়ী সকল ইউজারদের আরো একবার শুভেচ্ছা জানাই। আশাকরছি এইবারের কনটেস্টেও সকলে একই রকম ভাবে অংশগ্রহণ করবেন।
Winners announcement Post

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট" |
সাপ্তাহিক দায়িত্ব হিসেবে সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার দায়িত্ব এই সপ্তাহেও পালন করেছি। তবে দিন দিন সকলের এনগেজমেন্ট এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে, এই বিষয়ে সকলের মিলিত উদ্যোগ গ্রহণ করা উচিত। এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসেও এই বিষয়টি নিয়ে ম্যাম বেশ কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আমি আশা করবো সকলেই সেই কথাগুলি শুনে চলবেন এবং নিজেদের কার্যক্রম উন্নত করবেন।
এনগেজমেন্ট রিপোর্ট

"বুমিং সংক্রান্ত কার্যাবলী" |
প্রতিদিনের দায়িত্ব হিসেবে বুমিং সাপোর্টের জন্য পোস্ট সিলেক্ট করার দায়িত্ব থাকে আমার ওপরে এবং সেই ক্ষেত্রে বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করে তবেই কিন্তু পোস্ট সিলেক্ট করতে হয়। এই দায়িত্বটি যথেষ্ট সচেতনতা সাথে পালন করতে হয়, আর এটা সঠিকভাবে করার চেষ্টা আমি বরাবর করে থাকি। তবে কিছু ক্ষেত্রে অ্যাডমিন ম্যাম আমাকে হেল্প করেন।

মডারেটর হিসেবে সঠিকভাবে পোস্ট ভেরিফিকেশন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমিও চেষ্টা করেছি সপ্তাহের প্রতিদিন নিজের এই দায়িত্বটি সঠিকভাবে পালন করার। পাশাপাশি নতুন মডারেটরকেও সেটি সঠিকভাবে শেখানোর চেষ্টা করেছি। আশাকরি তিনিও নিজের কাজটি সঠিকভাবেই করবেন।
ভেরিফিকেশনের তারিখ | ভেরিফাইড পোস্ট সংখ্যা |
25/04/2025 | 08 |
26/04/2025 | 10 |
27/04/2025 | 09 |
28/04/2025 | 07 |
29/04/2025 | 15 |
30/04/2025 | 04 |
01/05/2025 | 08 |

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী" |
এবার আসি কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার দায়িত্বের বিষয়ে। যেমনটা আমি বরাবর বলে থাকি এই কমিউনিটিতে যুক্ত হওয়ার দিন থেকে আমি একজন ইউজার। আর ইউজার হিসেবে প্রতিদিন নিজের লেখা শেয়ার করাটা আমার প্রধান দায়িত্ব। যেটি পালন করার সর্বোচ্চ চেষ্টা আমি করে থাকি।
ব্যক্তিগত জীবনে অনেক প্রতিকূলতা পার করেও এই কাজটি অব্যাহত রাখার চেষ্টা আমি প্রাণপণ করি। কারণ একবার ধারাবাহিকতা নষ্ট হলে সেটা পুনরায় শুরু করা খুব কঠিন। পারলে আপনারাও সেটা করবেন। চলুন গত সপ্তাহে আমি কি কি পোস্ট শেয়ার করেছিলাম, আপনাদেরকে জানাই,-

এই ছিল আমার এই সপ্তাহের কার্যক্রম, যেগুলোকে আমি এই রিপোর্টের মাধ্যমে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কিছু কাজ কমিউনিটি তথা ডিসকর্ডে আলাদা করেও পালন করতে হয়। সবকিছু মিলিয়ে সব কাজ গুছিয়ে করতে পেরেছিলাম এটাই শান্তি। যাইহোক এই সপ্তাহের রিপোর্ট এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।সকলের আজকের দিনটি অনেক ভালো কাটুক এই প্রার্থনা রইলো।

Thanks for teaching me ma, I really appreciate, working with this great family is an great opportunity that I have been praying for and I promise to give my best in this great community and also to everyone...
Thanks ma
অনেক সমস্যা আমাদের জীবনে থাকবে এবং আসবে সব সমস্যার বাধা পার করে জীবন চালাতে হবে। আপনার একটি সপ্তাহের কার্যক্রম আপনি আমাদের মাঝে সুন্দর ভাবে শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।
পরিস্থিতি যেমনই হোক না কেন একজন মডারেটর হিসেবে আপনার দায়িত্বটা আপনাকে সবার আগে পালন করতে হবে এটা আমি জানি যেমন গতকালকে আপনি আপনার প্রিয় জিনিস থাকে হারানোর পরেও কমিউনিটির কাজগুলো সঠিকভাবে পড়ে গিয়েছেন এখান থেকেই বোঝা যায় কমিউনিটির প্রতি আপনার দায়িত্ব কতখানি এবং আপনি কতটা সঠিকভাবে সে দায়িত্ব পালন করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনার আরো একটা সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।