"The weekly job I concluded being a Co-Admin"
![]()
|
---|
Hello,
Everyone,
হসপিটালে ওপিডি সেকশনে বসে পোস্ট লেখা শুরু করলাম। বাইরে আকাশে সুন্দর মেঘ করেছে। গতকাল থেকে বৃষ্টি হওয়ার কথা থাকলেও, তেমন ভাবে বৃষ্টি হয়নি। তবে এই মুহূর্তে আবহাওয়াটা সত্যিই সুন্দর।
রোদ্দুর একেবারে কমে এসেছে, সূর্য প্রায় অস্ত যাওয়ার মুহূর্ত এখন। চারিদিকে হালকা শীতল একটা হাওয়া বইছে। বাড়ি ফিরতে এখনো কিছুটা সময় বাকি, তাই ভাবলাম সারাদিনের মধ্যে যখন সময় পেলাম এই মুহূর্তে আমি আমার সাপ্তাহিক রিপোর্টটি লেখা শুরু করি।
|
---|
এই মুহূর্তে কমিউনিটিতে কর্মরত মডারেটর @tanay123 কর্তৃক আয়োজিত একটি কনটেস্ট চলছে, যেটাতে অংশগ্রহণের শেষ দিন আগামীকাল। আর কনটেস্টের বিষয়বস্তু আমাদের প্রত্যেকের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের পরিবারকে নিয়ে।
পরিবারবিহীন আমরা আমাদের জীবন কল্পনাও করতে পারি না। সেই পরিবারকে কেন্দ্র করেই এই সপ্তাহের কনটেস্ট।আশা করছি প্রত্যেকেই কনটেস্ট পোস্টটি পড়েছেন। তবে এখনও অনেকেই অংশগ্রহণ করেননি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আগামীকাল অংশগ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে, নিজের পরিবারের প্রতি নিজস্ব অনুভূতি অবশ্যই কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্ত করবেন।
|
---|
অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কনটেস্টে অংশগ্রহণের সময়সীমা আজকেই শেষ হয়েছে। তাই বরাবরের মত কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেইলস অ্যাডমিন ম্যামকে হসপিটালে আসার পর মেলের মাধ্যমে পাঠিয়েছি। বলতে পারেন এই সকল কাজ এবং হসপিটালে ব্যস্ততার কারণেই নিজের সপ্তাহের রিপোর্ট লিখতে বসতে অনেকটা লেট হলো। তবে উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট এখনও পর্যন্ত ম্যাম করেননি। আশাকরছি আজকেই তিনি সেটা করবেন।
|
---|
নির্দিষ্ট সময় মতন এই সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমি উপস্থাপন করেছিলাম। যদিও সেই রিপোর্টে অন্যান্য অনেক ইউজারের মতো এ সপ্তাহে আমার কার্যক্রমও যথেষ্ট লজ্জাজনক ছিলো। কয়েকজন ইউজার পোস্ট নিয়মিত করলেও তাদের এনগেজমেন্টে গত কয়েক সপ্তাহ যাবৎ কোনো পরিবর্তন নেই।
প্রতিটি রিপোর্টেই তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর কথা আমি বলে থাকি, তবে তারা আদেও রিপোর্টটি সঠিকভাবে পড়ে কিনা এই বিষয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। যাইহোক এই সপ্তাহের রিপোর্টের লিংক আমি আবারও নিচে দিলাম। সকলেই নিজেদের কার্যক্রম সেই রিপোর্টের মধ্যে থেকে দেখতে পারবেন।
|
---|
বুমিং সংক্রান্ত দায়িত্ব পালন আমার প্রতিদিনকার একটি কাজ, যেটা প্রতিদিন সন্ধ্যার পর আমাকে করতে হয়। কিছু কিছু দিন হসপিটাল থেকে ফিরতে একটু লেট হলে চেষ্টা করি হসপিটালে থাকাকালীনই ম্যামকে পোস্টের লিংক গুলো পাঠানোর। আর একান্তই ব্যস্ততা থাকলে সেটা বাড়িতে গিয়ে আগে সম্পন্ন করি। তবে যারা নিয়ম অনুসারে সঠিকভাবে কাজ করেন, তাদের কাজের সঠিক মূল্যায়ন করার চেষ্টা আগেও করেছি এবং আগামীতেও করে যাবো।
|
---|
আপনার হয়তো অনেকে খেয়াল করে থাকবেন এই সপ্তাহে আমি এবং তনয় ভাই, এই দুইজনেই বেশিরভাগ পোস্টের ভেরিফিকেশন করছি। কারণ গত দু-তিন দিন যাবৎ আমাদের কমিউনিটিতে কর্মরত মডারেটর ব্যক্তিগত কারণের জন্য নিজের দায়িত্ব আর পালন করতে পারবেন না।ফলতো তার দায়িত্বটিও আমাদের উপরে রয়েছে। তবে নিয়মমাফিক ভাবে নিজেদের কাজটা করা সর্বোচ্চ চেষ্টা আমরা করে চলেছি এবং আগামীতেও এটি অব্যাহত থাকবে।
পোস্ট ভেরিফাই করতে গিয়ে এমনকিছু ভুল চোখে পড়ে যেগুলো শুধুমাত্র অসাবধানতাবশত হয়ে থাকে। পোস্ট করার পূর্বে যদি সকলেই একবার পোস্টটি ভালো ভাবে পড়ে নেন, তাহলে কিন্তু এই সাধারন ভুলগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে।
প্রসঙ্গত জানিয়ে রাখি আমাদের কমিউনিটিতে buzzguru নামক একজন নতুন ইউজার লেখা শেয়ার করছেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেখে থাকবেন, তার হাতে আঁকা ছবি তিনি পোস্টের মাধ্যমে উপস্থাপন করেন। যেহেতু তিনি স্টিমিট প্লাটফর্মে একেবারেই নতুন, তাই নতুন হিসেবে তিনি কিভাবে কাজ করতে পারেন,সেই বিষয়গুলি অবগত করে, আমাদের কমিউনিটিতে তার প্রথম পোস্টটি আমি ভেরিফাই করেছিলাম।
এমনকি পরবর্তীতে তিনি আমাদের সঙ্গে ডিসকর্ডে যুক্ত হয়েছেন এবং অ্যাডমিন ম্যামের সাথে কথা বলেছেন। ম্যাম ওনাকে ট্যাগ দিয়েছেন। যারা এখনও ওনার লেখা পড়েননি, ওনার আঁকা ছবি দেখেননি, অবশ্যই ওনার পোস্ট পড়বেন। আমার বিশ্বাস ওনার আঁকা ছবি দেখে আপনারাও মোহিত হবেন।
|
---|
সত্যি বলতে এই সপ্তাহে এখনও পর্যন্ত আমার পোস্টের সংখ্যা অন্যান্য সপ্তাহের তুলনায় কম রয়েছে। তবে যেহেতু সপ্তাহ শেষ হতে এখনও দুদিন হাতে রয়েছে, তাই চেষ্টা করবো এর মধ্যে পোস্টের গ্যাপ পূরণ করার। মাঝে নিজের শরীরও খুব একটা ভালো ছিল না। তবে কি কি পোস্ট শেয়ার করেছিলাম তারা একছলক আমি অবশ্যই আপনাদের সাথে নিচের শেয়ার করবো,-
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
01. | 14-03-2025 | "The weekly job I concluded being a Co-Admin" | ![]() |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
02. | 16-03-2025 | "হসপিটালে কাটানো আরেকটি দিনের গল্প" | ![]() |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
03. | 17-03-2025 | "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT" | ![]() |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
04. | 18-03-2025 | "চিকেন বিরিয়ানির ভিন্ন রেসিপি" | ![]() |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
05. | 20-02-2025 | The March contest #2 by sduttaskitchen/School life Vs college life! | ![]() |
|
---|
এই ছিল আমার এই সপ্তাহের কার্যাবলী যেগুলো সংক্ষিপ্ত বিবরণ রিপোর্টের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি আশা রাখি সবাই রিপোর্টটা পড়লে সারা সপ্তাহ ব্যাপি কি কি দায়িত্ব পালনে আমি সচেষ্ট ছিলাম, সেটা সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। এই রিপোর্ট সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত মন্তব্যের মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন। সকলের সুস্থতা কামনা করে এই সপ্তাহের রিপোর্ট আমি এখানে শেষ করছি। পরবর্তী সপ্তাহে আবারও নতুন রিপোর্ট উপস্থাপন করবো। ভালো থাকবেন সকলে।
আপনার বর্তমান অবস্থান কিছুটা হলেও অনুধাবন করতে পারছি। হসপিটালে দিনের পর দিন কাটানোর পরেও আপনি কমিউনিটির দায়িত্ব গুলো চেষ্টা করছেন সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য। আসলে প্রতিনিয়ত এভাবে হসপিটালে থাকতে থাকতে আপনি নিজেও অসুস্থ হয়ে পড়বেন। অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনার সাপ্তাহিক কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।