You are viewing a single comment's thread from:

RE: R3- follow and enhance your life journey!

in Incredible India5 months ago

দিদি, আপনার লেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং গভীর এক বার্তা বহন করে। R3 এর মাধ্যমে সম্পর্কের যে মৌলিক দিকগুলো তুলে ধরেছেন, তা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আরও একবার উপলব্ধি করলাম।

আপনার শেয়ার করা ঘটনাটি হৃদয়স্পর্শী। অচেনা এক নারীর এমন মহানুভবতা এবং আপনার ভাইয়ের প্রতি তার সম্মান সত্যিই প্রমাণ করে যে, সম্মান আর বিশ্বাসের শক্তি কতটা গভীর।

এমন একটি দৃষ্টান্ত আজকের সমাজে খুবই প্রয়োজন।
আপনার কথার প্রতিটি লাইন থেকে শিক্ষা নেওয়ার আছে। আমরা যদি সকলেই এই R3 এর নীতি মেনে চলি, তাহলে হয়তো আমাদের চারপাশ আরও সুন্দর এবং শান্তিময় হবে।

এমন গভীর এবং মানবিক বার্তা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আশা করি আপনার কাছ থেকে আরও এমন লেখা পাব।

Sort:  
 5 months ago 

@samima1 জেনে ভালো লাগলো, তবে কি জানেন তো স্কুলের বইয়ের থেকেও অধিক শিক্ষা বিয়ে নিয়ে আসে বাস্তব জীবনের অভিজ্ঞতা।

যেমন আমি আমার মাসতুতো দাদার ঘটনাটি উল্লেখ করেছি, সেটাও একটা শিক্ষা।
অনেক খারাপের মাঝে আজও কিছু ভালো বেঁচে আছে বলে পৃথিবীর অস্তিত্ব অব্যাহত রয়েছে।