Incredible India monthly contest of March #1/ What's the definition of a balanced lifestyle?
![]()
|
---|
Hello,
Everyone,
ভেবেছিলাম আজ আপনাদের সাথে আমার সারাদিনের অভিজ্ঞতার কথা শেয়ার করবো, হঠাৎ করে চোখ পড়লো এই কনটেস্ট পোস্টের দিকে, যেখানে অংশগ্রহণ করার ইচ্ছে ছিলো। তবে খুব ব্যস্ততার কারণে গত কয়েক দিনের মধ্যে তা হয়ে ওঠেনি।
তবে অংশগ্রহণের সময় এখনও শেষ হয়ে যায়নি দেখে ভাবলাম, আজ এই কনটেস্টে অংশগ্রহণ করবো এবং নির্বাচিত বিষয়বস্তু সম্পর্কে নিজের অনুভূতি ও মতামত আপনাদের সকলের সাথে শেয়ার করবো।
আমার মতোই যারা এখনও পর্যন্ত কনটেস্টে অংশগ্রহণ করেননি, তাদেরকেও অনুরোধ করবো অবশ্যই আজ এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। চলুন তাহলে আমার মতামত গুলো শেয়ার করি, -
|
---|
জীবন মানেই তাতে বিভিন্ন পর্যায়ে রয়েছে। এই পৃথিবীতে জন্ম গ্রহণের দিন থেকে আমাদের জীবন শুরু হয়, যা চলতে থাকে মৃত্যু পর্যন্ত। আর এই সময়সীমার মধ্যে আমরা জীবনের বিভিন্ন পর্যায় অতিক্রম করি। সেটা শৈশব, কৌশোর, যৌবন এবং বৃদ্ধ বয়স।
আর এই প্রতিটি পর্যায়ের নির্দিষ্ট কিছু কার্যক্রম, দায়িত্ববোধ ও কর্তব্য থাকে। একেবারে ছোট বয়সে আমাদের দায়িত্ব গুলো আমাদের বাবা মায়ের উপরে বর্তায়। তারপর ধীরে ধীরে আমরা নিজেরাই দায়িত্ব নিতে শিখি। একটা সময় অন্য কেউ আমাদের দায়িত্ব নেয়, আবার যখন বাবা-মা হই তখন আমরা সন্তানের দায়িত্ব নিয়ে থাকি।
অতএব বলা যেতে পারে আমরা চাই বা না চাই, জীবনের স্বাভাবিক নিয়মে কিছু দায়িত্ব আমরা ইচ্ছাকৃত নিয়ে থাকি, আবার কিছু দায়িত্ব পালন করতে আমরা বাধ্য হই। তবে এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জীবনে প্রতিটা ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে গেলে সঠিক সময়ের মধ্যে সঠিক কাজ শেষ করার অভ্যাস তৈরি করতে হবে। যদি তা না করা হয়, তাহলে বেশিরভাগ কাজ অসম্পূর্ণ থাকবে এবং তাতে জীবনের ভারসাম্য নষ্ট হবে।
তাই ধৈর্য্য সহকারে, সময়ের মধ্যে, নিজের কর্মক্ষেত্রের দায়িত্ব কর্তব্য পালন করার পাশাপাশি, নিজের জীবনের সম্পর্ক গুলোর প্রতি থাকা দায়িত্বগুলোও হাসি মুখে পালন করার কৌশল জানতে হবে। তবেই একমাত্র ভারসাম্যপূর্ন জীবনযাপন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি।
|
---|
একটা সময় যখন আমি অফিসে কাজ করতাম, তখন ব্যক্তি জীবন ও কর্মজীবনের ভারসাম্য বজায় রাখা মাঝে মাঝে অনেক কষ্টের হলেও, বর্তমানে কিন্তু তেমনটা হয় না। কারণ এই সময় আমি কেবলমাত্র স্টিমিট প্লাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছি। যেখানে কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তাই নিজের সময় অনুসারেই আমি কাজটি করতে পারি।
সর্বোপরি যদি কখনো কাজটা করতে নাও, পারি তবুও এখানে কাউকে কৈফিয়ত দেওয়ার নেই, কারণ এটি একটি ডিসেন্ট্রালাইজড প্লাটফর্ম। এখানে আমি নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে পারি। ব্যক্তি জীবনের কাজগুলোও সময়ের মধ্যে করা সম্ভব হয়। অনেক সময় যদি সমস্যার মধ্যে পড়ি, তাহলেও সেইগুলো সমাধান করে আমি এই প্লাটফর্মের কাজটা সুন্দরভাবে করতে পারি।
উদাহরণ স্বরূপ যদি বলতেই হয়, এই মুহূর্তেও আমি কিন্তু হসপিটালের ভিতরে বসে আছি। যেখানে শ্বশুর মশাইয়ের প্রতি থাকা দায়িত্ব যেমন পালন করছি, পাশাপাশি আমি এই প্লাটফর্মের কাজ গুলোও করতে পারছি, যেটা অফিসে যেতে হলে কখনোই করা সম্ভব হতো না।
তাই বর্তমানে জীবনে কর্মজীবনের দায়িত্বগুলো পালন করার জন্য আমাকে খুব বেশি কষ্ট করতে হয় না। যেটা করতে হয় সেটা হলো, সময়ের সঠিক ব্যবহার। যেটা করার সর্বোচ্চ চেষ্টা আমি করছি। আর হয়তো সেই কারণেই দু দিকের কাজ গুলোও সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
|
---|
অবশ্যই আমি মনে করি প্রত্যেকের ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে হলে, তার পরিবারের প্রতিটি সদস্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ সকলের সাহায্য ছাড়া কোনো একজন সংসারের ও তার নিজের কর্মজীবনের সকল দায়িত্ব পালন করতে পারবেন, এই ভাবনাটাই ভুল।
এই মুহূর্তে যেমন আমি এবং শুভ দুজনেরই হসপিটালে রয়েছি। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য পোস্ট লিখছি এবং শুভ ওর বাবার কাছে রয়েছে। আবার আমি হসপিটালে আসার পর শুভ ব্রেকফাস্ট করার জন্য হোটেলে গিয়েছিলো, যাতে সেই মুহূর্তে যদি এমারজেন্সি কোনো প্রয়োজন হয়, তাহলে শশুর মশাইয়ের ওয়ার্ডে যেতে পারি।
এইটুকু পারস্পরিক বোঝাপড়া না থাকলে হয়তো সবটা সামলানো এতটাও সহজ হতো না। যদিও এই পৃথিবীতে কারোর জন্যই কিছু আটকে থাকে না, তবে পরিবারের সদস্যদেরা যদি উভয় উভয়ের জন্য সামান্য আত্মত্যাগ করেন, তবেই সম্পর্ক গুলোর পরিভাষার ঠিক থাকে। অন্যথায় জীবনের ভারসাম্য কতটুকু বজায় থাকবে জানিনা। তবে সম্পর্কের ভারসাম্য যদি না থাকে, তাহলে আমাদের জীবনের ভারসাম্যও ঠিক থাকবে না, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়।
|
---|
যাইহোক এই ছিলো আমার নিজস্ব মতামত, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। লেখা শেষ করার পূর্বে কনটেস্টের নিয়মানুসারে আমি আমার তিনজন বন্ধু @baizid123, @mou.sumi ও @marianri কে আমন্ত্রণ জানাই, যাতে তারাও জীবনের ভারসাম্য রক্ষা করার পরিপ্রেক্ষিতে, নিজস্ব চিন্তাভাবনা ও মতামতগুলো আমাদের সাথে শেয়ার করেন। সকলের সুস্থতা কামনা করি। ভালো থাকবেন।
আপনার পোস্টটি পড়ে মনে হল খুবই চিন্তাশীল এবং বাস্তব জীবন থেকে উদাহরণ। আপনি যেভাবে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব ব্যাখ্যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়।
এটা একেবারে সত্যি যে, জীবন মানে দায়িত্ব। আমি সম্পূর্ণভাবে একমত আপনার সাথে। ভারসাম্য বজায় রেখে কাজ করা এবং নিজের সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া জীবনের সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইসব নিয়ম মেনে সবাইকে চলা উচিত আমি মনে করি। আপনার জন্য সব সময় শুভকামনা রইল দিদি।