You are viewing a single comment's thread from:

RE: The Game of Diary 21/25/08 I love getting wet in the rain

in Incredible India3 days ago

Hello,
@lalit06,

  • প্রথমেই আপনাকে স্টিমিট প্ল্যাটফর্মে অনেক স্বাগত জানাই। আমাদের কমিউনিটিতে নিজের লেখা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে নিউ কামার্স কমিউনিটিতে আপনি যে পোস্ট করেছেন তার নিচের কমেন্ট গুলো পড়ে বুঝলাম, সেখানে জিজ্ঞাসিত প্রশ্নের যথাযথ উত্তর আপনি দেননি।

  • তাছাড়া ইন্ট্রোডাকশন পোস্ট করার পর মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়েছেন, যেটা স্টিমিট প্লাটফর্মের নিয়ম বহির্ভূত। আপনি যখন নতুন এখানে যুক্ত হয়েছেন, তখন সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে, প্রতিনিয়ত নিজের লেখা শেয়ার করতে হবে, তাহলেই আপনি ভেরিফাই হতে পারবেন।

  • তাই আপনাকে অনুরোধ করবো, নিউ কামার্স কমিউনিটিতে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিয়ে, নিয়মিত পোস্ট করার মাধ্যমে এই প্লাটফর্মে নিজেকে ভেরিফাই করার জন্য। তারপর আপনি চাইলে আমাদের কমিউনিটিতে নিয়মিত পোস্ট করতে পারবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।