You are viewing a single comment's thread from:

RE: The February Contest#1 by sduttaskitchen| How can we overcome domestic violence?

in Incredible India3 months ago

খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ দিদি। গৃহস্থালি নির্যাতন শুধু শারীরিক নয়, মানসিকভাবেও এটি মানুষকে গভীরভাবে আঘাত করতে পারে। এই বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি, যাতে আমরা সবাই সচেতন হতে পারি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।

বিশেষ করে, এর কারণ ও প্রতিরোধের উপায়গুলো নিয়ে ভাবনা-চিন্তার সুযোগ দেওয়া সত্যিই প্রশংসনীয়। Charity begins at home কথাটি যথার্থ, কারণ আমাদের নিজেদের পরিবার থেকেই পরিবর্তন শুরু করতে হবে।

আশা করি, সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করবে। শুভকামনা রইল প্রতিযোগিতার সাফল্যের জন্য।