You are viewing a single comment's thread from:

RE: প্ল্যাটফর্ম সহ কমিউনিটির কিছু নিয়মাবলীর পুনরাবৃত্তি।

in Incredible India2 years ago (edited)

এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত শুধুমাত্র কিছু মানুষের ‌অসৎ আচরন ও‌ উদ্দেশ্যের কারনে, সৎ ও‌ পরিশ্রমি মানুষ গুলো তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে। কিন্তু আপনার মতো ‌কিছু মানুষের ‌সহায়তায়, আমার মতো কিছু মানুষ আজও নিশ্চিন্তে সততা বজায় রেখে কাজ‌ করে চলেছে, শুধুমাত্র এই বিশ্বাস নিয়ে যে সৎ পথে পরিশ্রম করলে তবেই তার ফল ভালো ‌হয়। অথচ সেই অসৎ মানুষ গুলো সৎ মানুষ গুলোকে ‌লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করে চলেছেন, তারা নিজের কর্মের পরিনতি নিয়ে একেবারেই চিন্তিত নয়।

যাইহোক, আপনাকে ‌আরও একবার ধন্যবাদ জানাই কমিউনিটির সকল‌ নিয়মাবলী সম্পর্কে সকলকে ‌অবগত করার জন্য। আশাকরি ‌আমাদের কমিউনিটিতে যুক্ত সকলেই এই নিয়মাবলী ‌মেনে চলবেন।‌ ভালো থাকবেন।