"বেশ কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি"
|
---|
Hello,
Everyone
বেশ কয়েকদিন আগে পোস্টের মাধ্যমে আমার বান্ধবী সঙ্গীতার বাড়ি সকলে মিলে একত্রিত হওয়ার গল্প আপনাদের সাথে শেয়ার করেছিলাম। জানিনা সেটা আপনাদের মনে আছে কিনা, কারণ প্রতিদিন এতো এতো পোস্টের ভিড়ে কোনো একটা বা দুটো পোস্টের কথা মনে রাখা একটু কষ্টকর।
বান্ধবীদের সাথে একত্রে কাটানো সেই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার পাশাপাশি বান্ধবীর বাড়িতে বিভিন্ন ফুলের গাছ আছে সে কথাও বলেছিলাম। তবে সেই সময় ছবিগুলো আর শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আজ ফোনের গ্যালারি ঘেঁটে সেই ছবিগুলোই বের করলাম, আপনাদের সাথে শেয়ার করবো বলে।
অনেকেরই মনে হতে পারে হঠাৎ আজ কেন?
আসলে আজ সন্ধ্যায় হঠাৎ করেই রাখি ফোন করেছিলো। এরপর whatsapp এ ভিডিও কলের মাধ্যমে সঙ্গীতার সাথেও কথা হয়েছে। বেশ কিছুক্ষণ হলো তিনজনের।
নতুন বছরের প্রথম দিন পিকনিকের প্ল্যান হয়েছিলো। সেটা করা হয়নি আমার সমস্যার কারণে, কারণ সেই সময় শ্বশুর মশাইকে নিয়ে হাসপাতালে ব্যস্ত ছিলাম। তাই আজ ফোনে কথা বলার সময় নতুন করে প্ল্যান হলো সরস্বতী পুজোর দিন পিকনিক করার।
যদিও ওদেরকে জানিয়েছি আগে থেকে প্ল্যান করলে সেটা শেষ পর্যন্ত যদি সাকসেসফুল না হয়, তখন মনটা খুব খারাপ লাগে। তবে ওদের কথা অনুযায়ী প্ল্যান তো করতেই হবে, না হলে কোনোদিনই নাকি কিছুই হবে না আমাদের।
কথাটা একেবারে মন্দ বলেনি, যাইহোক দেখা যাক কি হয়। সরস্বতী পুজো আসতে আসতে পরিস্থিতি কোথায় নিয়ে দাঁড় করায়, সেই অনুযায়ী না হয় তখনকার প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো।
সঙ্গীতাদের বাড়িতে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, সেগুলো যে ভীষণ যত্ন করে সে কথা বলবো না। তবে খেয়াল রাখে সে কথা বলতেই হবে। নয়ন তারা ফুলেরই অনেকগুলো রং ওর বাড়ির ছাদে ছিলো। প্রথমেই জানাই ওদের বাড়ির একদম পাশে শ্রী রামকৃষ্ণ মিশনের একটি ছোট্ট মঠ রয়েছে। তোদের ছাদ থেকে যেটা সুন্দর ভাবে দেখা যায়।
"সঙ্গীতাদের ছাদ থেকে তোলা রামকৃষ্ণ মঠের ছবি"
ওদের বাড়ির ছাদে সেদিন দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চের শেষে অনেকটা সময় ছাদে কাটিয়েছিলাম সকলে মিলে। তখনই প্রথম আমি এই রামকৃষ্ণ মঠের ছবিতে তুলেছিলাম। এরপর বাকি গাছগুলোর ছবি তুলেছিলাম।
"রানী রঙের পাঁপড়ির মাঝে সাদা রঙ"
"সম্পূর্ন ফুলটাই রানী রঙের"
"সম্পূর্ন সাদা রঙের নয়নতারা ফুল"
"হালকা গোলাপী রঙের পাঁপড়ির মাঝে রানী রঙ"
"সাদা রঙের পাঁপড়ির মাঝে হালকা গোলাপি রঙ"
নয়ন তারা ফুল আশা করি আপনারা প্রত্যেকেই চেনেন। এই নয়ন তারা ফুল যে এতো রকমের হয়, সেটা সত্যিই আমার জানা ছিল না। ওর বাড়িতেই আমি ৫ রকম বিভিন্ন রঙের নয়ন তারা ফুল দেখেছি। সেগুলোর ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সাদা রঙের যেকোনো ফুল খুব প্রিয়। তবে সাদা রঙের সাথে গোলাপি রঙের কম্বিনেশনটাও বেশ ভালো লেগেছে।
"পাহাড়ী জুঁই ফুল"
"কিছুটা আগাছার মধ্যেই ফুটেছে"
"এর সুগন্ধ ভীষন সুন্দর"
এবার আমি আপনাদের সাথে ছবিটি শেয়ার করেছি সেটিকে নাকি পাহাড়ী জুঁই ফুল বলে। যদিও আমি ফুলটি প্রথমবারই দেখলাম, নামটাও আমি সঙ্গীতার কাছেই শুনেছি। কিন্তু কি যে সুন্দর গন্ধ ফুলটির, সেটা আসলে লেখার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আপনারা যারা ফুলটি চেনেন, তারা প্রত্যেকেই বোধহয় ফুলটির গন্ধ সম্পর্কে জানেন।
"রানী রঙের ফুল, কিছুটা টাইম ফুলের মতো"
"মাঝে হলুদ রঙের সাথে, পাঁপড়ির রঙ দারুন লেগেছিলো"
এই ফুলগুলো কিছুটা টাইম ফুলের মতই, যদিও একটু আলাদা প্রকৃতির। কিন্তু এরাও সন্ধ্যা হতে হতে কেমন যেন নুইয়ে পড়ে, ঠিক যেরকম টাইম ফুলগুলো হয়। আবার সকালে রোদ্দুর পড়তে শুরু করলেই যেন ওরা প্রাণবন্ত হয়ে ফুটে ওঠে।
"তুলসী গাছের মঞ্জুরি"
"ঘাস ফুল"
এই গাছটিকে আপনারা সকলেই চেনেন, এটি তুলসী গাছের মঞ্জুরী। ওখানে থাকা অনেকগুলো টবের মধ্যে থেকে একটা টবে ছিলো। ফুল গুলোর ছবি তোলার সাথে সাথে মঞ্জুরি গুলোর একটা ছবি তুলেছিলাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই একই টবের অন্যদিকে ঘাস ফুল ফুটেছিল। তাই ওদেরও একটা ছবি তুললাম। আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা সৌন্দর্য্য আছে, শুধু সেগুলোর মূল্যায়ন করতে ভুলে যাই আমরা।
"লাকি ব্যাম্বু গাছ"
এটা অনেকেরই পরিচিত একটি গাছ, নাম নাকি লাকি বাম্বু। ছোট্ট একটা টব এনেছিলো। শুরুতে ঘরেই রেখেছিল। পরে ওর শ্বশুরমশাই টবটা পাল্টে একটা বড় টবে বসিয়েছিলেন। সেখান থেকে গাছগুলো এতটা বড় হয়ে গেছে। বেশ সুন্দর লাগছিলো দেখতে, তাই ছবি তুলতে ভুল করিনি। আমি অবশ্য এই গাছগুলোকে ছোট টবে ঘরের মধ্যেই দেখেছি, তবে গাছগুলো বড় টবের মধ্যে বসালে, সেগুলো যে এতো বড় হতে পারে, এ সম্পর্কে আমার ধারণা ছিলো না।
উপরের ছবিগুলোতে যতগুলো ফুল দেখতে পেলেন, সব ফটোই আমার বান্ধবী ছাদ বাগানের টবে হয়েছিলো। খুব বেশি যত্ন করে না বলে বাগানটা কেমন যেন শুকিয়ে রয়েছে, তবে যত্ন করলে এই সৌন্দর্য্য আরও বহুগুনে বেড়ে যাবে, একথা আমি হলফ করে বলতে পারি।
যাইহোক উপরের এতোগুলো ছবির মধ্যে থেকে কোন কোন ছবিগুলো আপনাদের সবথেকে ভালো লেগেছে, অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আজকের পোস্টটি আমাদের সাথে শেয়ার করেছেন। আমি বিগত পোস্টে পড়েছিলাম, সকল বান্ধবীরা মিলে পিকনিক করার প্লান ছিল। কিন্তু আপনি উপস্থিত হতে পারেন নাই পারিবারিক সমস্যার জন্য। আপনার পোস্টটিতে আজকে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি দেখেছি, ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগছে,অনেক সুন্দর ভাবে আপনি ছবিগুলো তুলেছেন। আমার কাছে যেসব ফুলগুলো ভালো লেগেছে,বিশেষ করে নয়ন তারা ফুলগুলো, এই নয়নতারা ফুলগুলো সব জায়গায় হয়ে থাকে! ফুলগুলি দেখতে অনেক সুন্দর লাগে। আর পাহাড়ী জুঁই ফুল এই ফুলটিও সুন্দর একটি ফুল অনেক সুগন্ধ ছড়ায়। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য,আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Thank you @shiftitamanna mam for supporting me 💕
Thank you so much @shiftitamanna ma'am for your support. 🙏
প্রতিটা সময় আমরা যে বিষয়টা চিন্তা করি সেটা আমাদের সাথে ঘটে না। আসলে পরিস্থিতির মাঝে আমরা এমন ভাবে আটকা পড়ি যেটা আমরা কখনোই চিন্তা করি না। আপনার বন্ধুদের সাথে আপনি বছরের প্রথম দিন পিকনিক করার চিন্তাভাবনা করেছিলেন। কিন্তু আপনার পরিস্থিতি এমন ছিল সেটা আর হয়ে ওঠেনি।
আপনার বান্ধবীর সঙ্গীতার সাথে দেখা করতে গিয়েছেন যেটা জানতে পেরে ভালো লাগলো। আসলে আমি নিজেও এ বিষয়টা জানিনা কখন আপনি এটা শেয়ার করেছেন। তবে আপনি ফুলের বর্ণনা খুব চমৎকারভাবেই দিয়েছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ বান্ধবীদের সাথে কাটানো মুহূর্ত এবং ফুলের বর্ণনা এত সুন্দর ভাবে দেয়ার জন্য ভালো থাকবেন।