মৃত্যু সত্যিই এক কঠিন বাস্তবতা, যা আমাদের জীবনকে আমি নতুন ভাবে ভাবতে শিখায়। কবরে বা শ্মশানে গেলে জীবনের ক্ষণস্থায়ী তো আরো গভীরভাবে অনুভূত হয়।তাই আমাদের উচিত সৎকর্মে মনোযোগী হওয়া যাতে মৃত্যুর পরও ভালো কাজের স্মৃতি আমাদের জীবিত রাখে। আপনার লেখাটি খুবই ভাবনার খোরাক যোগায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখার মূল সারাংশ বোঝার জন্য, আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো।