"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

in Incredible India5 days ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...owv42s22z2ocFnGJewDJQt6SBdq6aVGXqy987fS4ycYMJePvaHWAkeCmxHxjyxNDuS8unJaJYAUceqrraMqHUsghZjgPHkNYaEqB1S3PCjSrWRZiLqi3gPr1P4.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ অনেকটা দেরীতে পোস্ট লিখতে বসলাম। তার পিছনে কারন‌ অবশ্যই আছে, তবে সে বিষয়ে অন্য পোস্টে কথা বলবো। কারন‌ আজ আমার সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার দিন।

আপনারা সকলেই জানেন প্রতি সোমবার আমি এই রিপোর্টটি আপনাদের সাথে শেয়ার করি, যেখানে কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের সারা সপ্তাহের এনগেজমেন্ট ডিটেইলস শেয়ার করা হয়।আজ এই রিপোর্টের মাধ্যমে আমি গত সপ্তাহে সকলের কার্যক্রম তুলে ধরবো। চলুন তাহলে শুরু করা যাক,-

1672344690977_010726.jpg

চলুন তার আগে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা নিজেদের কাজকে আরও একটু উন্নত করতে পারেন।

নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরামর্শ

  • সবার প্রথমেই মনে রাখবেন, আপনি যে ভাষায় লিখতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন,সব সময় সেই ভাষাতেই নিজের পোস্ট লিখবেন। কারন যেমনটা আপনারা সকলেই জানেন, স্টিমিট প্ল্যাটফর্মে লেখার জন্য সকল ভাষারই গ্ৰহন যোগ্যতা রয়েছে। কতজন মানুষ আপনার লেখা পড়তে পারবে, আর কতজন পারবেন না, কখনোই সেই হিসাব করবেন না।

  • যে ভাষার উপরে আপনার দক্ষতা কম, যে ভাষায় লেখার জন্য আপনাকে অন্য কারোর সাহায্য নিতে হয়, সেই ভাষায় নিজের পোস্ট লেখা সবার প্রথম বন্ধ করা উচিত। তাতে ভুলের সম্ভাবনা কম থাকে।

  • আপনারা যে, যেভাবেই লেখেন না কেন, লেখার শেষে নিজের লেখা পোস্ট পড়ার অভ্যাস তৈরি করুন, দেখবেন নিজের লেখায় কোনো ভুল থাকলে তা অবশ্যই আপনার চোখে পড়বে।

  • সব সময় চেষ্টা করবেন নির্ভুল ভাবে লেখার। বানানের দিকে সর্বদা নজর দেবেন। লেখার পড়ে সেটাকে পোস্ট করার পূর্বে বেশ কয়েকবার পড়ে নেবেন, যাতে বানান ভুলের সম্ভাবনা না থাকে।

  • বাক্য গঠনের দিকে অবশ্যই সচেতন হবেন। অনেক সময় পোস্ট পড়তে পড়তে বেশ কিছু ইউজারের পোস্টে বাক্য গঠনের ক্ষেত্রে অসংগতি চোখে পড়ে। এই অসর্তকতার কারনে বাক্যের মানে সঠিক ভাবে বোঝা যায় না।

  • সঠিক ও সুন্দর শব্দ চয়ন আপনার পোস্টের মান উন্নত করে। সুতরাং সবসময় অন্যের পোস্ট পড়ার অভ্যাস করুন, দেখবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনার সুবিধা হবে।

  • নিজের পোস্ট সর্বদা ছোটো প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবেন। যাতে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি, তার মধ্যে কোনো বানান ভুল থাকলে তা সহজেই চোখে পড়ে।

  • ছবি ব্যবহার করার সঠিক নিয়ম আপনারা সকলেই জানেন, তবে আমি অনুরোধ করবো সবসময় আপনার লেখার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ব্যবহার করার পাশাপাশি, ছবির সাইজের দিকেও লক্ষ্য রাখবেন। প্রতিটি ছবি একদম সমান মাপের হতে হবে এমন নয়, তবে তাদের মধ্যে যেন কিছুটা সামঞ্জস্য থাকে। যা আপনার পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধি করবে।

  • মার্ক ডাউন আমাদের পোস্টের সৌন্দর্য্য বাড়িয়ে দেয় ঠিকই, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, সঠিক বিষয় নির্বাচন। এরপর যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হলো, বিষয়ের উপর ভিত্তি করে সঠিক শীর্ষক নির্বাচন, তার সাথে সঠিক ছবির ব্যবহার ও সবশেষে সঠিক হ্যাশট্যাগ নির্বাচন।

1672344690977_010726.jpg

যাইহোক,‌ এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সপ্তাহে সকলের এনগেজমেন্ট ডিটেইলস। সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Moderators Engagement Details"

UsernameNo.of Postcomments
@sampabiswas774
@tanay123665

1672344690977_010726.jpg

এরপর আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Users Engagement Details"

UsernameNo.of Postcomments
@rubina2037121
@mou.sumi724
@hafizur46n718
@buzzguru715
@piya378
@sifat42074
@baizid123629
@pinki.chak612
@papiya.halder60
@jahidul2152
@rasel72415
@yoyopk44
@muktaseo311
@avishek9332
@roy.saikat30
@isha.ish30
@mdsuhagmia213
@sabus20
@karobiamin7111
@sairazerin10

1672344690977_010726.jpg

আমাদের কমিউনিটিতে কর্মরত সকল ইউজারদের বহুবার আমরা এনগেজমেন্টের গুরুত্ব সম্পর্কে বলেছি। তৎসত্ত্বেও গত বেশ কয়েক সপ্তাহ ধরে দেখছি হাতে গোনা কয়েকজন ইউজার ছাড়া বাকিরা এনগেজমেন্টে ততোধিক গুরুত্ব দেন না। তবুও কয়েকজন নিজেদের পোস্টের সংখ্যা বৃদ্ধি করেছেন দেখে ভালো লাগলো।

আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য ইতিমধ্যে টিউটোরিয়াল ক্লাসের অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। আমি আশাবাদী পূর্বের তুলনায় বেশ কিছু সংখ্যক বেশি ইউজার যুক্ত হবেন। যদিও আপনারা সকলেই জানেন, এটি একটি স্বাধীন প্লাটফর্ম, যেখানে প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে পারেন।

তবুও আমার মনে হয় যখন আমরা কোনো একটি পরিবারের অন্তর্ভুক্ত হয়ে কাজ করি, তখন সেই পরিবারের দায়িত্ব আমাদের সকলের উপরে বর্তায়। আর সেই দায়িত্ব গুলোকে সঠিকভাবে পালন করে, পরিবারের পাশে থাকাটা আমাদের সকলের কর্তব্য। তাই পুনরায় আরও একবার এই রিপোর্টের মাধ্যমে আপনাদের সকলকে অনুরোধ করবো নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধির প্রতি সচেষ্ট হওয়ার জন্য, ঠিক যেমনটা আপনারা সকলে পূর্বে ছিলেন।

"Conclusions"

যাইহোক এই ছিলো এই সপ্তাহের সকলের এনগেজমেন্ট ডিটেইলস, যেটা আপনারা উপরে দেখতে পারছেন। পোস্টের সংখ্যা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ বটে, তবে তার পাশাপাশি এনগেজমেন্টের সংখ্যাটাও একেবারে মূল্যহীন নয়। আশাকরি এই বিষয়টি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন।

তবুও আপনাদের কার্যক্রম যথেষ্ট নিরাশজনক হওয়ার, প্রতি সপ্তাহে এই রিপোর্টের মাধ্যমে আপনাদেরকে উৎসাহ প্রদান করার আপ্রাণ চেষ্টা করি আমি, এই সপ্তাহেও তাঁর অন্যথা হয়নি।

আমি বিশ্বাস করি আপনারা যদি প্রত্যেকে চেষ্টা করেন, তাহলে পূর্বের মত সকলের এনগেজমেন্ট বৃদ্ধি পাবে। এই সপ্তাহের রিপোর্ট পড়ে আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত অভিমত, মন্তব্যের মাধ্যমে প্রকাশ করার অনুরোধ রইলো। সকলের সুস্থতা কামনা করে এই সপ্তাহের রিপোর্ট আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।


Sort:  
 5 days ago 

এংগেজমেন্ট আমাদের প্রত্যেকটি ইউজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের উচিত নিজেদের দায়িত্ব নিয়ে এনগেজমেন্ট বৃদ্ধি করা। নিজের জায়গা থেকেও এংগেজমেন্ট বৃদ্ধি করতে পারছি না এটা সত্যি আমার কাছে লজ্জার বিষয়। বর্তমানে একটু সমস্যা যাচ্ছে কাজের জায়গা থেকে যার জন্য সময় খুব বেশি দিতে পারি নাই তবে চেষ্টা করব পরবর্তী সপ্তাহে নিজের এংগেজমেন্ট আরো কিছু বৃদ্ধি করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে এংগেজমেন্ট রিপোর্টটি আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য।

 5 days ago 

আমাদের কমিউনিটির মধ্যে যারা রয়েছে সবাই মিলে যদি একটু ভালোভাবে কাজ করি। তাহলে আমার মনে হয় আমাদের কমিউনিটি সামনের দিকে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। আমাদের কমেন্টের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করতে হবে। সেই সাথে আমাদের পোষ্টের সংখ্যা বৃদ্ধি করতে হবে সবাই যদি নিজেদের জায়গা থেকে উদ্যোগ নিয়ে কাজ করে। তাহলে খুব ভালো হবে। তাই সবাইকে অনুরোধ করব নিজের উদ্যোগে কাজ করেন ভালো কিছু অবশ্যই এখান থেকে পাবেন। তবে আমি খুব লজ্জা জনক এ সপ্তাহে আমার এনগেজমেন্ট অনেকটাই কম। ইনশাল্লাহ সামনের সপ্তায় ভালো করার চেষ্টা করব।

Loading...
 23 hours ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ, দিদি, আমাদের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট শেয়ার করার জন্য। সত্য বলতে, আগের তুলনায় আমাদের সবারই এনগেজমেন্ট অনেক কমে গেছে, বলা যায় প্রায় ন্যূনতম পর্যায়ে পৌঁছেছে। আমি এবং আমরা সবাই চাই, যেন আগের মতোই সক্রিয়ভাবে এনগেজমেন্ট বাড়ানোর জন্য চেষ্টা করি।পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এনগেজমেন্ট রিপোর্ট টা শেয়ার করার জন্য।