You are viewing a single comment's thread from:

RE: Incredible India Community Updates for June 2025

in Incredible India2 days ago
  • প্রতিমাসে আপনার শেয়ার করা এই রিপোর্টটা যেন ফেলে আসা মাসে কমিউনিটিতে করা সমস্ত কার্যাবলীর এক প্রতিচ্ছবি। যার মধ্যে আপনি ছোট ছোট সমস্ত ডিটেইলস খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন। আর এই পোস্টটা পড়লে প্রত্যেকেরই কমিউনিটির সকল কার্যক্রম সম্পর্কে একটা ধারণা জন্মে।

  • একটা কমিউনিটি পরিচালনা করতে গেলে কতগুলো দিক নজর রাখতে হয় এবং কোন কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হয়, সেই সমস্তটাই কিন্তু এই রিপোর্টের মাধ্যমে আমরা বুঝতে পারি। তবে বর্তমানে যেহেতু স্টিমিট প্ল্যাটফর্মে অনেক কিছু পরিবর্তন ঘটেছে, তাই সেই অনুযায়ী পরিবর্তন এসেছে আমাদের কমিউনিটির কার্যক্রমেও, যে বিষয়টিকেও আপনি রিপোর্টের মধ্যে উপস্থাপন করেছেন।

  • আমি সত্যিই জানিনা কতজন ইউজার এই পোস্টটি মন দিয়ে পড়বেন। তবে আপনি আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে কোনদিনও পিছিয়ে থাকেন নি, প্রতিমাসের আপডেট সংক্রান্ত পোস্টটি তার আদর্শ উদাহরণ। এছাড়াও কমিউনিটির বাকি সমস্ত কার্যক্রম আপনি যেভাবে দায়িত্ব সহকারে দেখেন তা সত্যিই অতুলনীয় ও প্রশংসনীয়।

  • আপনার মতন একজন মানুষের ছত্রছায়ায় প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি, এটাই জীবনের এক বড় প্রাপ্তি। শুধু কর্মজীবনে নয় ব্যক্তি জীবনেও আপনার থেকে অনেক কিছু শেখার আছে, যা প্রতিদিন আয়ত্ত করার চেষ্টা করি। আপনার সুস্থতা সর্বদা কাম্য। ভালো থাকুন সবসময়। আপনার আজকের দিনটি খুব শুভ হোক।

Sort:  

CURATOR 8
Congratulations!

The TEAM FORESIGHT has supported your comment. We support quality posts, good comments anywhere, and any tags

1000061832.png

Curated by : @sduttaskitchen