You are viewing a single comment's thread from:

RE: Steem Atlas ambassador application from India!

in Incredible India2 months ago

ম্যাম, প্রথমেই আপনাকে অনেক শুভেচ্ছা জানাই আরও একটি নতুন উদ্যোগে সামিল হওয়ার আবেদন জমা দেওয়ার জন্য। যদিও এই বিষয়টি সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে ততটাও অভিজ্ঞ নই। তবে আমার বিশ্বাস আপনি দায়িত্ব সহকারে এই বিষয়গুলি আমাদের সকলকে শেখাবেন। কারণ প্রথম থেকে আপনি এটাই করেছেন, নিঃস্বার্থভাবে নতুনদের পাশে থেকে দায়িত্ব সহকারে তাদেরকে সবটা শিখিয়েছেন, কোনো ফলাফল আশা না করেই। আর এই বিষয়গুলি আপনাকে অন্য অনেকের থেকে আলাদা ‌করে। এছাড়াও এই প্লাটফর্মে‌ আপনি কতখানি পরিশ্রম ও‌ সততার‌ সাথে কাজ‌ করেন,এটাও আশাকরি সকলের কাছে স্পষ্ট। তাই এই নতুন উদ্যোগে আশাকরি আপনাকে সামিল করা হবে। আর আপনার হাত ধরেই আমরাও আবারো নতুন কিছু‌ শেখার সুযোগ পাবো। ভালো থাকবেন ম্যাম।

Sort:  
 2 months ago 

ভালো লাগলো উৎসাহ মূলক মন্তব্য পড়ে, তবে সুযোগ পেলেই কাউকে শেখাবো নইলে নয়! এমন বিষয় নয়, আর আমার পরিশ্রম সে একজন উপরে বসে দেখছেন নিশ্চই, কি ফল দেবেন সেতো তার সিদ্ধান্ত, কর্ম করে যাই সেটাই আমার দায়িত্ব।