"At last accomplished the path of double dolphins!"

in Incredible Indialast year
dolphin logo creative color art design animal logo business_20240401_220130_0000_100143.png

"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি সকলে ভালো আছেন এবং সকলের আজকের দিনটা অনেক ভালো কেটেছে।

আজ আমি ভীষন আনন্দিত, কারনটা হয়তো আপনারা আমার শীর্ষক দেখেই বুঝতে পেরেছেন। অনেকটা কঠিন পথ পেরিয়ে যখন ভালো কিছু অর্জন করা যায়, তখন সেই অর্জনের আনন্দ ভাষায় প্রকাশ করা বেশ কষ্টকর।

আজ আমার অবস্থা ঠিক এমনই। অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু লিখতে গিয়ে কেমন যেন, সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। মনের সব অনুভূতি গুলো যেন, একসাথে চোখের কোণে জল এনে চোখ ঝাপসা করে দিচ্ছে। তবুও এই অনুভূতি গুলির কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে না নিলে বোধহয় অন্যায় হবে, তাই আজকের এই পোস্ট লিখতে বসা।

প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সকলের প্রিয় অ্যাডমিন ম্যাম @sduttaskitchen এর প্রতি। কারন উনি না থাকলে স্টিমিট প্ল্যাটফর্মের সাথে আমার হয়তো পরিচয়ই হতো না। আমি জানতেও পারতাম না, এমন একটি প্ল্যাটফর্ম আছে যেখানে কাজ করে এতোটা আত্মতৃপ্তি পাওয়া সম্ভব।

IMG_20240401_220655.jpg

"SBD দিয়ে steem কেনার আগে এবং পরে আমার ওয়ালেট থেকে নেওয়া স্ক্রিনশট"

1672344690977_010726.jpg

আমার চোখের সামনে আজও সেই প্রথম দিনগুলোর স্মৃতি ভেসে উঠছে, যখন এখানে কাজ করার জন্য আমার হাতেখড়ি চলছিল। সঠিক ভাবে কোনো কিছু বুঝতে না পেরে, কত শত বার ম্যামকে বিরক্ত করেছি (এখনো করে যাচ্ছি), তার কোনো হিসাব নেই। কিন্তু মানুষটি কি অদ্ভুত ধৈর্য্য সহকারে, নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সব সময়।

তবে শুরুতে তিনি যেগুলো শিখিয়েছেন, সেগুলোর বাইরে কোনোদিন কিছু করার স্পর্ধা আমি দেখাইনি। কারন আমি জানি তিনি সবসময় আমাকে সঠিক পথেই চালিত করবেন।

তবে এই প্ল্যাটফর্মে কাজ করা কালীন কিছু স্বার্থপর মানুষের সাথেও পরিচয় হয়েছে। যারা শুধু মাত্র আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য, মানুষের ক্ষতি করতে দুবার ভাবে না।

তবে আমি সবসময় ভালোটুকু অনুসরণ করার চেষ্টা করেছি। কারন এই প্ল্যাটফর্মে খারাপের থেকে ভালোর সংখ্যা অনেক বেশি। আর সেই সব ভালোর থেকে আমি একটু একটু করে শিক্ষা নিয়ে আজ এই পর্যন্ত পৌঁছেছি।

সকলকে মেনশন করে অযথা বিব্রত করলাম না। কারন আমি মনে করি তাদের থেকে পাওয়া শিক্ষা গুলো সঠিক ভাবে কাজে লাগানোই, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হওয়া উচিত।

IMG_20240401_220751.jpg

"steem কেনার পর পাওয়ার আপ করার সময় নেওয়া স্ক্রিনশট"

1672344690977_010726.jpg

তবে আমি অবশ্যই আমার কমিউনিটি ও কমিউনিটির প্রতিটি সদস্যদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের সকলকে সঙ্গী করে আজ আমাদের কমিউনিটি এতোগুলো দিন অতিক্রম করতে পেরেছে। আমরা সকলেই পরিবার হয়ে উঠতে পেরেছি।

এই কমিউনিটি আমাকে নিজের মাতৃ ভাষায় পোস্ট লেখার স্বাচ্ছন্দ্য দিয়েছে, আমাকে একজন ইউজার থেকে মডারেটরের দায়িত্ব পালন করতে শিখিয়েছে এবং কো-অ্যাডমিন পদে উন্নীত করেছে। যদিও জানিনা, এই পদগুলোর দায়িত্ব পালন করার কতখানি যোগ্যতা আমার অর্জিত।

আমি কৃতজ্ঞ আমার সহকর্মীদের প্রতি। কারন গত দুই বছর, প্রায়শই আপনজনের অসুস্থতার কারণে আমি কখনো কখনো কমিউনিটির দায়িত্ব পালনে সময় দিতে পারিনি।

তখন আমার সকল সহকর্মী এগিয়ে এসে আমার দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। আর শুধুমাত্র তাদের জন্যই, আমি আমার নিজস্ব পরিবার ও কাজের জায়গার এই পরিবারের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে সক্ষম হয়েছি।

IMG_20240401_220826.jpg

"পাওয়ার আপ করার পর আমার ওয়ালেট থেকে নেওয়া স্ক্রিনশট"

1672344690977_010726.jpg

"এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো".....--আরতি মুখোপাধ্যায় ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানের এই লাইনটির মতোই, আমারও আজ বিশ্বাস করতে ভালো লাগছে, ধীরে ধীরে পথ চলতে চলতে আমিও আজ ডবল ডলফিনের পথ অতিক্রম করতে পেরেছি। আর এমন ভাবেই আমি আগামীতে আরও অনেকটা পথ অতিক্রম করতে সক্ষম হবো, এই আশা রাখছি।

সৎ ভাবে, পরিশ্রম করে, লক্ষ্য পূরনের আনন্দ আজ আরো একবার অনুভব করলাম এবং এই অনুভূতি আসলেই ভাষায় প্রকাশ করা সম্ভব না। তবুও আমার এই জার্নিতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আমার পাশে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

Sort:  
Loading...
 last year 

প্রথমেই আমি আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানাই 🥳🎉🎊

আজ আপনি ডাবল ডলফিন অর্জন করলেন দেখি খুবই আনন্দিত আমি। ডলফিন অর্জন করতে কঠোর পরিশ্রম এবং সততার সাথে পথ চলেছেন, একই সাথে ধন্যবাদ জানাবো দিদিকে যার সঠিক পরামর্শ এবং দিকনির্দেশনা আজ সফলতার চরম শিখরে পৌঁছে দিচ্ছে।

দোয়া ও ভালোবাসা রইলো অফুরন্ত। আরো সু দীর্ঘ পথ অগ্রসর হন সেই দোয়াই করি। ভালো থাকুন সুস্থ থাকুন ❤️

 last year 

আপনার শুভেচ্ছা ও প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।এই প্লাটফর্মে শুরুর দিন থেকে আজও পর্যন্ত দিদির কথামতন কাজ করছি এবং আগামীতেও সেটাই করবো, কারণ তিনি সর্বদাই আমার পাশে থেকে, সঠিক পথ দেখিয়েছেন। পরিশ্রম ও সততার পথ সর্বদাই কঠিন হয়, তবে এই পথে চলে লক্ষ্য পূরণ হলে তার আনন্দ অন্যরকম, যেটা আমি নিজে অনুভব করতে পারছি। আপনার জন্যও শুভকামনা রইলো। আপনার পথ চলাও সুদীর্ঘ হোক এই প্রার্থনা করি। ভালো থাকবেন।

 last year 

প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।🎉🎉🎉 আশা করি আপনার আগামী দিনের পথ চলা আরো বেশি সুন্দর হবে। সততার সাথে অনেক পরিশ্রমের মাধ্যমে নিজের এই জায়গাটা অর্জন করে নিয়েছেন। এভাবেই কাজ করে যান, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু হবে। সৃষ্টিকর্তা সব সময় আপনার সহায় হোন, ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, আগামী দিনের পথ চলার জন্য যে, শুভকামনা জানিয়েছেন তার জন্য। সত্যিই পরিশ্রম এবং সততার মূল্যায়ন দেরিতে হলেও, তার আনন্দ অন্যরকম থাকে। আপনার জন্যেও আমার তরফ থেকে শুভকামনা রইলো, যাতে আপনিও এইরকম ভাবেই সুদীর্ঘ পথ অতিক্রম করতে পারেন। ভালো থাকবেন।

 last year 

শ্রদ্ধেয়া দিদি, @sampabiswas আপনাকে অভিনন্দন জানাই। আপনি আজ যে অবস্থানে পৌঁছেছেন সেটা আপনি আপনার ধৈর্য্য ও কষ্টের উপহার স্বরূপ পেয়েছেন।

ভালো থাকবেন।।।

 last year 

ধন্যবাদ ভাই। একথা একদম সঠিক বলেছেন, এই স্থানে পৌছানোর জন্য অনেক পরিশ্রম এবং ধৈর্য ধারণ করতে হয়েছে। তবে সবশেষে যে এখানে পৌঁছাতে পেরেছি, এর জন্য সত্যিই আমি আনন্দিত। আপনার জন্য আমার অনেক শুভকামনা রইলো, এই রকম ভাবে কাজ করলে আপনিও খুব তাড়াতাড়ি আমার স্থানে পৌঁছাতে পারবেন বলেই আশা করছি। ভালো থাকবেন।

 last year 

অবশ্যই দিদি, সব সময় আপনাদের পরামর্শ মত কাজ করার চেষ্টা করবো। আশা করবো আপনি আরও সামনের দিকে এগিয়ে যাবেন।। ভালো থাকবেন।।

 last year 

Foremost I would love to congratulate you on your achieving the path of double dolphins. The most essential part is when we walk on the path of honesty and hard work it might take a bit of time to reach the destination but once we reach we carry the inner satisfaction and pride.

I believe you have to go through many more miles with the same working spirit, no matter how long it takes but in the end, you will feel pride of self-satisfied.

Walk the same way, and always remember the story of the rabbit and tortoise.

 last year 

Thanks a lot ma'am for guiding me in the right direction. The way I have worked so far, I will work in the same way in the future. Even if the goal is delayed, I will never change my path. Because self satisfaction is very important to me along with success. Your comment is a gift to me. I am grateful to you for being so supportive. Stay blessed🙏.

 last year (edited)

দিদি প্রথমেই আমি আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমি এই কমিউনিটিতে যেদিন থেকে কাজ শুরু করছি তখন, থেকেই পর্যন্ত আমি আপনাকে দেখেছি, কিভাবে আপনি আপনার কাজের জায়গাটা কে ধৈর্যের সাথে সম্পূর্ণ করেছেন এবং দায়িত্ব গুলো খুব নিখুত ভাবে পালন করেছেন।
সামনের পথ চলার জন্য আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।।

 last year 

আপনার শুভকামনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে শুরুর দিন থেকে আমি অ্যাডমিন নামের সাথে পথ চলেছি, তাই তাকে দেখেই নিজের মধ্যে সততা, ধৈর্য ও পরিশ্রম সবটুকু আনার চেষ্টা করেছি। তবে ম্যামের মতন হয়তো কখনোই সম্ভব না, তবে চেষ্টাটা অব্যাহত রেখেছি বলে, আমার পথ চলা এখনো একই রকম রয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো। আপনিও যাতে এই প্লাটফর্মে দীর্ঘ পথ অতিক্রম করতে পারেন সেই কামনাই করি। ভালো থাকবেন। আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

Congratulations my friend!
This how we catch them all... little by little while working hard.
I know there will still be plenty more for you.
Good luck!

 last year 

Thank you very much ma'am for reading my post and sharing your comments. It means a lot to me. When I started working on this platform, I made a small mistake, but you commented on my post and pointed out my mistake. Since that day I have learned a lot from you, by reading your writings ma'am. Thank you for this encouragement. Stay happy, stay healthy. 🙏

Awh! That is so nice to know that you learned something from me.
Thank you my friend, happiness and good health to you also. 🎕

 last year 

Thank you ma'am 🙏.