"Edited by canva" |
Hello,
Everyone,
আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে।
অনেকদিন বাদে গতকাল থেকে আমার নিজের দিনটা অবশেষে ভালো কেটেছে। নিজের বাড়িতে, পিকলুর সাথে অনেকদিন বাদে সুন্দর সময় অতিবাহিত হয়েছে। যদিও কাজের ব্যস্ততা ছিলোই।
তথাপি গত কয়েক দিনের তুলনায় অনেক ভালো কেটেছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সপ্তাহের রিপোর্ট, যেমনটা জানেন সপ্তাহের নির্দিষ্ট দিনে এই রিপোর্ট আমি উপস্থাপন করি, যার মাধ্যমে গত সপ্তাহে কমিউনিটিতে করা আমার সকল কার্যাবলীর বিবরণ শেয়ার করি। চলুন তাহলে শুরু করি, -

গত সোমবার কমিউনিটিতে একটি বিশেষ টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করা হয়েছিলো। অবশ্য কিছু শেখানোর জন্য নয়, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্যই মূলত ক্লাসটা রাখা হয়েছিলো। যথারীতি খুব বেশি সংখ্যক ইউজার উউপস্থিত ছিলো না। তবুও যারা উপস্থিত ছিলো, তাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে কমিউনিটিতে সকলেই নিজেদের খেয়াল খুশি মতো কাজ করছে। একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, কমিউনিটিকে সঠিকভাবে জানানোর জন্য সকলের কাজের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত।

"কমিউনিটিতে চলমান কনটেস্ট" |
এই মুহূর্তে কমিউনিটিতে কমিউনিটি কর্তৃক আয়োজিত মার্চ মাসের শেষ সপ্তাহের কনটেস্ট চলছে, যার বিষয়বস্তু হিসেবে অ্যাডমিন ম্যাম বেছে নিয়েছেন আত্মরক্ষার মত একটা গুরুত্বপূর্ণ বিষয়কে। সে ক্ষেত্রে ছোটদের আমরা কেমন শিক্ষা দিতে পারি, বড়দেরও কিছু বিষয় সচেতন থাকা উচিত, এই সকল বিষয় সম্পর্কে আপনার অভিমত প্রকাশ করার কথা বলা হয়েছে। আজ কনটেস্টে অংশগ্রহণ করার শেষ দিন, তাই আশা করি আপনারা যারা এখনও পর্যন্ত অংশগ্রহণ করেননি, তারা অবশ্যই চেষ্টা করবেন সময়ের মধ্যে অংশগ্রহণ করার।
কমিউনিটিতে চলমান কনটেস্টের লিঙ্ক

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট" |
গত সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে বেশ কিছু বিষয় আলোচনা হয়েছিল তার মধ্যে একটি আলোচ্য বিষয় ছিল এই এনগেজমেন্ট রিপোর্ট। যেখানে প্রত্যকের সাপ্তাহিক কার্যাবলী দৃশ্যমান হয়। তাই সেখানে পরিবর্তন আনা কতটা জরুরী সেই বিষয়ে বেশ কিছু কথা আমি ইউজারদের বলেছিলাম। আমি আশাবাদী এই সপ্তাহে কিছুটা হলেও পরিবর্তন হবে। তবে সেটা কতখানি আশানুরূপভাবে সেটাই দেখার বিষয়।
এনগেজমেন্ট রিপোর্ট

"বুমিং সংক্রান্ত কার্যাবলী" |
বুমিং সংক্রান্ত দায়িত্ব পালন করা আমার রোজকার দায়িত্ব। তবে কিছু বিষয় আমাকে অবাক করে সেই বিষয়েও আমি টিউটোরিয়াল ক্লাসে কথা বলেছি। অনেকেই বেশ হিসেব করে আজকাল পোস্ট করছেন। তবে সত্যি কথা বলতে হিসেব করে সত্যিই বেশি দূরের রাস্তা পাড়ি দেওয়া সম্ভব নয়, বিশেষ করে কাজের ক্ষেত্রে। কাজটাকে ভালোবেসে করলে তবেই তা আমাদেরকে দীর্ঘ পথ অতিক্রম করতে সাহায্য করে। যাইহোক আমার প্রতিদিনকার দায়িত্ব পালনের জন্য আমি আগেও সচেষ্ট ছিলাম, এখনো থাকছি, আশা করি ভবিষ্যতেও এই চেষ্টাটা অব্যাহত রাখতে পারবো।

বর্তমানে কমিউনিটিতে আমি এবং তনয় ভাই মিলে পোস্ট ভেরিফিকেশন করছি। কিছু কিছু ইউজারদের উপস্থিতি ডিসকর্ডে এতো কম যে, কিছু বিষয়ে তাদের অবগত করা অসম্ভব। আবার এমনও অনেকে আছেন, যারা পোস্টের নীচে করা কমেন্ট পড়েন না। ফলত লেখার মধ্যে তাদের কিছু ভুল কমেন্টে উল্লেখ করলেও, তারা সেগুলো ঠিক করেন না।
ভেরিফিকেশনের তারিখ | ভেরিফাইড পোস্ট সংখ্যা |
21/03/2025 | 14 |
22/03/2025 | 08 |
23/03/2025 | 14 |
24/03/2025 | 07 |
25/03/2025 | 11 |
26/03/2025 | 04 |
27/03/2025 | 13 |

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী" |
এই কমিউনিটিতে ইউজার হিসেবে প্রতিদিন পোস্ট করাটাও আমার দায়িত্ব বলে আমি মনে করি এবং সপ্তাহের প্রতিদিন সেই দায়িত্ব পালনের চেষ্টা করি। মাঝে কিছুদিন হয়তো সঠিকভাবে পোস্ট করা হয়নি, তবে তার পেছনের কারণ আপনাদের সকলের কাছেও স্পষ্ট। এই সপ্তাহে চেষ্টা করেছি প্রতিদিন কাজ করার, তাই কি কি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার সংক্ষিপ্ত বিবরণ নিচে শেয়ার করলাম, -

এই ছিল এই সপ্তাহে আমার সকল কার্যক্রমের বিবরণ, যেগুলো আমি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম।
আশা করি সকলে রিপোর্টটি পড়বেন এবং রিপোর্ট সংক্রান্ত আপনাদের যেকোনো রকম মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। সকলের সুস্থতা কামনা করি। প্রত্যেকের আজকের দিনটি ভালো কাটুক এই প্রার্থনা করে আজকের রিপোর্ট শেষ করছি। ভালো থাকবেন সকলে।

জানি আপনার শ্বশুর মশাই কে নিয়ে গত প্রায় ১৫-১৬ দিন আপনারা হসপিটালে ছিলেন। তার পরেও আপনি কমিউনিটির কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করেছেন এটা দেখে অনেক বেশি ভালো লাগছে। সেই সাথে আমাদের সোমবারে টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। যেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
আমাদের কমিউনিটির সদস্য যারা রয়েছে তারা সবাই অনেক বেশি এলোমেলো হয়ে গেছে। তারা যদি সঠিকভাবে কাজ করে, তাহলে কমিউনিটি আরো সামনের দিকে এগিয়ে যেতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাকে আপনার একটা সপ্তাহের কার্যক্রম শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
অনেক সমস্যার মধ্য দিয়ে আপনার যেতে হচ্ছে যেটা আমরা সবাই অবগত। তবুও আপনি আপনার কার্যক্রম গুলো এই সমস্যার মধ্য থেকে করে গিয়েছেন ঠিক ভাবে। এবং আজকে আপনি আপনার একটি সপ্তাহের কার্যক্রম আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক সুন্দর ভাবে। এবং এটা জানতে পেরে ভালো লাগছে যে কাল থেকে আপনার দিন অনেক সুন্দর ভাবে কেটেছে। এভাবে ভালো কাটুক আপনার সামনের দিন গুলো এই প্রার্থনা করি সব সময় ভালো এবং সুস্থ থাকবেন।