You are viewing a single comment's thread from:

RE: Indian probiotic drink -Kanji (কাঞ্জি একটি স্বাস্থ্যকর পানীয়)

in Incredible India3 months ago

প্রথমেই জানাই দিদি এই কাঞ্জি সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। আপনার পোস্টটি পড়ে সত্যিই মুগ্ধ হলাম! এত সুন্দরভাবে কাঞ্জি তৈরির পুরো প্রক্রিয়া বুঝিয়েছেন, যেন মনে হলো নিজেই এটি তৈরি করছি।

ফারমেন্টেড পানীয়ের উপকারিতা এবং এর প্রতি আপনার যত্নশীল দৃষ্টিভঙ্গি সত্যিই অনুপ্রেরণাদায়ক। কম খরচে স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি আপনার এই উদ্যোগ প্রশংসার যোগ্য। অসাধারণ পোস্ট, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এমন মূল্যবান তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Sort:  
 3 months ago (edited)

আসলে এই করণার পর থেকে আমরা অনেক দিক থেকে সচেতন হয়েছি,আর ঠিক সেই কারণে নিজেদের শরীরকে ভিতর থেকে সুস্থ্য রাখতে কম খরচের এই পানীয় অনেক আগে থেকেই প্রসিদ্ধ।

পারলে একবার তৈরি করে খাবার অভ্যেস করবেন, যারা টক পছন্দ করে তাদের জন্য অসুবিধা হবার কথা নয়।
খুব বাজে খেতে এমনটা কিন্তু নয়, কারণ যেমন আচার আমরা খাই খানিক সেরকম।
তবে জলটা আসল। একবারের জল ব্যবহার হয়ে গেলে ওর মধ্যে আবার জল দিয়ে রেখে খাওয়া যায়। সবার পক্ষে অনেক খরচ করে স্বাস্থ্য বজায় রাখা সম্ভব নয়, তাদের জন্য এই পানীয়।

1000002812.jpg

We look for quality posts and comments.
Curated by @solaymann