"Edited by canva" |
Hello,
Everyone,
আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে।
আমার বর্তমান দিনগুলো কিভাবে কাটছে তা সত্যিই বুঝতে পারছি না। যাইহোক আজ সাপ্তাহিক মডারেটর রিপোর্ট উপস্থাপনের দিন, তবে সপ্তাহ শুরুর দিন থেকেই কমিউনিটিতে তেমন ভাবে অ্যাক্টিভ থাকতে পারি নি। এখনও যে খুব বেশি অ্যাক্টিভ আছি এমনটা নয়।
যাইহোক, তবুও যতটুকু কাজ করতে পেরেছি সেই সংক্রান্ত রিপোর্ট আজ উপস্থাপন করতে চলেছি, চলুন তাহলে শুরু করি।
"সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস" |
বহু মাস বাদে আমাদের কমিউনিটিতে সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করা হয়েছিলো। তবে ইউজারদের উপস্থিতি একেবারেই ছিলোনা বললেই চলে। এমনকি আমি নিজেও বেশ কিছুটা দেরীতে জয়েন করেছিলাম এবং তাড়াতাড়ি লিভ নিয়েছিলাম আমার ব্যক্তিগত সমস্যার কারনে। যেটা একেবারেই অনুচিত ছিলো। তবে সবটা জানার পরেও আমার পক্ষে সময়মতো জয়েন করার উপায় ছিলো না। কারন তখন আমি হসপিটাল থেকে ফিরছিলাম তাই রাস্তায় ছিলাম। তবে এই সপ্তাহে ম্যাম কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যেগুলো আমাদের সকলের জন্যই প্রযোজ্য। আশাকরি ম্যামের নির্দেশ মেনে আগামী দিনে সকলেই সঠিক ভাবে কাজ করতে সক্ষম হবো।
"কমিউনিটিতে চলমান কনটেস্ট" |
এই মুহূর্তে কমিউনিটিতে অ্যাডমিন কর্তৃক আয়োজিত কনটেস্ট চলছে। তার বিষয়বস্তু হিসেবে ম্যাম বেছে নিয়েছেন ম্যানেজমেন্ট। আমাদের প্রাত্যহিক জীবনে ম্যানেজমেন্টের গুরুত্ব ও তা সম্পর্কিত নিজস্ব মতামত প্রকাশ করতে হবে, কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে। আশাকরি সকলেই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। যারা এখনও পোস্টটি পড়েননি, তাদের জন্যে লিঙ্কটি নীচে দিলাম।
কমিউনিটি কনটেস্ট
"কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী" |
গত সপ্তাহে কমিউনিটি কর্তৃক আয়োজিত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কনটেস্ট শেষ হয়েছিলো। প্রতি সপ্তাহের মতো তার ডিটেইলস আমি মেল করে ম্যাচে পাঠিয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত আমি মেল পাঠানোর পরে অর্থাৎ কনটেস্টে অংশগ্রহণ করার সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পর একজন ইউজার পোস্ট করেছিলেন। আর ঠিক এই কারনে টোটাল পোস্ট কাউন্টে, ইনভ্যালিড পোস্ট কাউন্টে ও নো ক্লাব কাউন্টে একটি করে সংখ্যা বেরে গিয়েছিল। কারন ইউজার কোনো ক্লাবের অন্তর্ভুক্ত ছিলেন না, আর সময়ের পরে অংশগ্রহণ করার জন্যে তার পোস্ট ইনভ্যালিড ছিলো।
পরবর্তীতে ম্যাম সেটা কাউন্ট করে, বিজয়ী নির্বাচন করে উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট করেন। যার লিঙ্ক আমি নীচে শেয়ার করলাম। বিজয়ী সকলকে আরও একবার শুভেচ্ছা জানাই।
Winners announcement Post
"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট" |
গত সপ্তাহে নির্দিষ্ট দিনে আমি এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করেছিলাম। বেশকিছু ইউজারদের পোস্টের সংখ্যা বাড়লেও কমেন্ট একেবারেই নেই। আমিও তাদের দলভুক্ত হয়ে যাবো এই সপ্তাহে। কারন খুবই বাজে পরিস্থিতিতে দিন কাটাচ্ছি বর্তমানে।
এনগেজমেন্ট রিপোর্ট
"বুমিং সংক্রান্ত কার্যাবলী" |
গত সপ্তাহ পর্যন্ত বুমিং এর দায়িত্ব বেশ ভালো ভাবেই পালন করার চেষ্টা করেছি। পরিস্থিতি কঠিন হলেও তা পার করে নিজের এই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা ছিলো আমার। তবে এই সপ্তাহে আয়োজিত টিউটোরিয়াল ক্লাসে ম্যাম কিছু সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তাই এই সপ্তাহ থেকে কিছু পরিবর্তন আসতে চলেছে। যারা টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত ছিলেন, আশাকরি বিষয়টি সম্পর্কে তারা অবগত।
শুরুর দুদিন সময়মতো পোস্ট ভেরিফাই করতে পারলেও, বর্তমানে এক/দুটোর বেশি পোস্ট ভেরিফাই করা সম্ভব হচ্ছে না। সারাদিন হসপিটালে ছুটোছুটি করে বাড়িতে ফিরে স্নান করার পরে অনেক বেশি ক্লান্ত লাগে। তবে আমি কৃতজ্ঞ @tanay123, @isha.ish এবং @nishadi89 মডারেটরদের প্রতি, যারা আমার এই কঠিন সময়ে পোস্ট ভেরিফিকেশনের দায়িত্ব খুব সুন্দর ভাবে পালন করছেন।
"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী" |
প্রতিদিন কমিউনিটিতে পোস্ট করা আমার দায়িত্ব এটা জানা সত্বেও গত সপ্তাহে আমি একদিন পোস্ট করতে পারিনি। তার জন্যে সত্যিই খারাপ লাগছে। তবে শারীরিক ও মানসিক দিক থেকে এতো বেশি সমস্যার মধ্যে থাকায় এমনটা হয়েছে।
এই ছিল আমার গত সপ্তাহের কার্যক্রম। আসলে গতকাল আমার পোস্ট শেয়ার করার কথা ছিলো। তবে রাতে লেখা সম্পুর্ন করতে পারিনি। এখন হসপিটালে বসে লেখা শেষ করলাম। ভালো থাকবেন সকলে। আজকের দিনটি ভালো কাটুক সকলের এই প্রার্থনা করে আজকের পোস্ট শেষ করছি।
আপনি মডারেটর রিপোর্টটি খুবই ভালো উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আপনি সত্যিই দায়িত্বের সাথে কাজ করছেন, তা প্রশংসনীয়।এই প্ল্যাটফর্ম এবং কমিউনিটি সুশৃংখলভাবে পরিচালনা করার জন্য, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সত্যি কথা বলতে ফ্যামিলির অবস্থা যদি এমন হয়। তাহলে আপনি কিভাবে এই কাজগুলো গুছিয়ে আবার কমিউনিটির কাজ করছেন, সেটা আসলে খুবই ভাবার বিষয়। তারপরেও বলেনা যে ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয় সেটাই হচ্ছে। আপনার গত সপ্তাহের কার্যক্রম আপনি খুব সুন্দর ভাবেই আমাদের সাথে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।
এ প্লাটফর্ম এবং কমিউনিটির প্রতি আপনার যে দায়িত্ব রয়েছে তার সম্পূর্ণ এই পোষ্টের মধ্যে দেখা যাচ্ছে, আপনাদের অক্লান্ত পরিশ্রম এই প্লাটফর্মকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এখানে চমৎকার একটা দায়িত্ব আপনি অসম্ভব সুন্দরভাবে পালন করছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার সাপ্তাহিক রিপোর্টটি সত্যিই মনোযোগ দিয়ে পড়লাম। আপনি অত্যন্ত সুন্দরভাবে আপনার কাজের অগ্রগতি এবং সমস্যাগুলোর কথা তুলে ধরেছেন। আপনি যে কঠিন সময় পার করছেন তাও ভেবেচিন্তে লিখেছেন, এবং তাতে আপনার আন্তরিকতা প্রকাশ পাচ্ছে। বিশেষভাবে, কমিউনিটি কার্যক্রম এবং কনটেস্টের প্রতি আপনার দায়বদ্ধতা প্রশংসনীয়। যদিও আপনার শারীরিক পরিস্থিতি কঠিন ছিল, তবুও আপনি আপনার দায়িত্ব পালনে অবিচল ছিলেন, সেটি খুবই অনুপ্রেরণামূলক। আমি নিশ্চিত, আপনার এই পরিশ্রম এবং আন্তরিকতা ভবিষ্যতে আরও সফলতা আনবে। আশাকরি আপনি আগামী দিনগুলোতে আরও সফলভাবে কাজ করতে পারবেন।